WB ICDS Recruitment 2024: রাজ‍্যজুড়ে অঙ্গনওয়ারি কর্মী নিয়োগ! যোগ্যতা, আবেদন সহ লাস্ট ডেট জেনে নিন

WB ICDS New Recruitment 2024 Update

Westbengal ICDS Recruitment 2024: ফের রাজ‍্যের সকল চাকরিপ্রার্থীদের জন‍্য সুখবর। পশ্চিমবঙ্গের জুড়ে বিভিন্ন জেলায় ICDS ও অঙ্গনওয়ারি পদে একাধিক দক্ষ ও অভিজ্ঞ কর্মী নিয়োগ নেওয়া হবে। বিশেষ করে সকল মহিলা চাকরিপ্রার্থীদের জন‍্য দুর্দান্ত খবর কেননা এই চাকরিতে আবেদনে নারীরাই অগ্রাধিকার পাবেন। রাজ‍্যজুড়ে মোট ২৩ টি জেলাতেই সব মিলিয়ে ৩৫ হাজার চাকরিপ্রার্থী নিয়োগ নেওয়া হবে। ইতিমধ্যে হুগলি সহ কিছু জেলায় চাকরি প্রকাশের নোটিশ বেরিয়ে গেছে, কিছু জেলায় এখনও নোটিশ বেরোনো বাকি আছে তবে খুব শীগ্রই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। কাজে যে সকল কর্মপ্রার্থীরা এই পদে আবেদন করতে ইচ্ছুক তারা পুরো আবেদনটিই প্রথম থেকে শেষ অবধি পড়বেন।

   

WB ICDS New Recruitment 2024: পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ

নিয়োগের পদের নামমূলত দুটি পদের উপর ভিত্তি করেই শূন‍্যপদ প্রকাশিত হয়েছে।
১) অঙ্গনওয়ারি সহায়িকা
২) অঙ্গনওয়ারি কর্মী
মোট শূন‍্যপদরাজ‍্যের বিভিন্ন জেলার মোট শূন‍্যপদ মিলিয়ে মোট ৩৫ হাজার শূন‍্যপদের বিজ্ঞপ্তি জারি হয়েছে।

প্রার্থীর শিক্ষাগত যোগ‍্যতা (Eligibility)

এই পদে ইচ্ছুক আবেদনকারীদের শিক্ষাগত যোগ‍্যতা হিসেবে নূন‍্যতম উচ্চমাধ‍্যমিক পাস থাকতে হবে। অর্থাৎ যে সকল প্রার্থীরা উচ্চমাধ‍্যমিক এবং সমতুল‍্য পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারাও আবেদন করতে পারবেন।

আবেদনকারীর বয়স (Age)

  • সরকারের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী এই পদে আবেদনকারী ইচ্ছুক প্রার্থীদের নূন‍্যতম বয়স ১৮ বছর ও
  • সর্বোচ্চ বয়স ৪৫ এর মধ‍্যে হতে হবে। তবে পাশাপাশি সংরক্ষণ শ্রেণীর জন‍্য বয়সের বিশেষ ছাড় আছে।

অবশ্যই দেখুন » SSC Exam 2024: কেন্দ্রীয় স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষাসূচি! নতুন বছর কোন মাসে কোন চাকরির পরীক্ষা, দেখে নিন

আবেদন ফরম ফিলাপ পদ্ধতি (Online Application)

যে সকল প্রার্থীরা এই পদে আবেদন করতে ইচ্ছুক তারা সরাসরি অনলাইন মাধ‍্যমে আবেদন করতে পারেন। কিভাবে আবেদন করবেন বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন।

১. প্রথমেই ইচ্ছুক প্রার্থীকে অনলাইনে অফিসিয়াল সাইটে ফোন নম্বর ও ইমেল ঠিকানা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।

২. রেজিস্ট্রেশনের প্রক্রিয়ার পর সকল তথ‍্য সহযোগে মূল ফর্মটি সঠিকভাবে পূরন করতে হবে।

৩. আবেদনের সময় প্রয়োজনীয় উপযুক্ত নথিগুলি স্ক‍্যান করে অনলাইনে আপলোড করতে হবে এবং সম্পূর্ণ প্রক্রিয়াটা অবশ্যই নির্ভুলভাবে করতে হবে।

৪. সব প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর পূনরায় চেক করে ফাইনাল সাবমিট করতে হবে।

এই পদে আবেদনকারী সকল ব‍্যক্তিকে নিয়োগ প্রক্রিয়ার মাধ‍্যমে যাচাই করে কর্মী নেওয়া হবে। নিয়োগ প্রক্রিয়ার মধ‍্যে লিখিত ও মৌখিক উভয় ধরনের পরীক্ষা থাকবে। লিখিত পরীক্ষা মোট ৯০ নম্বরে ও মৌখিক পরীক্ষা ১০ নম্বরে নেওয়া হবে।

অনলাইন আবেদনের লিংক সহ লাস্ট ডেট

আবেদনের বিজ্ঞপ্তিDownload PDF
আবেদনের শেষ তারিখ (Last Date) ইচ্ছুক প্রার্থীরা ২০/২/২৪ (২০ শে ফেব্রুয়ারি শুরু হয়ে গিয়েছে) থেকে ২০/৩/২৪ (২০শে মার্চ পর্যন্ত চলবে) এর মধ‍্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন।
অফিসিয়াল পোর্টালhttps://wbcdwdsw.gov.in/

আরো আপডেট » Yogyashree Prakalpa: জেনারেল থেকে OBC সবাই পাবে যোগ্যশ্রী প্রকল্পের সুবিধা! বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram