Heatwave Summer Holiday: তীব্র তাপপ্রবাহে পড়ুয়ারা! ছুটির দাবি, কি জানালো শিক্ষা দপ্তর, আপডেট দেখে নিন

Westbengal Heatwave Summer Holiday Latest Update from Education Department 2024 WBBSE

Westbengal Heatwave Summer Vacation: রাজ্যজুড়ে তীব্র তাপপ্রবাহের প্রভাবে স্কুলপড়ুয়াদের ভোগান্তির পরিমাণ বেড়েছে। প্রায় ৪০ ডিগ্রি ছুঁতে চলেছে তাপমাত্রা। এই অসহ্য গরমে স্কুলপড়ুয়াদের রেহাই দিতে সরব হয়েছে বিভিন্ন শিক্ষক সংগঠন। ২২ এপ্রিল পর্যন্ত স্কুল বন্ধ রাখার দাবি জানিয়ে শিক্ষামন্ত্রীকে চিঠি পাঠিয়েছে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি। তাহলে কি গ্রীষ্মের ছুটি আরো এগিয়ে আসবে, নাকি এভাবেই ভোগান্তির শিকার হবে পড়ুয়ারা? সমস্ত লেটেস্ট আপডেট তুলে ধরা হল আজকের প্রতিবেদন।

   

তাপপ্রবাহে স্কুল ছুটির দাবিতে সরব শিক্ষক সংগঠন, চূড়ান্ত সিদ্ধান্তে শিক্ষা দফতর

Westbengal Heatwave Summer Holiday Latest Update from Education Department 2024: উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, অতিরিক্ত তাপমাত্রা বৃদ্ধির কারণে স্কুলগুলিতে ক্লাস করতে সমস্যা হতে পারে। সে ক্ষেত্রে সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গ্রহণ করা হবে। তবে, সিমেস্টার পদ্ধতিতে পঠনপাঠনের জন্য যে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, তার জন্য অনলাইনে ক্লাস করানো যাবে কি না, তা বিবেচনা করে দেখা হবে।

তবে টানা ছুটির পরিবর্তে বিকল্প সমাধানের পক্ষেও মতামত রয়েছে। যাদবপুর বিদ্যাপীঠের প্রধানশিক্ষক পার্থপ্রতিম বৈদ্য মনে করেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্কুল বন্ধ রাখা যেতে পারে। বরং পূজার ছুটি কমিয়ে এই সময়ে ছুটির পরিমাণ বৃদ্ধি করলে পড়ুয়ারা বেশি উপকৃত হবে বলে মতামত তাঁর

আরো খবর: WBBSE Madhyamik AI Course: মাধ্যমিক স্তরের সিলেবাসে থাকছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স! নয়া উদ্যোগ পর্ষদের

WB Heatwave Summer Holiday 2024: কি জানাচ্ছে শিক্ষা দপ্তর?

শিক্ষা দফতর সূত্রে জানা গেছে, স্কুল জেলা আধিকারিকদের রিপোর্টের ভিত্তিতে ছুটি বৃদ্ধি করা হবে কি না, সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ইতিমধ্যেই পড়ুয়া এবং শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মীদের তীব্র দাবদাহের মধ্যে সুস্থ রাখতে স্কুলগুলিতে পর্যাপ্ত পরিমাণে জল, ওআরএস-এর ব্যবস্থা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে যাতে মিড ডে মিলে হালকা খাবার পরিবেশন করা হয়, সেই দিকেও নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

নতুন আপডেট: School Summer Project: এবার প্রথম শ্রেণি থেকেই করতে হবে সামার প্রজেক্ট! শিক্ষার্থীদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, জেনেনিন

তবে, আসন্ন লোকসভা নির্বাচনের কারণে তাপপ্রবাহের জন্য স্কুলগুলিকে অতিরিক্ত ছুটি দেওয়া হবে কি না, তা শিক্ষা দফতর বিবেচনা করে দেখবে। অফিসিয়াল বিজ্ঞপ্তি সবার আগে আপনারা আমাদের খবরে পেয়ে যাবেন, অবশ্যই যুক্ত থাকতে ভুলবেন না!

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram