RRB NTPC Exam Date 2025: রেলের NTPC আন্ডারগ্রাজুয়েট পরীক্ষার তারিখ প্রকাশ! কবে পরীক্ষা? দেখে নিন

Arpita Paul

Published on:

RRB NTPC UG Exam Date 2025

পশ্চিমবঙ্গ সহ গোটা দেশের লক্ষাধিক চাকরি প্রার্থী দীর্ঘদিন ধরেই অপেক্ষা করছিলেন RRB NTPC (Non-Technical Popular Categories – Undergraduate) পরীক্ষার (Exam) তারিখের জন্য। ২০২৪ সালে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির পর থেকে প্রার্থীরা প্রস্তুতিতে মন দিয়েছিলেন। অবশেষে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (Railway Recruitment Board – RRB) ২০২৫ সালের পরীক্ষার সম্ভাব্য সময়সূচি প্রকাশ করল।

RRB NTPC UG Exam Schedule 2025: রেলের UG পরীক্ষা সূচি প্রকাশ

সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিস নম্বর – CEN 06/2024 অনুযায়ী, এই পরীক্ষা শুরু হবে ২০২৫ সালের ৭ই আগস্ট (7th August 2025) থেকে এবং চলবে ৮ই সেপ্টেম্বর (8th September 2025) পর্যন্ত। এই সময়ের মধ্যে একাধিক শিফটে CBT (Computer Based Test) নেওয়া হবে।

পর্যায়পরীক্ষার ধরনতারিখ
CBT 1কম্পিউটার ভিত্তিক প্রথম লিখিত পরীক্ষা (First Written Test – CBT 1)7 আগস্ট – 8 সেপ্টেম্বর, 2025
CBT 2দ্বিতীয় লিখিত পরীক্ষা (Second Stage CBT)CBT 1-এ উত্তীর্ণদের জন্য
Typing Test/Skill Testযাদের পদের জন্য প্রযোজ্যCBT 2-র পরে
ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল পরীক্ষাচূড়ান্ত পর্যায়Typing Test-এর পরে

পরীক্ষার দিনে কী কী নিয়ম মেনে চলতে হবে? (Exam Day Guidelines)

পরীক্ষার দিনে অবশ্যই সঙ্গে রাখতে হবে: একটি প্রিন্ট করা এডমিট কার্ড (Admit Card), একটি আসল পরিচয়পত্র (Original ID Proof) – যেমন: আধার কার্ড, ভোটার কার্ড বা প্যান কার্ড।

  1. পরীক্ষার কেন্দ্র ও তারিখ জানা যাবে পরীক্ষার ১০ দিন আগে RRB-এর অফিসিয়াল ওয়েবসাইটে লগইন করে।
  2. এডমিট কার্ড (Admit Card) ডাউনলোড করা যাবে পরীক্ষার ৪ দিন আগে থেকে।
  3. পরীক্ষার হলে কমপক্ষে ৩০ মিনিট আগে পৌঁছাতে হবে।
  4. বায়োমেট্রিক অথেন্টিকেশন হবে পরীক্ষার হলে। এজন্য অবশ্যই অরিজিনাল আধার কার্ড সঙ্গে রাখতে হবে।

যাঁদের আধার কার্ড অথেন্টিকেশন এখনো সম্পূর্ণ হয়নি, তাঁরা www.rrbapply.gov.in ওয়েবসাইটে গিয়ে আপডেট করে নিতে পারবেন।

অবশ্যই দেখুন: RRB NTPC Exam Pattern, Syllabus: রেলের নন টেকনিক্যাল পরীক্ষার লেটেস্ট সিলেবাস ও প্যাটার্ন! দেখে নাও

গুরুত্বপূর্ণ লিংক (Important Links)

বিষয়লিংক
অফিসিয়াল ওয়েবসাইটhttps://www.rrbapply.gov.in
অফিসিয়াল নোটিশ (CEN 06/2024)Download PDF
রেলের পরীক্ষার অন্যান্য তথ্য আপডেটRailway RRB →

অবশ্যই দেখবে: Railway NTPC Previous Year Question in Bengali: রেলওয়ে এনটিপিসি পরীক্ষা প্রশ্নপত্র বাংলাতে! ডাউনলোড করুন

RRB NTPC (UG) Exam 2025 পরীক্ষাটি লক্ষাধিক প্রার্থী অংশ নেন। নিয়ম মেনে প্রস্তুতি নিন এবং সরকারি চাকরির দৌড়ে নিজেকে এগিয়ে রাখুন।

Join Group

Telegram