Central SC/ST/OBC সার্টিফিকেট কি করে বানাবেন? কোথায় ফর্ম পাবেন, কি কি লাগবে? সব কিছু জেনে নিন

How to Apply Central SC/ST/OBC Certificate BDO SDO Office Westbengal

কেন্দ্রীয় সরকারের বিভিন্ন চাকরির পরীক্ষা থেকে শুরু করে অন্যান্য কাজে অনেক সময় কেন্দ্র সরকারের কাস্ট সার্টিফিকেট প্রয়োজন হয়। কিন্তু অনেকে জানে না কিভাবে কেন্দ্র সরকারের SC/ST/OBC সার্টিফিকেট বানাতে হয়। তাই আজকের এই প্রতিবেদনে আলোচনা করা হয়েছে কিভাবে আপনি খুব সহজেই SC/ST/OBC সার্টিফিকেটের জন্য আবেদন করবেন? এবং সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট বানাবেন।

সেন্ট্রালের কাস্ট সার্টিফিকেট আবেদনের জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন? কোথায় আবেদন জানাবেন? সম্পূর্ণ জানতে আজকের এই প্রতিবেদনটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ুন।

সেন্ট্রাল গভমেন্টের SC/ST/OBC কাস্ট সার্টিফিকেট

কেন্দ্র সরকারের বিভিন্ন চাকরির ফর্ম ফিলাপ, বিভিন্ন সুযোগ-সুবিধা পাওয়ার জন্য সবার আগে সেন্ট্রাল গভারমেন্টের SC/ST/OBC লিস্টটি দেখতে হবে যে তুমি যে জাতির অন্তর্ভুক্ত সেই জাতিটি কি সেন্ট্রাল গভর্নমেন্টের লিস্টের মধ্য রয়েছে। নিচে সেন্ট্রালের SC/ST/OBC লিস্ট দেওয়া হয়েছে।

Scheduled Castes (SC)Check Central List
Scheduled Tribes (ST)Download Central List
Other Backward Classes (OBC)Check Central List

যে কাস্ট বা কমিউনিটি কেন্দ্র সরকারের SC/ST/OBC লিস্টের মধ্যে রয়েছে শুধুমাত্র তারাই কেন্দ্র সরকারের কার সার্টিফিকেট বানাতে পারবে।

কি কি ডকুমেন্টস প্রয়োজন (Documents Required)

কেন্দ্র সরকারের কাছে সার্টিফিকেট আবেদনের জন্য নিম্নলিখিত ডকুমেন্ট গুলি সঙ্গে রাখতে হবে।

  • আধার কার্ড।‌
  • রাজ্যের কাস্ট সার্টিফিকেট।‌
  • পাসপোর্ট সাইজ রঙিন ফটোগ্রাফ।‌
  • যে কারণে কেন্দ্র সরকারের SC/ST/OBC সার্টিফিকেট বানাতে চাইছো তার প্রমাণ বা ফরমেট।
  • বিগত তিনটি অর্থ বছরের ইনকামের প্রমাণপত্র (শুধুমাত্র OBC দের জন্য)
  • পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেট।
  • পঞ্চায়েত রেসিডেন্ট সার্টিফিকেট।
  • কি কারনে কেন্দ্র সরকারের কাস্ট সার্টিফিকেট প্রয়োজন এ বিষয়ে BDO ও SDO কে সাদা কাগজে ২টি আবেদন পত্র লিখতে হবে।‌
  • Self Declaration From (যদি প্রয়োজন)।‌

দেখে নিন: BDO Income Certificate: মোবাইলে বিডিও ইনকাম সার্টিফিকেট বের করে ফেলুন, বিনামূল্যে!

কিভাবে সেন্ট্রাল SC ST OBC কাস্ট সার্টিফিকেট আবেদন করবেন (Apply Process)

কেন্দ্র সরকারের কার সার্টিফিকেট বানানোর স্টেপ বাই স্টেপ পদ্ধতি নিচে দেওয়া হয়েছে –

How to Apply Central Format SC/ST/OBC Certificate BDO SDO Office Westbengal
Central Format SC/ST/OBC Certificate Westbengal

প্রথম ধাপ: কেন্দ্র সরকারের কার সার্টিফিকেট বানানোর জন্য প্রথমে পঞ্চায়েত থেকে ইনকাম সার্টিফিকেট এবং রেসিডেন্ট সার্টিফিকেট সংগ্রহ করতে হবে। এবং এই দুটি সার্টিফিকেটের মধ্যে অবশ্যই পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েত সেক্রেটারির সই থাকা আবশ্যক।

দ্বিতীয় ধাপ: শুধুমাত্র কেন্দ্র সরকারের OBC সার্টিফিকেট আবেদনের জন্য পঞ্চায়েত থেকে OBC Income Certificate সংগ্রহ করতে হবে সেই ফরম্যাটটিতে বিগত তিনটি অর্থবছরের ইনকাম এবং ইনকামের উৎস সমস্ত কিছু পূরণ করতে হবে। এরপর এই ফর্মটির মধ্যে পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সেক্রেটারি এবং BDO এর সিগনেচার এবং স্টাম্প করাতে হবে।

তৃতীয় ধাপ: এরপর পঞ্চায়েতের কাগজ, সাদা কাগজে হাতে লেখা আবেদনপত্র সহ প্রয়োজনীয় ডকুমেন্টগুলি নিয়ে BDO অফিসের BCW অনগ্রসর কল্যাণ অফিসে যেতে হবে এবং সেখানেই সমস্ত কিছু জমা করতে হবে। ‌পরবর্তী ধাপে BDO অফিসের BCW অফিস থেকে আবেদন পত্রটি SDO অফিসে পাঠানো হবে এবং সেখান থেকেই কেন্দ্র সরকারের সার্টিফিকেটটি মঞ্জুর করা হবে।

আরো পড়ুন: EWS Certificate: কারা যোগ্য, কি কি কাগজ লাগবে? সুবিধা পেতে বানিয়ে রাখুন

কতদিন পর সার্টিফিকেট পাবে এবং সেটির বৈধতা কতদিন

সেন্ট্রাল গভর্নমেন্টের কাস্ট সার্টিফিকেট ১ থেকে ১.৫ সপ্তাহ পর তোমরা নিজেদের BDO অফিস থেকে সার্টিফিকেটের সংগ্রহ করতে পারবে এক্ষেত্রে যদি আর্জেন্ট থাকে তাহলে SDO অফিস থেকে সার্টিফিকেটটি সংগ্রহ করতে হবে।

সরকারি অফিসিয়াল SC/CT সার্টিফিকেট ফরমেটDownload
ওবিসি সার্টিফিকেট NCL ফরমেটDownload

দেখে নিন: OBC NCL Certificate: কারা যোগ্য, কি কি লাগবে? এই পদ্ধতিতে বানিয়ে নিন

কেন্দ্র সরকারের SC,ST ও OBC কাস্ট সার্টিফিকেটের মেয়াদ হলো একটি আর্থিক বছর (1 Financial Year)। প্রতিটি অর্থবর্ষ শুরু হয় ১লা এপ্রিল থেকে এবং অর্থবর্ষ শেষ হয় ৩১ শে, মার্চ। কেউ যদি ২০২৪-২৫ অর্থবছরের জন্য সেন্ট্রাল গভর্মেন্টের সার্টিফিকেট বানায় তাহলে সেই সার্টিফিকেটটি শুধুমাত্র ২০২৪-২৫ অর্থবছেরর জন্যই বৈধ থাকবে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram