HS Semester Supplementary Exam: একাদশ ও দ্বাদশ সাপ্লি পরীক্ষা, সেমিস্টারে ফেল? নিয়ম কানুন দেখে নাও 

HS Semester Supplementary Exam WBCHSE 1st 2nd 3rd 4th Semester

২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা সেমিস্টার পদ্ধতিতে একাধিক নতুন নিয়ম কানুন জারি করছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। কলেজের সেমিস্টার পরীক্ষার নিয়মের তুলনায় ভিন্ন, এক্ষেত্রে সংসদ নতুন নিয়ম জারি করেছে। আজকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর সেমিস্টার পরীক্ষার সাপ্লিমেন্টারি Supplementary Exam এর নিয়ম কানুন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। 

একাদশ শ্রেণী (Class 11 Supplementary Exam) প্রথম এবং দ্বিতীয় সেমিস্টার

একাদশ শ্রেণী অর্থাৎ প্রথম ও দ্বিতীয় সেমিস্টারে কোন ছাত্র যদি কোন বিষয়ে ফেল করে তাহলে সাপ্লিমেন্টারি পরীক্ষার কি নিয়ম রয়েছে সেগুলি নিচে দেওয়া হয়েছে এক্ষেত্রে জানিয়ে রাখি এই সাপ্লিমেন্টারি পরীক্ষা  সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান দ্বারা  সঞ্চালিত  হবে। 

যদি কোনও শিক্ষার্থী প্রথম সেমিস্টারের কোনো বিষয়ে উত্তীর্ণ হতে না পারে, তাহলে কাউন্সিলের বিজ্ঞপ্তি অনুযায়ী তাকে একই শিক্ষাবর্ষে দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষার সাথে সাথে সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে হবে। 

সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষা দিয়েও যদি শিক্ষার্থী একাদশ শ্রেণী পাস করতে না পারে, তাহলে তাকে পরের শিক্ষাবর্ষে প্রথম এবং দ্বিতীয় সেমিস্টারের সকল বিষয় পুনরায় পড়তে হবে। এই ব্যবস্থা চলবে যতক্ষণ না শিক্ষার্থী একাদশ শ্রেণীর প্রথম এবং দ্বিতীয় সেমিস্টারের সকল বিষয়ে উত্তীর্ণ হয়। 

দ্বাদশ শ্রেণী অর্থাৎ উচ্চ মাধ্যমিকের নিয়ম (Class 12 HS Exam)

তৃতীয় সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষা কাউন্সিল দ্বারা সঞ্চালিত এবং মূল্যায়ন  করা  হবে।

  • তৃতীয় সেমিস্টারের কোনো বিষয়ে উত্তীর্ণ হতে না পারা শিক্ষার্থীদের কাউন্সিলের ঘোষিত পরীক্ষা সময়সূচীর অনুসারে একই শিক্ষাবর্ষে চতুর্থ সেমিস্টারের পরীক্ষার সাথে সাথে সাপ্লিমেন্টারি পরীক্ষা দেওয়ার অনুমতি দেওয়া হবে।
  • সাপ্লিমেন্টারি পরীক্ষা দিয়েও যদি শিক্ষার্থী কোনো বিষয়ে উত্তীর্ণ হতে না পারে, তাহলে পরের শিক্ষাবর্ষে তাকে তৃতীয় সেমিস্টারের সাথে সেই বিষয়গুলির আবার পরীক্ষা দিতে হবে।

পরের শিক্ষাবর্ষে তৃতীয় সেমিস্টারের পরীক্ষা দিয়েও যদি শিক্ষার্থী কোনো বিষয়ে উত্তীর্ণ হতে না পারে, তাহলে একই শিক্ষাবর্ষে চতুর্থ সেমিস্টারের সাথে সাথে সেই বিষয়গুলিতে সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে হবে।

মিস করো না: HS Exam 11/12: উচ্চমাধ্যমিক উত্তরপত্র লেখা নিয়ে কড়া নির্দেশ সংসদের! না জানলে বাতিল

অফিসিয়াল বিজ্ঞপ্তি এবং উচ্চ মাধ্যমিক পাস করা (HS Semester Supplementary Exam Rules)

যারা চতুর্থ সেমিস্টারের কোনও বিষয়ে উত্তীর্ণ হতে না পারবে,  তাদের পরের  শিক্ষাবর্ষে চতুর্থ সেমিস্টারের  পরীক্ষার সাথে সাথে সেই বিষয়গুলিতে পিছনে পড়া পরীক্ষা দিতে হবে। এই প্রক্রিয়া চলতে থাকবে যতক্ষণ না শিক্ষার্থীরা সকল পিছনে পড়া বিষয় পাস করে থাকে অথবা রেজিস্ট্রেশন সময়সীমা শেষ হবে।

শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করার পর সর্বোচ্চ ৭ বছরের মধ্যে তাদের পিছনে পড়া  বিষয়গুলিতে পাস  করার সুযোগ থাকবে। এই সময়ের মধ্যে যদি তিনি পাস করতে না পারে, তাহলে তার রেজিস্ট্রেশন  বাতিল করা হবে।

WBCHSE HS Semester Supplementary Exam Class 11 Class 12 HS Pass Fail
Official Notification & Regulations

অবশ্যই দেখবে: WBCHSE উচ্চমাধ্যমিক ৭০% উপস্থিতি না থাকলে পরীক্ষায় বসা যাবে না! সংসদের আপডেট

সাপ্লিমেন্টারি পরীক্ষা সংক্রান্ত সমস্ত নিয়ম কানুনের অফিশিয়াল বিজ্ঞপ্তিDownload PDF
Published by Authority: West Bengal Council of Higher Secondary EducationWednesday, AUGUST 21, 2024
WBCHSE Official পোর্টালVisit Now ↗

আশাকরি উচ্চ মাধ্যমিক স্তরে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ সেমিস্টারের সাপ্লিমেন্টারি বা ব্যাক লক পরীক্ষার নিয়ম তোমাদেরকে সহজে বুঝাতে পেরেছি। কাজেই ভালো করে পড়াশোনা করো, ভালো নম্বর নিয়ে উত্তীর্ণ হও এবং ভবিষ্যতের দিকে এগিয়ে যাও।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram