WB HS Result 2024: বুধবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল! দেখে নিন শেষ মুহূর্তের আপডেট

WB HS Result 2024 Live Updates WBCHSE

WBCHSE Class-12 Board Result 2024: অবশেষে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের দীর্ঘ অপেক্ষার অবসান। আর মাত্র তিন দিনের অপেক্ষা, তারপরেই আসতে চলেছে উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশের তারিখ অর্থাৎ ৮ই মে। অন্যান্য বছরের মত অবশ্য এ বছরেও প্রার্থীরা অনলাইন মারফত এবং এসএমএস এর মাধ্যমে তাদের ফলাফল জানতে পারবেন। রেজাল্টের শেষ মুহূর্তের আপডেট (HS Result 2024 Latest Update) কি রয়েছে? অনলাইনে রেজাল্ট চেক কিভাবে করবেন? সমস্ত কিছু আগে থেকেই দেখে রাখুন আজকের পোস্টে!

   

WB HS Result 2024 Live Updates: উচ্চ মাধ্যমিক রেজাল্ট আপডেট ২০২৪

উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে ৮ই মে অর্থাৎ দুপুর ১টা নাগাদ আনুষ্ঠানিকভাবে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হবে এবং তার ঠিক ২ ঘন্টা পর অর্থাৎ বিকেল ৩ টে থেকে প্রার্থীরা তাদের ফলাফল অনলাইনে জানতে পারবেন আর অবশ্যই ফলাফল দেখার সময় প্রার্থীর এডমিট কার্ড তার সঙ্গে রাখতে হবে।

কোন কোন ওয়েবসাইটে ফলাফল জানা যাবে

মূলত উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে স্বীকৃত পোর্টালগুলিতে প্রার্থীদের লগইন করে তাদের ফলাফল জানতে পারবেন। যে সকল ওয়েবসাইটে প্রার্থীরা তাদের ফলাফল জানতে পারবেন এগুলি হল –

  • www.wbchse.wb.gov.in,
  • www.wbresults.nic.in
  • www.results.shiksha

অবশ্য প্রার্থীরা এই সকল পোর্টালে রেজাল্ট জানার পাশাপাশি তাদের সম্ভাব্য ফলাফল ডাউনলোড করে নিতে পারবেন।

আগেই দেখে রাখুন: HS Result Review: ৭ দিনের মধ্যেই আসবে ফলাফল! কত টাকা খরচ হবে জেনে নিন

    কিভাবে ফলাফল জানতে পারবেন ছাত্রছাত্রীরা? (How to Check HS Result 2024)

    অনলাইন পোর্টালে ফলাফল প্রকাশ: যে সকল প্রার্থীরা অনলাইন মাধ্যমে ফলাফল জানতে চান তারা প্রথমে পর্ষদের অফিসিয়াল পোর্টালটি খুলবেন…(সুপারফাস্ট লিংক খুব তাড়াতাড়ি আপডেট করা হবে)। এরপর হোম অপসনে গিয়ে West Bengal Higher Secondary Examination Results 2024 এর উপরে ক্লিক করবেন। এরপর আপনার রোল নম্বর এবং জন্ম তারিখ সাবমিট করলে আপনার ফলাফল স্ক্রিনে প্রদর্শিত হবে।

    রেজাল্টের সমস্ত অফিসিয়াল আপডেট পাবেন এই লিংকে: HS Result 2024

    অনলাইনে সুযোগ: পড়ুয়াদের সরকারের “সাইবারের সহজপাঠ” কোর্স! কিভাবে আবেদন করবেন

    রেজাল্ট বেরোনোর আগে প্রতিমুহূর্তের আপডেট থেকে রেজাল্ট পরবর্তী সম্পূর্ণ গাইডেন্স পাবেন আমাদের পোর্টাল-এর মাধ্যমে। আমাদের সঙ্গে যুক্ত থাকুন, ছাত্র-ছাত্রীদের সর্বত্রভাবে সহায়তা করার চেষ্টা করি এবং সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য অগ্রিম শুভকামনা রইল।

    আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

    Join Group

    Telegram