WBP Constable Syllabus Exam Pattern: পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষার সিলেবাস, প্যাটার্ন সমস্ত ধাপ!

Anjan Mahata

Published on:

Follow Us Share
WBP Constable Syllabus & Exam Pattern Latest WBPRB

রাজ্যের একাধিক ছাত্র-ছাত্রীর স্বপ্নের চাকরি হলো পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল (WB Police Constable) এর চাকরি। এই প্রতিবেদনে আমরা বিস্তারিতভাবে আলোচনা করবো পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষার সিলেবাস ও পরীক্ষার প্যাটার্ন, যাতে প্রার্থীরা তাদের প্রস্তুতি আরও সুসংগঠিতভাবে শুরু করতে পারে। এই প্রতিবেদনটি তাদের জন্য একটি পূর্ণাঙ্গ গাইডলাইন হিসেবে কাজ করবে।

WB Police Constable Syllabus Exam Pattern: পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষার সিলেবাস ও প্রশ্ন কাঠামো

WB Police Constable – এই পদে নির্বাচনের জন্য একটি প্রতিযোগিতামূলক পরীক্ষা নেওয়া হয়। সেজন্য পরীক্ষার প্রস্তুতি নেওয়ার আগে পরীক্ষার সঠিক সিলেবাস জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সিলেবাসের দিক নির্দেশনা অনুযায়ীই প্রস্তুতির রূপরেখা নির্ধারণ করা যায়।

যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হতে গেলে প্রথম ও প্রধান ধাপ হলো পরীক্ষার প্যাটার্ন এবং সিলেবাস সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা। WB Police Constable পরীক্ষার সংক্ষিপ্ত  বিবরণ এক নজরে দেখে নেওয়া যাক-

বিষয়বিস্তারিত
পরীক্ষার ধরণOMR Based Exam 
মোট প্রশ্ন85 টি MCQ
মোট নম্বর85 (প্রতিটি সঠিক উত্তর = 1মার্ক)
নেগেটিভ মার্কিংপ্রতিটি ভুল প্রশ্নের জন্য 0.25
পরীক্ষার সময়60 মিনিট
পরীক্ষার ভাষাবাংলা

পরীক্ষার ধাপ (WB Police Constable Exam Stages)

WB Police Constable নিয়োগ পরীক্ষা সাধারণত নিচের ধাপগুলিতে অনুষ্ঠিত হয়:

  • লিখিত পরীক্ষা (Written Test)
  • শারীরিক পরিমাপ পরীক্ষা (PMT)
  • শারীরিক দক্ষতা পরীক্ষা (PET)
  • ব্যক্তিত্ব মূল্যায়ন / ইন্টারভিউ (Interview)
  • ডকুমেন্ট ভেরিফিকেশন ও মেডিকেল পরীক্ষা

ক্লিক করে দেখে নাও: WB Police System: পশ্চিমবঙ্গ পুলিশে A-Z পদের নাম, পরীক্ষা এবং নিয়োগ প্রক্রিয়া! কনস্টেবল থেকে DGP সম্পূর্ণ তথ্য

WBP Constable Subject Wise Question Pattern Syllabus: বিষয়ভিত্তিক প্রশ্ন প্যাটার্ন ও সিলেবাস

 পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল এর লিখিত পরীক্ষাটি মোট ৮৫ নম্বরের নেওয়া হয়ে থাকে এক্ষেত্রে  পরীক্ষাটি OMR Sheet  এ নেওয়া হয় এবং ৮৫টি MCQ প্রশ্ন থাকে প্রতিটি প্রশ্নের জন্য প্রশ্নমান ১ অর্থাৎ মোট ৮৫ নম্বরের পরীক্ষা নেওয়া হয়।  এই পরীক্ষাটি মূলত চারটি বিষয়ের উপর নেওয়া হয়।  এবার দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষার  প্রশ্ন প্যাটার্নটি

বিষয়পূর্ণমান
General Awareness and General Knowledge ২৫ নাম্বার
Elementary Mathematics২৫ নাম্বার
Reasoning and Logical Analysis ২৫ নাম্বার
English১০ নাম্বার

👇 পরীক্ষার প্রস্তুতিতে বাংলাতে সেরা GK-GS Book PDF! [মাত্র 49 টাকা]

Best GK GS Book PDF in Bengali All Competitive Exam
👆 সংগ্রহ করতে ছবিতে ক্লিক করুন!

WBP Constable Exam Syllabus (পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষার বিভাগ ভিত্তিক সিলেবাস)

 পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষার বিষয়ে ভিত্তিক সিলেবাস সম্পর্কে এবার বিস্তারিত জেনে নেওয়া যাক

বিভাগসিলেবাস
General Awareness and General Knowledge ভারত ও পশ্চিমবঙ্গের রাজনীতি, বিজ্ঞান, সাম্প্রতিক ঘটনা, আবিষ্কার ও উদ্ভাবন, সংস্কৃতি ও শিল্পকলা, অর্থনীতি, সমাজব্যবস্থা, ইতিহাস ও স্বাধীনতা আন্দোলন ইত্যাদি। 
Elementary Mathematicsলাভ-ক্ষতি (Profit and Loss), সময় ও দূরত্ব (Time and Distance), পরিচিতি সূত্র (Identities), ত্রিকোণমিতি (Trigonometry), কাজ ও সময় (Time and Work), অনুপাত ও সমানুপাত (Ratio and Proportion), টেবিল ও গ্রাফ, বর্গমূল, সরল রৈখিক সমীকরণ (Linear Equations), দশমিক সংখ্যা, বহুভুজ, শতকরা হিসাব, ভগ্নাংশ ইত্যাদি। 
Reasoning and Logical Analysis সম্পর্ক নির্ণয় (Relationship Concepts), দিকনির্দেশ ও নেটওয়ার্ক (Networks and Directions), ক্রম ও বিন্যাস (Ordering and Sequencing), বিবৃতি ও সিদ্ধান্ত (Statements and Conclusions), স্থানিক কল্পনা (Space Visualization), লুকানো চিত্র (Embedded Figures), মিল ও অমিল (Similarities and Differences), কোডিং-ডিকোডিং, শ্রেণিবিন্যাস (Classification) ইত্যাদি।
Englishব্যাকরণ (Grammar), শব্দভাণ্ডার (Vocabulary), বাক্য গঠন (Sentence Structuring), Idioms and Phrases, Correct Usage of Language, Comprehension, এবং Writing Skills ইত্যাদি।

অবশ্যই দেখবে: WBP Constable (Male) Eligibility, Height, Run, Medical: পশ্চিমবঙ্গ পুলিশ লেটেস্ট সমস্ত তথ্য

শারীরিক পরীক্ষাঃ PMT & PET

 পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল  লিখিত পরীক্ষায় পাশ করার পর  প্রার্থীদের শারীরিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়, এর জন্য যে যে শারীরিক যোগ্যতা এবং দক্ষতার প্রয়োজন সেগুলি দেখে নেওয়া যাক-

PMT (Physical MEASUREMENT Test) 

 এবার দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল  আবেদনকারীদের উচ্চতা, ওজন এবং বুকের মাপ (শুধুমাত্র পুরুষদের ক্ষেত্রে) পরিমাপ সম্পর্কে।  এক্ষেত্রে জানিয়ে রাখি, শারীরিক পরীক্ষার সময় নির্ধারিত মানদণ্ডে উত্তীর্ণ না হলে প্রার্থী বাতিল বলে গণ্য হবেন। উচ্চতা মাপা হবে খালি পায়ে  এবং পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে বুকের মাপের জন্য কমপক্ষে ৫ সেমি প্রসারণ বাধ্যতামূলক।

লিঙ্গপ্রার্থী শ্রেণিউচ্চতা (সেমি)ওজন (কেজি)বুকের মাপ (পুরুষদের ক্ষেত্রে)
পুরুষসাধারণ, ওবিসি প্রার্থী (গোরখা, গাড়োয়ালি, রাজবংশী ও তফশিলি জনজাতি বাদে)167 সেমি57 কেজি78 সেমি (সাধারণ), 83 সেমি (প্রসারণসহ)
গোরখা, গাড়োয়ালি, রাজবংশী ও তফশিলি জনজাতি160 সেমি53 কেজি76 সেমি (সাধারণ), 81 সেমি (প্রসারণসহ)
মহিলাসাধারণ, ওবিসি প্রার্থী (উপরে উল্লিখিত জাতিগুলি বাদে)160 সেমি49 কেজিপ্রযোজ্য নয়
গোরখা, গাড়োয়ালি, রাজবংশী ও তফশিলি জনজাতি152 সেমি45 কেজিপ্রযোজ্য নয়
তৃতীয় লিঙ্গ (Third Gender)সাধারণ, ওবিসি প্রার্থী (উল্লিখিত জাতিগুলি বাদে)163 সেমি52 কেজিপ্রযোজ্য নয়
গোরখা, গাড়োয়ালি, রাজবংশী ও তফশিলি জনজাতি155 সেমি48 কেজিপ্রযোজ্য নয়

PET (Physical Efficiency Test) 

PMT-তে উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী ধাপে শারীরিক দক্ষতা পরীক্ষা (PET)-তে অংশগ্রহণ করতে হয়। শারীরিক দক্ষতা পরীক্ষায় প্রার্থীদের নির্দিষ্ট সময়সীমার মধ্যে নির্ধারিত দূরত্বে দৌড় সম্পন্ন করতে হয়, যা লিঙ্গ ও বয়স অনুযায়ী ভিন্ন হয়ে থাকে।

সাধারণ প্রার্থীদের জন্য PET:

লিঙ্গদৌড়ের দূরত্বনির্ধারিত সময়
পুরুষ1600 মিটার৬ মিনিট ৩০ সেকেন্ড
মহিলা800 মিটার৪ মিনিট
তৃতীয় লিঙ্গ800 মিটার৩ মিনিট ৩০ সেকেন্ড

প্রাক্তন সৈনিক (Ex-Servicemen) – ৩৫ বছরের ঊর্ধ্বে:

লিঙ্গদৌড়ের দূরত্বনির্ধারিত সময়
পুরুষ800 মিটার৩ মিনিট ৩০ সেকেন্ড
মহিলা / তৃতীয় লিঙ্গ (যদি থাকে)800 মিটার৪ মিনিট ৩০ সেকেন্ড

লেডি কনস্টেবল: WBP Lady Constable Eligibility Height, Run, Medical: সমস্ত লেটেস্ট তথ্য

ইন্টারভিউ (Interview) Personality Test

শারীরিক দক্ষতা পরীক্ষায় (PET) সফল প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়। ইন্টারভিউয়ের তারিখ, সময় ও স্থান নির্ধারণ করবে West Bengal Police Recruitment Board। ইন্টারভিউর মাধ্যমে প্রার্থীর সাধারণ জ্ঞান, ভাষাগত দক্ষতা ও জনসেবার উপযুক্ততা মূল্যায়ন করা হয়

এরপর তার লিখিত নম্বর ও বয়স বিবেচনা করে চূড়ান্ত মেধাতালিকা প্রস্তুত করা হয়।  ইন্টারভিউ এর জন্য পূর্ণমান হলো ১৫ নম্বর এক্ষেত্রে ইন্টারভিউতে প্রার্থীদের প্রার্থীর সাধারণ জ্ঞান (General Awareness), জনসেবার জন্য উপযুক্ততা, ভাষাগত দক্ষতা ইন্টারভিউর সময় বিশেষভাবে মূল্যায়ন করা হবে। 

মেডিক্যাল পরীক্ষা (Medical Examination)

মেধাতালিকায় অন্তর্ভুক্ত সমস্ত প্রার্থীকে পশ্চিমবঙ্গ সরকারের নির্ধারিত হাসপাতালগুলোতে মেডিক্যাল পরীক্ষার জন্য পাঠানো হবে। প্রার্থীদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকা আবশ্যক, যেন তাদের প্রশিক্ষণ ও কর্মক্ষমতায় কোনও প্রতিবন্ধকতা না থাকে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় সব ধরনের মেডিক্যাল টেস্ট প্রার্থীদের করাতে হবে।

কেবলমাত্র যেসব প্রার্থী মেডিক্যালি ফিট (স্বাস্থ্য সঠিক) ঘোষণা করা হবে, তারাই পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পাবেন। মেডিক্যাল ফিটনেস সার্টিফিকেট কর্তৃপক্ষের অনুমোদিত মেডিকেল অফিসার দ্বারা প্রদান করা হবে।

পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটhttps://prb.wb.gov.in/

মিস করবে না: IPS অফিসার কিভাবে হওয়া যায়? যোগ্যতা, পরীক্ষা সম্পূর্ণ গাইড

 আজকের এই প্রতিবেদনে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষার  পুরো সিলেবাস, প্যাটার্ন, সময়সীমা, মার্কিং  পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে, যদি আজকের এই প্রতিবেদনটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রতিবেদনটি নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং এরকমই বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার আপডেট ও সিলেবাস সম্পর্কে বিস্তারিত জানতে  ফলো করুন EduTips Bangla ওয়েবসাইট।

Join Group

Telegram