সমস্ত স্কুল এবং কলেজ ছাত্রছাত্রীদের জন্য রয়েছে দুর্দান্ত সুখবর, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য টাটা স্কলারশিপ (TATA Pankh Scholarship) -এর আবেদন শুরু! দেশের অন্যতম সবচেয়ে বড় এবং বিশ্বস্ত টাটা গ্রুপের তরফ থেকে ছাত্র-ছাত্রীদের এই স্কলারশিপ প্রতিবছর দেওয়া হয়ে থাকে! কারা আবেদন করতে পারবে? কি কি কাগজ লাগবে? – সমস্ত কিছু ছাত্র-ছাত্রীদের সুবিধার জন্য আবেদনের সরাসরি লিংক দেওয়া থাকবে।
টাটা স্কলারশিপ (Tata Capital Pankh Scholarship 2025-26)
টাটা ক্যাপিটাল পান্খ স্কলারশিপ প্রোগ্রাম প্রধান উদ্দেশ্য হল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ এবং আন্ডারগ্রাজুয়েট জেনারেল কলেজ স্টুডেন্টদের সাপোর্ট করা, যাতে তারা তাদের পড়াশোনা চালিয়ে যেতে পারে এবং তারা তাদের স্বপ্ন পূরণ করতে পারে। এর মাধ্যমে ছাত্র-ছাত্রীদের ১০ হাজার থেকে ১২ হাজার টাকা পর্যন্ত স্কলারশিপ দেওয়া হবে।
| বিষয় | তথ্য |
|---|---|
| বৃত্তির নাম | টাটা ক্যাপিটাল পান্খ স্কলারশিপ |
| বৃত্তির ধরন | প্রাইভেট স্কলারশিপ (CSR) |
| সংস্থা | টাটা ক্যাপিটাল লিমিটেড (টাটা গ্রুপ) |
| যোগ্য কোর্স | ক্লাস 11-12, UG কলেজ পড়ুয়া, ডিপ্লোমা ছাত্র-ছাত্রীরা |
| মার্কস প্রয়োজন | আগের পরীক্ষায় ৬০% বা সমতুল্য গ্রেড |
| আবেদন মোড | অনলাইন পোর্টাল |
টাটা স্কলারশিপ আবেদন যোগ্যতা (Tata Scholarship Eligibility)
এরপর আসা যাক, টাটা স্কলারশিপ (Tata Capital Pankh Scholarship) এ আবেদন করার জন্য কি কি যোগ্যতা থাকা প্রয়োজন –
- শিক্ষার্থীকে এবং তার পরিবারকে ভারতবর্ষের স্থায়ী নাগরিক হতে হবে।
- ছাত্রছাত্রীর পরিবারের বার্ষিক আয় INR 2.5 lakh টাকার বেশি হওয়া চলবে না।
- ছাত্র-ছাত্রীকে অবশ্যই পূর্ববর্তী পরীক্ষায় 60 শতাংশের বেশি নম্বর পেতে হবে।
- আবেদনকারী ছাত্রছাত্রীকে কোন গভর্মেন্ট বা প্রাইভেট স্কুল, কলেজ বা সরকার স্বীকৃত কোন প্রতিষ্ঠানে পড়াশোনা চালিয়ে যেতে হবে।
যোগ্য কোর্স তালিকা – কোন ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে?
ছাত্রছাত্রীকে নিচের কোর্স গুলির মধ্যে যেকোনো একটি কোর্সে ভর্তি হতে হবে এবং তার পড়াশোনা চালিয়ে যেতে হবে।
- স্কুল পড়ুয়া: মাধ্যমিক পাশ একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা
- General আন্ডার গ্রাজুয়েট কোর্স (BA, BSC, BCom) এবং ডিপ্লোমা এবং ITI কোর্স।
- প্রফেশনাল গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন কিছু নির্বাচিত বিভাগে।
ক্লিক করে দেখবে: Education Loan কিভাবে নেবে? কখন নেওয়া উচিত? বিভিন্ন সরকারি প্রকল্প ও সুযোগ সুবিধা
টাটা স্কলারশিপ পরিমাণ এবং সুবিধা (Tata Scholarship Amount)
টাটা স্কলারশিপ নির্বাচিত ছাত্রছাত্রীরা তাদের পড়াশোনার খরচ এর জন্য 80% তাদের টিউশন ফি বা কলেজের ফি নির্ধারিত টাকা পাবে। তার সঙ্গে সঙ্গে পড়াশোনা এবং ক্যারিয়ার মেন্টরশিপ-এর জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
| ক্লাস বা কোর্স | স্কলারশিপের পরিমাণ |
|---|---|
| মাধ্যমিক পাশ একাদশ এবং দ্বাদশ শ্রেণী | ১০০০০ টাকা |
| সাধারণ কলেজ পড়ুয়া ও ডিপ্লোমা ছাত্র ছাত্রীরা | ১২০০০ টাকা |
| প্রফেশনাল গ্রাজুয়েশন এবং পোস্ট গ্যাজুয়েশন | এক লক্ষ টাকা পর্যন্ত * |
আবেদনের জন্য যে যে ডকুমেন্ট লাগবে (Documents)
- আগের পরীক্ষার মার্কশীট বা কলেজের ক্ষেত্রে গ্রেড কার্ড।
- টিউশন ফি পেমেন্ট রশিদ বা কোন একাডেমিক সার্টিফিকেট, স্কুল বা কলেজের আইডি কার্ড।
- কোন সরকারি ফটো আইডি প্রুফ যেমন, আধার কার্ড/ভোটার কার্ড/প্যান কার্ড।
- বাৎসরিক আয়ের সংস্থাপত্র (ইনকাম সার্টিফিকেট)।
- ছাত্র-ছাত্রীর নিজস্ব ব্যাঙ্ক পাসবুক।
- রঙিন পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ।
- জাতিগত শংসাপত্র এবং প্রতিবন্ধী সার্টিফিকেট (যদি থাকে)।
কিভাবে টাটা স্কলারশিপ আবেদন করবেন (Apply Online for TATA Scholarship)
টাটা ক্যাপিটাল স্কলারশিপ-এর আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ অনলাইনে Buddy4Study পোর্টালের মাধ্যমে হবে, আবেদন পত্র পূরণ, ডকুমেন্টস আপলোড এবং সমস্ত যাবতীয় ভেরিফিকেশনের কাজ চলবে এই পোর্টালেই,
- রেজিস্ট্রেশন প্রক্রিয়া:
আবেদনের ক্ষেত্রে প্রথমে আপনাকে buddy4study প্ল্যাটফর্মের নিজের প্রোফাইল বানাতে হবে অর্থাৎ রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। - কোর্স ও স্কলারশিপ সিলেকশন:
সফলভাবে রেজিস্ট্রেশন করার পর আপনাকে নিজের বৃত্তি ক্যাটাগরি নির্বাচন করতে হবে কোর্স অনুযায়ী। যেমন, ক্লাস ১১-১২, জেনারেল কোর্স, কোন ক্যাটাগরিতে স্কলারশিপ। - আবেদনপত্র পূরণ:
ক্যাটাগরি সিলেক্ট করার পর আপনাকে “Apply Now” বাটনে ক্লিক করতে হবে এবং সেখান থেকে নিজের যাবতীয় একাডেমিক ডিটেলস, নাম, ঠিকানা, স্কুল-কলেজের নাম রোল নাম্বার সেগুলো পূরণ করতে হবে। - ডকুমেন্টস আপলোড:
ফরম ফিলাপ হয়ে গেলে, আপনার ডকুমেন্ট গুলি PDF ফরম্যাটে আপলোড করতে হবে, যেগুলো আগে বলা হয়েছিল। - ফাইনাল সাবমিশন:
আবেদনপত্র পূরণ এবং ডকুমেন্ট আপলোড হয়ে গেলে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি একবার ভালো করে যাচাই করে নেবেন এবং যদি কোন কিছু পরিবর্তন করার থাকে সেগুলি করবেন এবং অবশেষে শর্তাবলী একমত হয়ে ফর্মটি ফাইনাল জমা করবেন।
আপনার আবেদনপত্রটি জমা হয়ে গেলে আপনি ইমেইল আইডিতে একটি অ্যাপ্লিকেশন আইডি নম্বর (Scholarship Application ID) পাবেন সেটি আপনাকে ভবিষ্যতের ক্ষেত্রে আপনার স্কলারশিপ স্ট্যাটাস চেক করতে সাহায্য করবে।
অবশ্যই দেখবে: West Bengal Freeship Scheme: ফ্রি-শিপ প্রকল্প কলেজের Fees দেবে সরকার! যোগ্যতা, আবেদন
আবেদনের লিংক ও গুরুত্বপূর্ণ তারিখ
টাটা স্কলারশিপের আবেদন বর্তমানে শুরু হয়েছে এবং ২৬ শে ডিসেম্বর পর্যন্ত এর অনলাইন আবেদন চলবে জানানো হয়েছে।
| বিষয় | তথ্য বা লিংক |
|---|---|
| ফর্ম ফিলাপ শেষ তারিখ (Last Date) | 26 ডিসেম্বর 2025 |
| অনলাইন আবেদন ওয়েবসাইট (buddy4study) | |
| হেল্পলাইন সাপোর্ট | 011-430-92248 (সোম-শুক্র অফিস টাইম) [email protected] |
আবেদন চলছে: Sitaram Jindal Scholarship: জিন্দাল স্কলারশিপ ছেলে-মেয়ে সবাই পাবে 5000 টাকা! আজই আবেদন করুন
অবশ্যই এই পোস্টটি নিজেদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও যাতে তারা এর ব্যাপারে জানতে পারে এবং আবেদন করতে পারে। ভবিষ্যতে সমস্ত ধরনের স্কলারশিপ এবং পড়াশোনা বিষয়ক আপডেটের জন্য Edutips-এর সঙ্গে যুক্ত থাকো।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »





