পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সুখবর! WBSSC Non-Teaching Staff নিয়োগের মাধ্যমে রাজ্যের বিভিন্ন স্কুলে Clerk (Group-C) ও Group-D পদের জন্য মোট ৮৪৭৭টি শূন্যপদে আবেদন। ইতিমধ্যেই অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইন আবেদন (Online Application) প্রক্রিয়া শুরু হয়েছে এবং আবেদন চলবে 12ই ডিসেম্বর পর্যন্ত (Extended)।
WBSSC Group C (Clerk) & D Non-Teaching Staff Recruitment 2025
মোট শূন্যপদ (Total Vacancies): 8477 Posts, যার মাধ্যমে সরকারি স্কুলের ক্লার্ক এবং গ্রুপ ডি নন টিচিং স্টাফ নিয়োগ করা হবে।
| পদের নাম | শূন্যপদ সংখ্যা | যোগ্যতা |
|---|---|---|
| Clerk (Group-C) | 2989 | Madhyamik (Class 10th Pass) |
| Group-D Staff | 5488 | Class VIII Pass |
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification):
- Group-C (Clerk): মাধ্যমিক পাশ (Madhyamik Pass) হতে হবে।
- Group-D Staff: অষ্টম শ্রেণি উত্তীর্ণ (Class VIII Pass) প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বয়সসীমা (Age Limit): বয়স গণনার তারিখ: 1 জানুয়ারি 2025 অনুযায়ী।
- ন্যূনতম (Minimum): 18 বছর
- সর্বাধিক (Maximum): 40 বছর
সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য বয়সে ছাড় প্রযোজ্য।
আবেদন ফি (Application Fee)
| ক্যাটেগরি | ফি (Fee) |
|---|---|
| General / OBC | ₹400/- |
| SC / ST / PH | ₹200/- |
গুরুত্বপূর্ণ তারিখসমূহ (Important Dates)
| ইভেন্ট | নির্ধারিত তারিখ |
|---|---|
| অনলাইন আবেদন শুরু | ০৩ নভেম্বর ২০২৫ |
| অনলাইন আবেদন বন্ধের তারিখ | ১২ ডিসেম্বর ২০২৫ (বিকাল ৫টা পর্যন্ত) |
| ফি জমা দেওয়ার শেষ তারিখ | ০৩ ডিসেম্বর ২০২৫ (রাত ১১:৫৯ পর্যন্ত) |
| লিখিত পরীক্ষার সম্ভাব্য সময় | জানুয়ারি ২০২৬ (নির্দিষ্ট তারিখ পরে জানানো হবে) |
অনলাইন আবেদন প্রক্রিয়া (How to Apply Online)
সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন, শেষে সরাসরি লিংক দেওয়া থাকবে। নিজের সম্পূর্ণ বিস্তারিত বুঝে নিন –
- অফিসিয়াল ওয়েবসাইটে যান : https://www.westbengalssc.com/ “(Apply Now)” অপশন নির্বাচন করুন।
- One Time Registration for Candidates প্রাথমিক তথ্য (Basic Information) যেমন — নাম, জন্মতারিখ, ইমেল, মোবাইল নম্বর, লিঙ্গ ইত্যাদি সঠিকভাবে পূরণ করুন।
- সমস্ত তথ্য যাচাই করে “Submit” বাটনে ক্লিক করুন।
- আবেদন ফি অনলাইনে পরিশোধ করুন এবং Application Form ডাউনলোড করে রাখুন।
একাধিক আবেদন করলে সবগুলো বাতিল হতে পারে। সমস্ত তথ্য যাচাই করে সাবমিট করুন — পরবর্তীতে পরিবর্তন সম্ভব নয়।
প্রয়োজনীয় ডকুমেন্টস (Documents Required)
নিচের ডকুমেন্ট এবং তথ্যগুলি সঠিক ফরম্যাটে আপনাদেরকে অনলাইনে পোর্টালে আপলোড করতে হবে ফরম ফিলাপ করার সময় –
- Passport Size Photograph
- Signature (Scanned Copy)
- Madhyamik Admit Card / Birth Certificate
- Caste Certificate (যদি প্রযোজ্য হয়)
- Aadhaar / Voter ID / অন্যান্য পরিচয়পত্র
- Valid Email ID ও Mobile Number.
Group C & D প্রস্তুতির জন্য অবশ্যই আমাদের whatsapp গ্রুপ জয়েন করতে পারো: Join Group (Click)
পরীক্ষার প্রস্তুতিতে বাংলাতে সেরা GK-GS Book PDF! [মাত্র 49 টাকা]
অনলাইন আবেদনের লিঙ্ক এবং অন্যান্য রিসোর্স
EXTENSION OF LAST DATE FOR APPLYING FOR THE POST OF CLERK & GROUP D
This is to notify for all concerned that the last date of application in 1st SLST (NTS), 2025 (for Clerk & Group D) is hereby extended up to 12.12.2025 (5.59 PM). Fees payment, however, can be made up to 12.12.2025 (11.59 PM).| তথ্য | লিংক |
|---|---|
| সরাসরি আবেদনের অফিসিয়াল লিংক (WBSSC) | Apply Now ↗ |
| Last Date (শেষ তারিখ) Extended | 12th December, 2025 |
| বিগত বছরের প্রশ্নপত্র WBSSC Group C and D Previous Year Question Papers | Download PDF → |
সিলেবাস ডাউনলোড করে নাও: WBSSC Group C & Group D New Syllabus 2025: স্কুল সার্ভিস গ্রুপ সি ডি নতুন সিলেবাস প্রকাশ!
WBSSC Group C ও D Non-Teaching Staff নিয়োগ ২০২৫ রাজ্যের জন্য এক বিশাল সুযোগ। অষ্টম ও মাধ্যমিক পাশ প্রার্থীরাও এখানে আবেদন করতে পারবেন। তাই দেরি না করে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করুন।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -



