WB College Admission 2024: পছন্দের কলেজে ভর্তি হওয়ার সুযোগ! নতুন বিজ্ঞপ্তি উচ্চশিক্ষা দপ্তরের

Westbengal College Direct Admission Online Education Department Issued Notice

চলতি বছর থেকে শুরু হয় কলেজে ভর্তির প্রক্রিয়া সেন্ট্রালাইজড পোর্টালের মাধ্যমে, একটি পোর্টালের মাধ্যমে ছাত্র-ছাত্রীরা একাধিক কলেজে ভর্তির জন্য আবেদন জানানোর সুযোগ পেয়েছিলো। সেন্ট্রালাইজড পোর্টালের মাধ্যমে এডমিশন গ্রহণের পরেও এখনো একাধিক কলেজে বহু সংখ্যক সিট ফাঁকা রয়েছে, তাই শিক্ষা দপ্তরের উদ্যোগে সেই ফাঁকা সিটগুলি পূরণের জন্য আবার ভর্তি প্রক্রিয়া শুরু হবে। ছাত্র-ছাত্রীরা নিজেদের পছন্দের কলেজের অনলাইন মাধ্যমে ডাইরেক্ট ভর্তি জানাতে পারবে।

WB College Direct Admission: কলেজে ভর্তির সকলের জন্য সুযোগ!

সম্প্রতি উচ্চশিক্ষা দপ্তরের তরফ থেকে ২১শে আগস্ট ২০২৪ একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে সেন্ট্রালাইজড পোর্টালের মাধ্যমে এডমিশন প্রক্রিয়ার লাস্ট ডেট হল ৭ সেপ্টেম্বর, এরপর প্রতিটি কলেজের ফাঁকা সিটগুলিতে ছাত্রছাত্রীরা কলেজের নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করে ভর্তি হতে পারবে। ছাত্র-ছাত্রীরা ৭ই সেপ্টেম্বরের পর আগামী ৩১শে সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন জানাতে পারবে।

কিভাবে পছন্দের কলেজে ভর্তি হতে পারবে?

কলেজের নিজস্ব পোর্টারের ভর্তি প্রক্রিয়া কিভাবে সম্পন্ন করানো হবে এ নিয়ে শিক্ষা দপ্তরের তরফ থেকে পদ্ধতি জারি করা হয়েছে। 

  • সকল নথীপত্র আবেদন করার সময় অনলাইনে আপলোড করতে হবে। নথি যাচাই কেবল তখনই করা হবে যখন শিক্ষার্থীরা ক্লাসে রিপোর্ট করবে। যদি নথিগুলি অনলাইনে জমা দেওয়া ফরমের সাথে সঙ্গতিপূর্ণ না হয়, তবে ভর্তি বাতিল হয়ে যাবে।
  • অনলাইন ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণরূপে মেধার ভিত্তিতে করা উচিত। ভবিষ্যৎ শিক্ষার্থীদের পরামর্শ বা নথি যাচাইয়ের জন্য কোনোভাবে ডাকা উচিত নয়। ভর্তি প্রক্রিয়ার সময় কোনো ফিজিক্যাল ভেরিফিকেশনের উপস্থিতি প্রয়োজন হবে না।
  • শিক্ষার্থীদের কাছ থেকে (i) অনলাইন ভর্তি জন্য নথি স্ক্যান/আপলোড করার এবং (ii) সমস্ত স্নাতক পর্যায়ের প্রোগ্রামের ভর্তি ফরম দেওয়ার জন্য কোনো চার্জ নেওয়া হবে না।

দারুন সুযোগ: HS Pass Scholarship 2024: উচ্চমাধ্যমিক পাশের পর স্কলারশিপ চেক! নম্বর দিয়ে স্কলারশিপ

কলেজে ক্লাস শুরু ও পরবর্তী আপডেট

যেসকল ছাত্র-ছাত্রীরা বিভিন্ন সমস্যার কারণে সেন্ট্রালাইসড অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে অনলাইনে কলেজে ভর্তি হতে পারেনি! রাজ্যের সমস্ত ছাত্র ছাত্রীরা এবার নিজের পছন্দের কলেজের পড়ার জন্য সুযোগ পেতে চলেছে এই নতুন নিয়মে

কলেজে সরাসরি ভর্তির নোটিশ (Admission Notification)Download PDF
উচ্চ শিক্ষা দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটBanglar Uchchashiksha
কলেজ এডমিশন ওয়েবসাইটAdmission Portal

আরো দেখবে: HS Pass Govt Job: উচ্চমাধ্যমিক পাশে কি কি সরকারি চাকরি আছে? সম্পূর্ণ তালিকা

৭ই সেপ্টেম্বরের পরবর্তী যে সকল ছাত্র-ছাত্রীরা কলেজে ভর্তি হবে তাদের যদি ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত ভর্তি প্রক্রিয়া চলে তাহলে তাদের ক্লাস শুরু হবে দূর্গা পূজার পরে অর্থাৎ নভেম্বর মাস থেকে কলেজের ক্লাস শুরু হতে পারে। পরবর্তী সকল আপডেট সবার আগে তোমাদের কাছে আমরা পৌঁছে দেবো, আমাদের সঙ্গে যুক্ত থাকো

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram