WBCAP: কলেজে ভর্তি পোর্টালে ক্যাটাগরি আপডেট এবং মেরিট লিস্ট তারিখ ঘোষণা! দেখে নিন

Anjan Mahata

Published on:

WBCAP College Admission Category Details Update and Merit List 2025

যে সমস্ত পড়ুয়ারা জেনারেল কলেজে ভর্তি হওয়ার আবেদন করেছিলে অবশেষে মেধা তালিকা প্রকাশের তারিখ ঘোষণা করা হলো। গত ৩০ শে জুলাই অভিন্ন পোর্টালের মাধ্যমে কলেজে ভর্তির শেষ দিন ছিল আর এই দিন ব্রাত্য বসু জানিয়েছেন মেরিট লিস্ট প্রকাশের তারিখ। এছাড়াও কাস্ট এবং সোশ্যাল ক্যাটাগরি আপডেট করতে হবে এই বিষয়ক নোটিশ এসেছে!

WBCAP College Admission 2025 Category Details Update and Merit List: কলেজ ভর্তি

গতকাল তথা ৩০ শে জুলাই শিক্ষা মন্ত্র ব্রাত্য বসু তার “X Handel” থেকে জানিয়েছেন অভিন্ন পোর্টালের মাধ্যমে কলেজে ভর্তির প্রথম মেরিট লিস্ট প্রকাশিত হবে আগামী ৭ ই আগস্ট, ২০২৫ তারিখ। এছাড়াও তিনি জানিয়েছেন যে সমস্ত ছাত্র-ছাত্রী আবেদন করার সময় জাতিগত অবস্থান উল্লেখ করেননি, তারা যেন অবিলম্বে কলেজে ভর্তির অভিন্ন পোর্টালে গিয়ে তাদের জাতিগত অবস্থান সঠিকভাবে স্পষ্ট করে

Applicants are hereby notified that they can submit and/or modify their social category details and preference ordering by logging in to the portal.

এ বছর কলেজে ভর্তির জন্য ৩ লক্ষ ৫৯ হাজার ১১৪ জন ছাত্র-ছাত্রীদের নাম নথিভুক্ত করেছে এবং অভিন্ন পোর্টালে মোট আবেদন করেছেন ২০ লক্ষ ৫৯ হাজার ৭৬০জন। রেজিস্টার করা ছাত্র-ছাত্রীদের মধ্যে অন্য রাজ্যের ছাত্র-ছাত্রীদের সংখ্যা হল ৪৩১১ জন। এছাড়াও মাননীয় ব্রাত্য বসু এটাও জানিয়েছেন যে চ্যাটবট “বীণা” এর মাধ্যমে ৫২,৫২৫টি প্রশ্নের সমাধান পেয়েছে ছাত্রছাত্রীরা

অবশ্যই দেখবে: CULET সরকারি কলেজে আইন (BA LLB) ভর্তির পরীক্ষা! যোগ্যতা কি লাগবে? সমস্ত তথ্য

আবেদনপত্র কারেকশন সময়সীমা ও কিছু গুরুত্বপূর্ণ তথ্য

যে সমস্ত ছাত্র-ছাত্রীরা WBCAP পোর্টালের মাধ্যমে রাজ্যের কলেজে ভর্তির জন্য আবেদন করেছে, সে সমস্ত ছাত্র-ছাত্রীরা ২৯শে জুলাই, ২০২৫ মঙ্গলবার থেকে ১লা আগস্ট, ২০২৫ তারিখের মধ্য তাদের যদি আবেদনপত্রে কোনরকম ভুল ত্রুটি হয়ে থাকে তা কারেকশন করতে পারবে। এছাড়াও পড়ুয়ারা তাদের কলেজে ভর্তির পছন্দের ক্রম পরিবর্তন করতে পারবে

এক্ষেত্রে যদি কোন ছাত্র-ছাত্রী কোনো রকম অসুবিধায় পড়ে তাহলে ছাত্র-ছাত্রীরা চ্যাটবট “বীণা” এর সাহায্য নিতে পারে অথবা উচ্চশিক্ষা দপ্তরের হেল্পলাইন নাম্বারে কল করে সেই অসুবিধা সমাধান খুব সহজেই পেয়ে যাবে।

মিস করবে না: PhD করলে প্রতি মাসে পাওয়া যাবে ₹৪০,০০০? যোগ্যতা কি লাগে? সমস্ত তথ্য

উল্লেখ্য জানিয়ে রাখি, রাজ্যে এই মুহূর্তে মোট ৪৭৭ কলেজ ও বিশ্ববিদ্যালয় রয়েছে এবং সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয় মিলিয়ে টোটাল ৯ লাখ ৪৮ হাজার ৭৩৭ আসন রয়েছে। ফলে এবছর বিপুলসংখ্যক আসন ফাঁকা রইবে, কারণ আবেদনপত্রই জমা পড়েছে ৩ লক্ষ ৫৯ হাজার ১১৪ টি। তাই চিন্তা করার কোনো কারণ নেই তুমি অবশ্যই তোমার পছন্দের কলেজ এবং পছন্দের কোর্সে ভর্তি হতে পারবে।

গুরুত্বপূর্ণ বিষয়লিংক বা তথ্য
WBCAP: কলেজ এডমিশন ওয়েবসাইটAdmission Portal →
হেল্পলাইন বা হেল্প ইমেইল [email protected] , [email protected]
 +91 8967090096

অবশ্যই দেখবে: Make ABC ID Online: কোর্সে ভর্তি হতে ABC কার্ড লাগবেই! কিভাবে অনলাইনে বানাবে? দেখে নাও

এক্ষেত্রে জানিয়ে রাখি প্রথম লিস্টে যদি ভালো কোর্স বা ভালো কলেজ না পেয়ে থাকো তাহলে চিন্তার কোনো কারণ নেই কারণ পরবর্তীতে প্রেফারেন্স আপগ্রেড করতে পারবেসবশেষে, সময়মতো ও সঠিক তথ্য জানার জন্য নিয়মিত পোর্টাল চেক করা এবং সমস্ত আপডেট পেতে Edutips-এ যুক্ত থাকা

Join Group

Telegram