রাজ্যে ওবিসি তালিকা নিয়ে দীর্ঘদিন ধরে চলা আইনি জটিলতায় পড়ে স্কুল-কলেজ এবং মেডিকেল সহ বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হচ্ছিল। বহু ছাত্রছাত্রী প্রতীক্ষায় ছিলেন কখন সেই জট খুলবে। শেষমেশ রাজ্যের ছাত্রছাত্রীদের স্বস্তির বার্তা নিয়ে এল কলকাতা হাই কোর্ট।
২০০৯ সালের ওবিসি তালিকাকে বৈধ মেনে নতুন করে প্যানেল তৈরির নির্দেশ দিল আদালত। এই রায় স্কুল-কলেজের ভর্তি, মেধাতালিকা প্রকাশ ও কাউন্সেলিংয়ের দিক থেকে যথেষ্ট গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে ধরা হচ্ছে।
ওবিসি জটের অবসান, স্কুল-কলেজে ভর্তির নির্দেশ ২০০৯ সালের তালিকাই
বিচারপতি কৌশিক চন্দের সিঙ্গল বেঞ্চ জানিয়ে দিয়েছে, ২০০৯ সালের ওবিসি তালিকা বৈধ এবং সেটাই ভর্তি সংক্রান্ত প্রক্রিয়ায় ব্যবহৃত হবে। ডিভিশন বেঞ্চ পূর্বে ২০১০ সালের ও তার পরের সমস্ত তালিকা বাতিল করলেও ২০০৯-এর তালিকা বহাল ছিল — সেই বিষয়টিই পুনরায় স্পষ্ট করে দিল এই রায়।
- ২০০৯ সালের তালিকায় থাকা ৬৬টি সম্প্রদায়ের ছাত্রছাত্রীরাই ওবিসি হিসেবে ভর্তির সুযোগ পাবেন।
- ওই তালিকায় ‘এ’ ও ‘বি’ বিভাজন না থাকলেও জাতি (Caste)-র উল্লেখ ছিল।
- সেক্ষেত্রে, আবেদনকারীদের জাতির ভিত্তিতে যাচাই করে বৈধতা নির্ধারণ করা হবে।
নতুন প্যানেল তৈরির নির্দেশ, শিক্ষার্থীদের আপাতত স্বস্তি
গত এক বছর ধরে ওবিসি তালিকা সংক্রান্ত আইনি জটিলতায় স্কুল-কলেজ, মেডিকেল সহ নানা কোর্সে ভর্তি আটকে ছিল। ২০১০ সালের পরের সার্টিফিকেটগুলি বাতিল হওয়ায় কাউন্সেলিং বন্ধ ছিল অনেক ক্ষেত্রে। ফলে ভর্তির সুযোগ না পেয়ে হতাশায় ভুগছিলেন বহু পড়ুয়া। এবার তাঁদের অপেক্ষার অবসান ঘটল।
রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডকে নির্দেশ: ৪০ দিনের মধ্যে ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করে সমস্ত আবেদনকারী ওবিসি (A ও B) প্রার্থীর কাছে তাঁদের ওবিসি শংসাপত্র চেয়ে নিতে হবে। আবেদনকারীদের শংসাপত্র আপলোডের জন্য বিশেষ পোর্টাল চালু করতে হবে। SMS-এর মাধ্যমে পরীক্ষার্থীদের জানাতে হবে।
বিশ্ববিদ্যালয়ের ভূমিকা: রাজ্য স্বিশ্ববিদ্যালয়গুলিকে একইভাবে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।মেধাতালিকা পাওয়ার পরে অবিলম্বে কাউন্সেলিং চালু করতে হবে।
দেখে নিন: OBC NCL Certificate: কিভাবে বানাবেন? কি কি লাগবে? সমস্ত তথ্য সহ আবেদন পদ্ধতি এবং সুযোগ সুবিধা
আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত ও বিক্রম বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আদালতের নির্দেশ অনুযায়ী ২০১০-এর পরের যুক্ত হওয়া কোনও ওবিসি তালিকাদের সার্টিফিকেট বৈধ নয়। তাই সেই অনুযায়ীই ভর্তির কাজ হবে।
তালিকা | বিবরণ |
---|---|
List of Other Backward Classes (O.B.C.) – Category wise Recognized by Govt. of West Bengal [২০১০ এর আগে যুক্ত হওয়া জাতিগুলি ধরা হবে] | PDF List |
হাইকোর্টের এই রায় নিঃসন্দেহে রাজ্যের হাজার হাজার ছাত্রছাত্রী ও তাঁদের পরিবারদের জন্য এক বড়ো স্বস্তির খবর। এতদিন ধরে চলা অনিশ্চয়তা ও বিভ্রান্তির অবসান ঘটিয়ে অবশেষে ওবিসি তালিকা নিয়ে একটি নির্দিষ্ট ও গ্রহণযোগ্য দিশা দেখাল আদালত।
আরো দেখবেন: Central SC/ST/OBC সার্টিফিকেট কি করে বানাবেন? কোথায় ফর্ম পাবেন, কি কি লাগবে?
শুধু মেডিকেল নয়, ভবিষ্যতে অন্যান্য স্কুল-কলেজ ও সরকারি চাকরির ক্ষেত্রেও এই রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সঠিকভাবে নির্দেশ মানা হলে অচিরেই ভর্তি প্রক্রিয়া স্বাভাবিক হবে এবং বহু শিক্ষার্থী তাঁদের স্বপ্নের শিক্ষা প্রতিষ্ঠানে সুযোগ পাবেন।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »