পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড কর্তৃক আয়োজিত ANM(R) & GNM 2025 এবং JENPAS UG 2025 – এই দুই গুরুত্বপূর্ণ নার্সিং ও প্যারামেডিক্যাল প্রবেশিকা পরীক্ষার ফলাফল একসঙ্গে আজ প্রকাশিত হয়েছে। এই ফলাফলের মাধ্যমে বিভিন্ন সরকারি ও বেসরকারি নার্সিং, প্যারামেডিক্যাল ও অ্যালাইড হেলথ সায়েন্সেস কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবেন।
WBJEE ANM GNM & JENPAS UG Result, Rank Card সমস্ত তথ্য
ANM GNM এবং JENPAS UG উভয়ই ফলাফল র্যাঙ্ক কার্ড (Rank Card) আজ অনলাইনে প্রকাশিত হয়েছে। প্রার্থীরা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট-এ গিয়ে নিজেদের Application Number এবং Date of Birth ব্যবহার করে লগইন করে Rank Card / Score Card ডাউনলোড করতে পারবেন। সমস্ত কিছু বিস্তারিত।
কিভাবে Rank Card / Score Card ডাউনলোড করবেন?
প্রার্থীরা নিচের ধাপগুলি অনুসরণ করে খুব সহজেই তাঁদের WBJEE ANM GNM বা JENPAS UG 2025 Rank Card দেখতে পারবেন 👇
1) অফিসিয়াল সাইটে যান https://wbjeeb.nic.in (র্যাঙ্ক কার্ড ডাউনলোড লিঙ্ক সরাসরি দেওয়া থাকবে)
2) হোমপেজে গিয়ে সংশ্লিষ্ট পরীক্ষার নামের নিচে থাকা “Candidate Login” লিঙ্কে ক্লিক করুন।
3) নিচের তথ্যগুলি দিন:
- Application Number
- Date of Birth
- Security Pin (case sensitive)
4) ‘Sign In’ বাটনে ক্লিক করলে আপনার ড্যাশবোর্ডের ভেতর Rank Card স্ক্রিনে দেখা যাবে।
5) শেষে Rank Card টি PDF আকারে ডাউনলোড করে প্রিন্ট নিয়ে রাখুন ভবিষ্যতের জন্য।
র্যাঙ্ক কার্ড প্রকাশের পর WBJEEB শীঘ্রই ANM GNM এবং JENPAS UG Counselling 2025 সংক্রান্ত নোটিশ প্রকাশ করবে। প্রার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশন করে নিজেদের পছন্দের কলেজ ও কোর্স সিলেক্ট করতে হবে।
অফিসিয়াল রেজাল্ট ও লগইন (Rank Card Download)
অবশ্যই দেখবে: Paramedical Course Details: প্যারামেডিকেল কোর্স ভর্তি? যোগ্যতা, ভর্তি পরীক্ষা, চাকরি সুবিধা
WBJEE ANM GNM Result 2025 এবং JENPAS UG Result 2025 প্রকাশের মাধ্যমে হাজার হাজার শিক্ষার্থী এখন তাঁদের স্বপ্নের নার্সিং ও প্যারামেডিক্যাল ক্যারিয়ারের দিকে এক ধাপ এগিয়ে গেলেন। পরবর্তী আপডেট, কাউন্সেলিং সূচি, কলেজে ভর্তি প্রক্রিয়া ও গুরুত্বপূর্ণ নির্দেশিকা সম্পর্কে জানতে নিয়মিত আমাদের সঙ্গে যুক্ত থাকুন।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »




