WBCAP: কলেজে ভর্তি পোর্টালে আবেদনের সময়সীমা বৃদ্ধি! মেরিট লিস্ট কবে প্রকাশিত হবে? দেখে নিন

Dibyendu Dutta

Published on:

WBCAP New Application Form Fill Up date Merit List 2025

পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষা দপ্তর কর্তৃক পরিচালিত WBCAP (West Bengal Centralized Admission Portal) এর মাধ্যমে ২০২৫ শিক্ষাবর্ষে কলেজে অনলাইন ভর্তি প্রক্রিয়া চলছে। চলতি বছরে শিক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখে রাজ্য সরকার আবেদন করার শেষ তারিখ ১৫ই জুলাই ২০২৫ পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। মেরিট লিস্ট (Merit List) কবে বেরোবে? এলটমেন্ট (Allotment) কীভাবে হবে? আমরা ধাপে ধাপে জানাবো —

WBCAP Admission 2025: পোর্টালে কলেজ ভর্তি আবেদন সময়সীমা আপডেট

২০২৫ সালে উচ্চ মাধ্যমিকে পরীক্ষার্থী সংখ্যা তুলনামূলকভাবে কম ছিল। অনেক শিক্ষার্থী ইতিমধ্যেই প্রাইভেট কলেজে ভর্তি হয়ে গেছে বা রাজ্যের বাইরে পড়তে চলে গেছে। ফলে প্রথম দুই সপ্তাহে মাত্র ৩.২৫ লক্ষের মতো আবেদন জমা পড়ে, যেখানে সিট সংখ্যা ৯.৫ লক্ষের বেশি। এই অবস্থায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং শিক্ষামন্ত্রীর উদ্যোগে ১৫ই জুলাই ২০২৫ পর্যন্ত আবেদনের সময় বাড়ানো হয়েছে।

The last date of Registration and Application for Phase-1 of admission is extended till 15.07.2025 until further order.

আবেদন ও রেজিস্ট্রেশনের পরিসংখ্যান (৪ জুলাই ২০২৫ পর্যন্ত)

বিষয়সংখ্যা
মোট রেজিস্টার্ড শিক্ষার্থী৩,২৫,৩৪২
মোট আবেদন সংখ্যা১৮,২৪,৯১৪
রাজ্যের বাইরের আবেদন২,৯০১

WBCAP Merit List: মেরিট লিস্ট কবে প্রকাশিত হবে?

মূলত ৬ই জুলাই মেরিট লিস্ট প্রকাশের কথা থাকলেও এখন সেটা স্থগিত হয়েছে। নতুন আপডেট অনুযায়ী: “Revised schedule will be notified shortly” — বিকাশ ভগনের (Bikash Bhaban) তরফে বিজ্ঞপ্তি।

ধারণা করা হচ্ছে ১৫ জুলাই আবেদনের শেষ দিন, তার ৩-৫ দিন পর অর্থাৎ ১৮-২০ জুলাই মধ্যে মেরিট লিস্ট প্রকাশিত হতে পারে।

অবশ্যই দেখো: Indian Paramilitary Force: ভারতের আধাসামরিক অন্তর্গত সমস্ত কেন্দ্রীয় বাহিনী! BSF, CISF, SSB, NSG বিস্তারিত

WBCAP-এ সিট বা কলেজ এলটমেন্ট কিভাবে হয়? (Seat Allotment Process)

একজন শিক্ষার্থী যদি ১০টি কলেজে আবেদন করেন এবং সবগুলোতেই চান্স পান, তাহলেও শুধু একটিতেই অ্যালটমেন্ট (Allotment) হবে।

  • এই অ্যালটমেন্ট হবে সেই কলেজে যেটি তালিকায় উপরের দিকে থাকবে (Higher Preference)।
  • নিচের দিকের কলেজগুলোর পাশে লেখা থাকবে: “Allotted in higher preference” (উচ্চ পছন্দ অনুযায়ী কলেজে ভর্তি নিশ্চিত হয়েছে)।

শিক্ষার্থী যদি অটো আপগ্রেডেশনের (Auto Upgradation) সুবিধা নিতে চান, তাহলে অ্যালটেড কলেজে ভর্তি হয়েই সেই অপশন চালু করতে হবে।

গুরুত্বপূর্ণ বিষয়লিংক বা তথ্য
কলেজে ভর্তির সমস্ত আপডেট (Admission)WBCAP College Admission 2025
WBCAP: কলেজ এডমিশন ওয়েবসাইটAdmission Portal →
হেল্পলাইন বা হেল্প ইমেইল [email protected] , [email protected]
 +91 8967090096

অবশ্যই দেখবে: HS Pass Govt Job: উচ্চমাধ্যমিক পাশে কি কি সরকারি চাকরি আছে? সম্পূর্ণ তালিকা

এই বছর কলেজে ভর্তি আবেদন মেধাতালিকা ও এলটমেন্টের মাধ্যমে ধাপে ধাপে এগোবে। শিক্ষার্থীদের উচিত প্রেফারেন্স লিস্ট (Preference List) বুদ্ধি করে সাজানো এবং একটি কলেজে ভর্তি হয়ে আপগ্রেডেশন চালু রাখা। সবশেষে, সময়মতো ও সঠিক তথ্য জানার জন্য নিয়মিত পোর্টাল চেক করা এবং সমস্ত আপডেট পেতে Edutips-এ যুক্ত থাকা

Join Group

Telegram