WBP KP SI Constable Exam Date 2025: কলকাতা ও পশ্চিমবঙ্গ পুলিশের SI এবং কনস্টেবল পরীক্ষার তারিখ ঘোষণা!

Dibyendu Dutta

Published on:

WBP KP Exam Date 2025 SI Constable

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশিত হল পশ্চিমবঙ্গ পুলিশ (West Bengal Police) ও কলকাতা পুলিশ (Kolkata Police)-এর গুরুত্বপূর্ণ নিয়োগ পরীক্ষার সম্ভাব্য তারিখ। পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড (West Bengal Police Recruitment Board) এক অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে ২০২৩ ও ২০২৪ সালের বিভিন্ন নিয়োগ পরীক্ষার সম্ভাব্য (tentative) সময়সূচি প্রকাশ করেছে। কোন পরীক্ষাটি কবে হবে, এবং সেই অনুযায়ী প্রস্তুতির নির্দেশও দেওয়া হয়েছে।

WBP KP SI Constable Exam Date 2025 (2023 & 2024 Form Fill Up): পরীক্ষার সম্ভাব্য তারিখ (Tentative Dates)

পশ্চিমবঙ্গ পুলিশের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট চারটি প্রধান নিয়োগ পরীক্ষার সম্ভাব্য সময়সূচি (tentative schedule) প্রকাশিত হয়েছে। নিচে তার বিস্তারিত দেওয়া হলো:

পরীক্ষার নামসম্ভাব্য তারিখ
পশ্চিমবঙ্গ পুলিশ সাব-ইন্সপেক্টর প্রিলিমিনারি পরীক্ষা, ২০২৪১২ অক্টোবর, ২০২৫
কলকাতা পুলিশ সাব-ইন্সপেক্টর ও সার্জেন্ট ফাইনাল পরীক্ষা, ২০২৩১৫ অক্টোবর, ২০২৫
পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষা, ২০২৪৩০ নভেম্বর, ২০২৫
কলকাতা পুলিশ কনস্টেবল/লেডি কনস্টেবল প্রিলিমিনারি পরীক্ষা, ২০২৪১ ফেব্রুয়ারি, ২০২৬

উপরের সমস্ত তারিখ সম্ভাব্য (tentative), যা অফিসিয়াল ওয়েবসাইটে (https://prb.wb.gov.in/) প্রকাশিত হয়েছে। প্রয়োজনে তারিখগুলিতে পরিবর্তন হতে পারে প্রশাসনিক বা অন্যান্য কারণে। তাই নিয়মিত অফিসিয়াল ওয়েবসাইট চেক করুন এবং আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলেও যুক্ত থাকুন যাতে তাৎক্ষণিক আপডেট পান।

👇 চাকরির পরীক্ষার প্রস্তুতিতে বাংলাতে সেরা GK-GS Book PDF! [মাত্র 49 টাকা]

Best GK GS Book PDF in Bengali All Competitive Exam
👆 সংগ্রহ করতে ছবিতে ক্লিক করুন!

** অনলাইনে যেকোনো UPI পেমেন্ট করে নিয়ে, ডাউনলোড করে নিতে পারবেন! এখনই সেরা প্রস্তুতি শুরু করুন: Direct Collect Link →

বিস্তারিত দেখবেন: পুলিশের SI (Sub Inspector) কিভাবে হওয়া যায়? শিক্ষা ও শারীরিক যোগ্যতা, সমস্ত বিষয় জেনে নাও

গুরুত্বপূর্ণ লিংক ও নোটিশ (Important Links)

বিষয়লিংক
অফিসিয়াল বিজ্ঞপ্তি (Official Notice Dates)Check Here →
পশ্চিমবঙ্গ পুলিশ নিয়োগ বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটhttps://prb.wb.gov.in/

অবশ্যই দেখবে: WB Police System: পশ্চিমবঙ্গ পুলিশে A-Z পদের নাম, পরীক্ষা এবং নিয়োগ প্রক্রিয়া! কনস্টেবল থেকে DGP সম্পূর্ণ তথ্য

পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশের তরফে প্রকাশিত এই পরীক্ষার সম্ভাব্য তারিখগুলি লক্ষ লক্ষ চাকরিপ্রার্থীদের জন্য নতুন আশার আলো নিয়ে এসেছে। এখন সময় এসেছে সমস্ত দ্বিধা কাটিয়ে নিজের লক্ষ্যে মনোনিবেশ করার। পরীক্ষায় সফল হতে চাইলে পরিকল্পিত এবং নিয়মিত অধ্যয়নের বিকল্প নেই।

Join Group

Telegram