WBSSC Group C & D সরকারি স্কুলে ৮৪৭৭ শূন্যপদে নিয়োগ ফর্ম ফিলাপ শুরু! আবেদন, ফি দেখে নিন

Dibyendu Dutta

Updated on:

WBSSC Group C D Form Fill Up Fees Documents Online 2025

পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সুখবর! WBSSC Non-Teaching Staff নিয়োগের মাধ্যমে রাজ্যের বিভিন্ন স্কুলে Clerk (Group-C)Group-D পদের জন্য মোট ৮৪৭৭টি শূন্যপদে আবেদন। ইতিমধ্যেই অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইন আবেদন (Online Application) প্রক্রিয়া শুরু হয়েছে এবং আবেদন চলবে 12ই ডিসেম্বর পর্যন্ত (Extended)।

— Advertisement —

WBSSC Group C (Clerk) & D Non-Teaching Staff Recruitment 2025

মোট শূন্যপদ (Total Vacancies): 8477 Posts, যার মাধ্যমে সরকারি স্কুলের ক্লার্ক এবং গ্রুপ ডি নন টিচিং স্টাফ নিয়োগ করা হবে।

পদের নামশূন্যপদ সংখ্যাযোগ্যতা
Clerk (Group-C)2989Madhyamik (Class 10th Pass)
Group-D Staff5488Class VIII Pass

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification):

  • Group-C (Clerk): মাধ্যমিক পাশ (Madhyamik Pass) হতে হবে।
  • Group-D Staff: অষ্টম শ্রেণি উত্তীর্ণ (Class VIII Pass) প্রার্থীরা আবেদন করতে পারবেন।
— Advertisement —

বয়সসীমা (Age Limit): বয়স গণনার তারিখ: 1 জানুয়ারি 2025 অনুযায়ী।

  • ন্যূনতম (Minimum): 18 বছর
  • সর্বাধিক (Maximum): 40 বছর
    সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য বয়সে ছাড় প্রযোজ্য।

আবেদন ফি (Application Fee)

ক্যাটেগরিফি (Fee)
General / OBC₹400/-
SC / ST / PH₹200/-

গুরুত্বপূর্ণ তারিখসমূহ (Important Dates)

ইভেন্টনির্ধারিত তারিখ
অনলাইন আবেদন শুরু০৩ নভেম্বর ২০২৫
অনলাইন আবেদন বন্ধের তারিখ১২ ডিসেম্বর ২০২৫ (বিকাল ৫টা পর্যন্ত)
ফি জমা দেওয়ার শেষ তারিখ০৩ ডিসেম্বর ২০২৫ (রাত ১১:৫৯ পর্যন্ত)
লিখিত পরীক্ষার সম্ভাব্য সময়জানুয়ারি ২০২৬ (নির্দিষ্ট তারিখ পরে জানানো হবে)

অনলাইন আবেদন প্রক্রিয়া (How to Apply Online)

সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন, শেষে সরাসরি লিংক দেওয়া থাকবে। নিজের সম্পূর্ণ বিস্তারিত বুঝে নিন –

  1. অফিসিয়াল ওয়েবসাইটে যান : https://www.westbengalssc.com/ “(Apply Now)” অপশন নির্বাচন করুন।
  2. One Time Registration for Candidates প্রাথমিক তথ্য (Basic Information) যেমন — নাম, জন্মতারিখ, ইমেল, মোবাইল নম্বর, লিঙ্গ ইত্যাদি সঠিকভাবে পূরণ করুন।
  3. সমস্ত তথ্য যাচাই করে “Submit” বাটনে ক্লিক করুন।
  4. আবেদন ফি অনলাইনে পরিশোধ করুন এবং Application Form ডাউনলোড করে রাখুন।

একাধিক আবেদন করলে সবগুলো বাতিল হতে পারে। সমস্ত তথ্য যাচাই করে সাবমিট করুন — পরবর্তীতে পরিবর্তন সম্ভব নয়।

প্রয়োজনীয় ডকুমেন্টস (Documents Required)

নিচের ডকুমেন্ট এবং তথ্যগুলি সঠিক ফরম্যাটে আপনাদেরকে অনলাইনে পোর্টালে আপলোড করতে হবে ফরম ফিলাপ করার সময় –

  1. Passport Size Photograph
  2. Signature (Scanned Copy)
  3. Madhyamik Admit Card / Birth Certificate
  4. Caste Certificate (যদি প্রযোজ্য হয়)
  5. Aadhaar / Voter ID / অন্যান্য পরিচয়পত্র
  6. Valid Email ID ও Mobile Number.

Group C & D প্রস্তুতির জন্য অবশ্যই আমাদের whatsapp গ্রুপ জয়েন করতে পারো: Join Group (Click)

পরীক্ষার প্রস্তুতিতে বাংলাতে সেরা GK-GS Book PDF! [মাত্র 49 টাকা]

Best GK GS Book PDF in Bengali All Competitive Exam
👆 সংগ্রহ করতে ছবিতে ক্লিক করুন!

অনলাইন আবেদনের লিঙ্ক এবং অন্যান্য রিসোর্স

EXTENSION OF LAST DATE FOR APPLYING FOR THE POST OF CLERK & GROUP D

This is to notify for all concerned that the last date of application in 1st SLST (NTS), 2025 (for Clerk & Group D) is hereby extended up to 12.12.2025 (5.59 PM). Fees payment, however, can be made up to 12.12.2025 (11.59 PM).
তথ্যলিংক
সরাসরি আবেদনের অফিসিয়াল লিংক (WBSSC)Apply Now ↗
Last Date (শেষ তারিখ) Extended12th December, 2025
বিগত বছরের প্রশ্নপত্র
WBSSC Group C and D Previous Year Question Papers
Download PDF →

সিলেবাস ডাউনলোড করে নাও: WBSSC Group C & Group D New Syllabus 2025: স্কুল সার্ভিস গ্রুপ সি ডি নতুন সিলেবাস প্রকাশ!

WBSSC Group C ও D Non-Teaching Staff নিয়োগ ২০২৫ রাজ্যের জন্য এক বিশাল সুযোগ। অষ্টম ও মাধ্যমিক পাশ প্রার্থীরাও এখানে আবেদন করতে পারবেন। তাই দেরি না করে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করুন।

Join Group

Telegram