বর্তমানে রাজ্যের অধিকাংশ স্কুল বন্ধ রয়েছে গরমের ছুটির (Summer Vacation) কারণে। এই ছুটির মেয়াদ নিয়েই ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে তৈরি হয়েছে একধরনের বিভ্রান্তি। কেউ বলছে ছুটি ১৫ দিন বাড়বে, কেউ বলছে আগের মতোই ৩১শে মে শেষ হবে। কিন্তু প্রকৃত তথ্য কী? কবে খুলছে স্কুল? এ নিয়ে সরকারি (Government) ঘোষণা কী বলছে, চলুন জেনে নিই বিস্তারিত।
West Bengal Summer Vacation School Open 2025: গরমের ছুটি কবে খুলবে স্কুল?
সরকারি নোটিফিকেশন (Government Notification) অনুযায়ী, ২০২৫ সালের ২রা জুন (2nd June 2025, Monday) সোমবার স্কুল খুলবে। অর্থাৎ, গরমের ছুটির মেয়াদ ৩১শে মে পর্যন্ত থাকছে এবং স্কুল খুলবে তার ঠিক পরের কার্যদিবসেই। এই নির্দেশনা দার্জিলিং ও কালিম্পং জেলার পাহাড়ি (Hill Subdivisions) এলাকার স্কুলগুলির জন্যও প্রযোজ্য।
অনেক ইউটিউব (YouTube) চ্যানেল, বেসরকারি সংবাদমাধ্যম বা সামাজিক মাধ্যমে গুজব ছড়াচ্ছে যে গরমের ছুটি আরও ৭ দিন বা ১৫ দিন বাড়বে। এই ধরনের খবর ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর।
গরমের ছুটি কবে শেষ হবে 2025, কী বলছে সরকারি নোটিশ? (Official Notification)
বর্তমানে যেটি সরকারি নোটিফিকেশন (Government Notification) হিসেবে পাওয়া গেছে, তা একেবারে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে—
“দার্জিলিং ও কালিম্পং জেলার পাহাড়ি এলাকাগুলির (Hill Subdivisions) ক্ষেত্রেও ছুটি ৩১শে মে পর্যন্ত বাড়ানো হয়েছে এবং সমস্ত স্কুল ২রা জুন ২০২৫, সোমবার (Monday) থেকে পুনরায় খোলা হবে।”
স্কুল কবে খুলবে? School Open Date 2025
এখন পর্যন্ত সরকারি নিয়ম অনুযায়ী (As per official rule), ছুটি শেষ হচ্ছে ৩১ মে, ২০২৫ এবং স্কুল খুলবে ২ জুন, সোমবার (2nd June, Monday)।
সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে এমন খবর ছড়িয়েছে যে ৭ দিন গরমের ছুটি বাড়ানো হয়েছে বা ১৬ই জুন পর্যন্ত স্কুল বন্ধ থাকবে। কিন্তু এখনো পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী (Honourable Chief Minister) বা শিক্ষা দপ্তরের (Education Department) পক্ষ থেকে কোনও রকম সরকারি ঘোষণা (Official Announcement) আসেনি।
অতএব, এই মুহূর্তে গুজবে বিশ্বাস না করে সরকারি নোটিশের ওপর নির্ভর করাই বুদ্ধিমানের কাজ। যদি কোনও নতুন নোটিফিকেশন (Updated Notification) আসে, তা সঙ্গে সঙ্গে প্রকাশ করা হবে এবং আমরা সবাই তা জানতে পারব।
গুরুত্বপূর্ণ আপডেট: Students Aadhar Update: পড়ুয়াদের আধার আপডেট বাধ্যতামূলক: নতুন নির্দেশিকা শিক্ষা দপ্তরের!
ছুটি দীর্ঘ হলে সমস্যা কী হতে পারে? কেন বাড়ানো হবে না!
অনেক স্কুলে এখনো ক্লাস ১১ ও ১২-এর ছাত্রছাত্রীরা নতুন বই (Textbooks) হাতে পায়নি। ১ম সেমিস্টার (1st Semester) এবং ইউনিট টেস্ট (Unit Test)-এর প্রস্তুতির জন্য প্রয়োজন নিয়মিত ক্লাস।
সেপ্টেম্বর মাসে ১ম সেমিস্টার ও ৩য় সেমিস্টার (3rd Semester)-এর পরীক্ষা আছে। তাই বেশি ছুটি হলে পড়াশোনার বড়সড় ঘাটতি হতে পারে। তাই সরকার আপাতত নতুন করে ছুটি বাড়ানোর চিন্তা করছে না।
তথ্য | লিঙ্ক |
---|---|
No.D.S.(Aca)/250/25 Date:08/05/25 From: D.S.(Aca.), WBBSE Subject: Summer Vacation Official Notice from WBBSE | Download PDF → |
স্কুল শিক্ষা দপ্তরের ওয়েবসাইট | banglarshiksha.gov.in |
অবশ্যই দেখবেন: অর্থ সংকটে জর্জরিত রাজ্য! ছাত্র-ছাত্রীদের স্কলারশিপ বন্ধ, ডিএ বকেয়া, কোথায় দাঁড়াবে পশ্চিমবঙ্গ সরকার?
সুতরাং, এই মুহূর্তে আমাদের হাতে যে সরকারি তথ্য আছে, তাতে করে ২রা জুন ২০২৫ সোমবার স্কুল খুলছে। এই মুহূর্তে গরমের ছুটি বাড়ানো নিয়ে কোনও সরকারি ঘোষণা নেই। অতএব ২রা জুন থেকেই স্কুলে যাওয়ার প্রস্তুতি নিতে হবে। নতুন কোনও আপডেট এলে, সেটি অবশ্যই সরকারি সূত্র (Authentic Source) থেকে জানা যাবে এবং আমরা তা সঙ্গে সঙ্গেই জানিয়ে দেব।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »