WB Civic Volentier: সিভিক ভলেন্টিয়ার কি! কি যোগ্যতা প্রয়োজন কিভাবে নিয়োগ হয়? বেতন ও সুযোগ সুবিধা বিস্তারিত জেনে নিন।

WB Civic Volentier

West Bengal Civic Volentier: সিভিক ভলান্টিয়ার! পুলিশকে সহায়তা করাবার জন্য পশ্চিমবঙ্গে এই বাহিনীর সৃষ্টি করা হয়েছিল। 2008 সালে যানবাহন নিয়ন্ত্রণের জন্য কলকাতা পুরসভা ‘Green Police’ নামে একটি বাহিনী তৈরি করেছিল। তবে সেভাবে দেখতে গেলে সিভিক বাহিনী তৈরির মূল উদ্যোগ শুরু হয়েছিল 2012 সালে। মুখ্যমন্ত্রীর অফিসের ওয়েবসাইট অনুযায়ী, পর্যাপ্ত পরিমাণ কর্মী না থাকায় 2013 সালে 40000 Police এবং 130000 Civic Volunteer নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়।

   

নিয়ম অনুযায়ী সিভিক ভলান্টিয়াররা শুধুমাত্র পুজো, উৎসবে পুলিশকে সহযোগিতা করতে পারে। এছাড়া তারা ট্র্যাফিক সামলানো, বেআইনি পার্কিং আটকানোর মত কাজগুলোতে পুলিশকে সহযোগিতা করার মত কাজগুলি সিভিক ভলেন্টিয়াররা করতে পারে। এছাড়া সাধারণ মানুষের নিরাপত্তার কাজে পুলিশকে সাহায্য করার কাজও তারা করে থাকেন।

সিভিক ভলান্টিয়ার হওয়ার যোগ্যতা

বর্তমানে নিয়ম অনুযায়ী, 20 – 60 বছরের মধ্যে বয়স্ক ব্যাক্তি সিভিক ভলান্টিয়ার পদের জন্য আবেদন করতে পারেন। এক্ষেত্রে উল্লেখ্য, সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা Class –  08 পাশ। এছাড়া, সিভিক ভলান্টিয়ার হিসাবে সংশ্লিষ্ট ব্যক্তিকে যে থানায় নিয়োগ করা হবে, তাকে সেই এলাকারই বাসিন্দা হতে হবে। উল্লেখ্য, সিভিক ভলান্টিয়ার দের আবেদন এবং নিয়োগ প্রক্রিয়া হয় অফলাইনে, কোনরূপ অনলাইন নয়।

অবশ্যই পড়ুন » WB Civic Volunteer Pension 2024: সিভিকদের মাসিক পেনশন বাড়ানো হলো! ভোটের আগে ঘোষনা মুখ‍্যমন্ত্রীর

প্রস্তাবিত Junior Constable পদ

লোকসভা ভোটের আগে সিভিক ভলেন্টিয়ারদের জুনিয়র কনস্টেবল পদে নিয়োগ করার প্রস্তাব দিয়েছে রাজ্য সরকার। সামনেই যেহেতু লোকসভা ভোট, কিন্তু রাজ্যের অন্তর্গত থানাগুলিতে মাত্র 15-20 কন্সটেবল কার্যরত রয়েছে যে কারনে আইন-শৃঙ্খলা, আইনি কাজ প্রভৃতি কার্যে  ব্যবস্থা নিতে অসুবিধা হয়। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক্ষেত্রে উল্লেখ্য, সিভিক ভলান্টিয়ারদের জুনিয়র কনস্টেবল পদে নিয়োগ করা হলে তা একটি স্থায়ী চাকরি হবে, যা তাদের দীর্ঘদিনের দাবি ছিল।

বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা

এক জন সিভিক ভলান্টিয়ারের বেতন মাসে 9000 টাকা। নতুন নিয়মে মাসে 30 দিনই 08 ঘণ্টা করে কাজ করতে হয়। বছরে 14 -টি ক্যাজ়ুয়াল লিভও মেলে। অসুস্থতা এবং দুর্ঘটনাজনিত কারণে সিভিক ভলান্টিয়ারদের বিমার সুযোগসুবিধাও দিয়ে থাকে সরকার।

নিয়োগ বিজ্ঞপ্তি » April Job Vacancy: এপ্রিল মাসে একগুচ্ছ সরকারি চাকরিতে আবেদন চলছে! কোন পদে কিভাবে আবেদন করবেন দেখে নিন।

সবশেষে, সিভিক ভলেন্টিয়ার -সম্পর্কে  লেখা আজকের এই প্রতিবেদনটি এখানেই শেষ হল। আশা করছি আজকের এই প্রতিবেদন থেকে অনেক অজানা বিষয় জানতে পেরেছেন। যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার মধ্যে সীমাবদ্ধ না রেখে বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনের সাথে শেয়ার করে দিন।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram