রাজ্য স্কুলগুলিতে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি হিসাব-নিকাশ নিয়ে একাধিক অভিযোগ মাঝেমধ্যেই ওঠে! এরপর শিক্ষার স্বচ্ছতা এবং মিড ডে মিলের সঠিক হিসাব রক্ষার জন্য সরকার যে নতুন এটেন্ডেন্স নির্দেশিকা জারি করেছে, যা এবার থেকে প্রতিটি বিদ্যালয়কে মানতে হবে। বিস্তারিত তুলে ধরছি আজকের প্রতিবেদনে!
West Bengal School Attendence Register: ছাত্র-ছাত্রীদের এটেন্ডেন্স রেজিস্টার নিয়ে বিজ্ঞপ্তি
৩০/০৭/২০২৫ তারিখে জেলা প্রশাসক ও কালেক্টরেট অফিস, পূর্ব মেদিনীপুর থেকে এক স্মারকের মাধ্যমে এই নতুন নিয়ম কার্যকর করার নির্দেশ দেওয়া হয় (স্মারক নং: ১৭০/XLIII(30)/MDM)। নির্দেশ অনুযায়ী, বিদ্যালয়ের অ্যাটেন্ডেন্স রেজিস্টারে উপস্থিতি ‘P’ ও অনুপস্থিতি ‘A’ দিয়ে লিখতে হবে, পাশাপাশি প্রতিদিন সকাল ১১টার মধ্যে ঐ দিনের মোট উপস্থিত এবং অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা নির্দিষ্ট কলামে লিখে রাখতে হবে।
এই সিদ্ধান্তে বলা হয়েছে, ছাত্রদের মিড-ডে মিল বিতরণের সময় সঠিক উপস্থিতির তথ্য থাকা অত্যন্ত জরুরি, কারণ ছাত্রদের উপস্থিতির উপর ভিত্তি করেই খাদ্য সামগ্রী বণ্টন করা হয়।
Student Attendence: রেজিস্টার পূরণের গাইডলাইন!
ছাত্র-ছাত্রীদের উপস্থিতি লিপিবদ্ধ করার ক্ষেত্রে একটি নতুন নিয়ম কার্যকর হয়েছে। এছাড়াও পুরনো নিয়ম সম্পর্কেও বিধি- নিষেধ জারি করা হয়েছে।
- উপস্থিত হলে “λ” বা “
” এবং অনুপস্থিত হলে “.” দেওয়া চলবে না।
- উপস্থিত হলে “P”এবং অনুপস্থিত হলে “A” দিতে হবে।
- প্রত্যেকদিন ১১ টার মধ্যে মোট উপস্থিত ও মোট অনুপস্থিত এর সংখ্যা লিখতে হবে।
অবশ্যই পড়ুন: WBCS Exam: কিভাবে WBCS হবে? সিভিল সার্ভিস পরীক্ষা, যোগ্যতা খুঁটিনাটি তথ্য থেকে পদের নাম!
কোন পড়ুয়া যদি দেরি করে স্কুলে আসে অর্থাৎ প্রেজেন্ট হয়ে যাওয়ার পর ক্লাসরুমে প্রবেশ করে বা কোনো পড়ুয়া যদি প্রেজেন্ট করার সময় ভুলবশত প্রেজেন্ট দিতে ভুলে যায় এর মধ্যে “A” লেখা হয় তাহলে সেটা কেটে বা সেটার উপরে “P” লিখতে অসুবিধা পড়তে হবে!
কারণ রেজিস্টার এর মধ্যে অনেক ছোট ছোট ঘর থাকে সেখানে “A” কেটে “P” লিখলে বা “A” এর উপরে “P” লিখলে অনেক সময় স্পষ্ট বোঝা যায় না। তবে স্বচ্ছতার জন্য অনেক স্কুলেই এই নতুন নিয়ম বা নির্দেশিকা কে সাধুবাদ জানিয়েছেন শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি শিক্ষামহল।
পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট | https://banglarshiksha.wb.gov.in/ |
অবশ্যই দেখবেন: August School College Holiday 2025: আগস্ট মাসে স্কুল-কলেজ ছুটির তালিকা! কদিন ছুটি থাকছে?
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »