WB School Summer Vacation 2025: স্কুলে গরমের ছুটি বাড়লো অনির্দিষ্ট কালের জন্য! কবে খুলতে পারে? বিস্তারিত দেখুন

Arpita Paul

Updated on:

Westbengal School Summer Vacation 2025

প্রচণ্ড গরম ও তাপপ্রবাহের কারণে রাজ্যের বিদ্যালয়গুলির গরমের ছুটি (Summer Vacation in West Bengal 2025) ছিল ১২ই মে পর্যন্ত। কিন্তু, ৮ই মে তারিখে পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর থেকে একটি জরুরি নোটিশ জারি করে জানানো হয়েছে যে রাজ্যের সমস্ত সরকারি, সরকার-পোষিত ও সরকার অনুমোদিত বিদ্যালয়, উচ্চ বিদ্যালয় এবং জুনিয়র বেসিক স্কুলগুলি সম্পূর্ণ মে মাস বন্ধ থাকবে। কবে স্কুল খুলবে? বিস্তারিত দেখুন।

Westbengal School Summer Vacation 2025: রাজ্যের স্কুল গুলিতে গরমের ছুটি বাড়ানো হলো!

রাজ্য জুড়ে চলমান গ্রীষ্মপ্রবাহ (Heatwave in West Bengal) ও ছাত্রছাত্রীদের সুস্থতা বিবেচনায় রেখে পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদ বিদ্যালয়গুলোর গ্রীষ্মকালীন ছুটি (Summer Vacation in Schools) অনির্দিষ্টকালের জন্য বাড়িয়ে দিল।

কোন কোন বিদ্যালয়ের ক্ষেত্রে এই নির্দেশ প্রযোজ্য

  • সমস্ত Government Schools
  • Government Aided Schools
  • Government Sponsored Junior Basic Schools

দার্জিলিং ও কালিম্পং জেলার পাহাড়ি এলাকার বিদ্যালয়গুলির ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়, সেখানে পূর্বনির্ধারিত একাডেমিক সূচি অনুযায়ী ক্লাস চলবে।

রাজ্যে একটানা দাবদাহ (Heat Wave in West Bengal 2025) ও তীব্র তাপমাত্রা শিশুদের স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকর হয়ে উঠেছে। সেই কারণেই স্কুল শিক্ষা দফতরের নির্দেশ মেনে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।

অবশ্যই দেখুন: Student Bank Account: পড়ুয়াদের জন্য কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভালো? স্কলারশিপ ও অন্যান্য সুবিধা পেতে দেখে নাও

শিক্ষক-শিক্ষিকাদের জন্য নির্দেশ

এই সময়ে শিক্ষক ও অশিক্ষক কর্মীরাও ছুটিতে থাকতে পারবেন বিশেষ ছাড়স্বরূপ (Teacher Leave in WB Primary Schools)। তবে স্কুল খোলার পরে অতিরিক্ত ক্লাস (Extra Classes for Primary Students) নেওয়ার ব্যবস্থা করতে হবে, যাতে পড়াশোনার ক্ষতি পূরণ করা যায়।

কবে খুলবে স্কুল? School Opening Date after Summer Vacation 2025

আজ, ৮ই মে ২০২৫ তারিখে স্কুল শিক্ষা দপ্তরের তরফে একটি নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যেখানে জানানো হয়েছে যে রাজ্যের সমস্ত প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের গরমের ছুটি ৩১শে মে ২০২৫ পর্যন্ত বাড়ানো হয়েছে। সমস্ত বিদ্যালয় ২রা জুন ২০২৫ (সোমবার) থেকে পুনরায় খুলবে এবং পঠনপাঠন শুরু হবে।

লেটেস্ট আপডেট: WB Summer School Open Date 2025: গরমের ছুটি শেষ, স্কুল খুলছে ২রা জুন! শিক্ষা দপ্তরের নোটিশ জারি

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে কী হবে?

উচ্চ মাধ্যমিক স্তরে অনলাইন ক্লাস (HS Online Classes in WB 2025) নেওয়ার বিষয়ে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) ইতিমধ্যেই নির্দেশ জারি করেছে।

তবে অন্যান্য ক্ষেত্রে, যেমন উচ্চ মাধ্যমিক স্তরে ভর্তি, মাধ্যমিক স্তরের ক্ষেত্রে কোন কাজ, কিংবা উচ্চমাধ্যমিক পরবর্তী ট্রান্সফার সার্টিফিকেট বা যে কাজগুলি থাকে সেগুলির জন্য উচ্চ মাধ্যমিক স্তরের সমস্ত স্কুলের অফিস খোলা থাকবে।

অবশ্যই দেখুন: WBBSE Holiday List 2025: হাইস্কুল গুলির জন্য 2025 ছুটির তালিকা প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ! দেখে নিন

পরবর্তী আপডেট আমরা আপনাদের অবশ্যই জানিয়ে দেবো, স্কুল ছুটি থেকে বাংলা শিক্ষার খুঁটিনাটি তথ্য। অভিভাবকদের অনুরোধ থাকবে যেন তাঁরা বাড়িতে শিশুদের সুরক্ষিত রাখেন। পরবর্তী নোটিশের জন্য Banglar Shiksha, শিক্ষা দপ্তরের ওয়েবসাইটের ওপর নজর রাখতে হবে

Join Group

Telegram