Taruner Swapna Free Tab: মাধ্যমিক পাশেই মোবাইল কেনার ১০০০০ টাকা! কি কি লাগবে? কবে আবেদন? দেখে নিন

Anjan Mahata

Published on:

Taruner Swapna Tab er Taka 2025 Madhyamik Pass Class 11

Taruner Swapna Scheme Free Tablet Rs 10000: মাধ্যমিক 2025 পাস করা ছাত্র-ছাত্রীদের জন্য বিরাট এক খুশির খবর! মাধ্যমিক পাস করলেই সরকারের তরফ থেকে “তরুণের স্বপ্ন প্রকল্প” মারফত তাদের মোবাইল ট্যাবলেট কেনার জন্য 10000 টাকা অনুদান দেওয়া হয়ে থাকে শিক্ষা দপ্তর উদ্যোগে।

আজকে ছাত্রছাত্রীদের জন্য সম্পূর্ণ তথ্য, আগে থেকে কি কি প্রস্তুতি রাখতে হবে? কাগজপত্র তৈরি, আবেদন পদ্ধতি সমস্ত কিছু বিস্তারিত শেয়ার করা হবে।

Westbengal Taruner Swapna Scheme 2025: তরুণের স্বপ্ন প্রকল্প ট্যাবের ১০ হাজার টাকা

কোভিড সময় অনলাইনে ক্লাস করা এবং পড়াশোনার জন্য রাজ্য সরকারের উদ্যোগে ছাত্রছাত্রীদের ট্যাবলেট দেওয়া শুরু হয়েছিল, পরবর্তীকালে সমস্ত পরিস্থিতি স্বাভাবিক হলেও প্রতিবছর ছাত্রছাত্রীরা উচ্চমাধ্যমিক ভর্তি হলেই ট্যাবের ১০ হাজার টাকা পেয়ে যাচ্ছে

নতুন প্রকল্পের নামতরুণের স্বপ্ন
কি সুবিধাট্যাবলেট বা স্মার্টফোন কেনার জন্য ১০০০০ টাকা পাবে
যোগ্যতামাধ্যমিক পাশ করলেই হবে,
একাদশ শ্রেণীতে ভর্তি হয়ে চালিয়ে যেতে হবে
কিভাবে আবেদননিচে বলা রয়েছে

মাধ্যমিক পরীক্ষা পাশ করলেই কি ট্যাবলেট পাওয়া যাবে? নাকি আরো কোন শর্ত রয়েছে? কি কি ডকুমেন্টস বা কাগজপত্র আগে থেকে তৈরি করে রাখতে হবে – আবেদন কবে শুরু হবে এবং কত দিনের মধ্যে ছাত্রছাত্রীরা টাকা পাবে থেকে কিভাবে আবেদন প্রক্রিয়া জানতে পারবে।

তরুণের স্বপ্ন প্রকল্পের যোগ্যতা (Eligibility)

যোগ্যতা হিসাবে ছাত্র বা ছাত্রীকে অবশ্যই পশ্চিমবঙ্গের মধ্যে পড়াশোনা করতে হবে এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।

  1. কোনরকম পারিবারিক ইনকামের মাপকাঠি নেই, সকলেই যোগ্য।
  2. মাধ্যমিক পাস করে উচ্চ মাধ্যমিক স্তরে একাদশ শ্রেণীতে ভর্তি হয়ে পড়াশোনা চালিয়ে যেতে হবে।

অবশ্যই দেখবে: Yuvashree Prakalpa: যুবশ্রী প‍্রকল্প প্রতিমাসে সরকার দেবে ১৫০০ টাকা! কিভাবে নতুন আবেদন? দেখে নিন

Taruner Swapna Application Form Fill Up Process: আবেদন প্রক্রিয়া সহ বিস্তারিত ফরম ফিলাপ

Westbengal Madhyamik Pass Students Free Smart Phone Taruner Swapno Rs 10000 Application Form 2025: এক্ষেত্রে ছাত্রছাত্রীদের আবেদন স্কুলের তরফ থেকেই সমস্ত ফর্ম ফিলাপ, রেজিস্ট্রেশন এবং লিস্টিং সমস্ত কিছু করে দেওয়া হবে

কি কি ডকুমেন্টস লাগবে (Documents List)

ছাত্রছাত্রীদের কাগজপত্র হিসেবে নিচের ডকুমেন্টগুলো তখন স্কুলের তরফ থেকে চেয়ে নেয়া হবে। সব কিছুর সেল্ফ অ্যাটেস্টেড জেরক্স কপি জমা দিতে হবে।

  • আধার কার্ড (Aadhar Card) – ভুল থাকলে সংশোধন করে নিতে হবে।
  • মাধ্যমিকের এডমিট এবং রেজাল্ট।
  • ব্যাংকের পাসবুক জেরক্স
  • একাদশ শ্রেণীতে ভর্তির রিসিপ্ট কপি (Admission Copy)।

গুরুত্বপূর্ণ: Student Bank Account: পড়ুয়াদের জন্য কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভালো? স্কলারশিপ ও অন্যান্য সুবিধা পেতে দেখে নাও

তাই ছাত্র-ছাত্রীদের এখনই কিছু চিন্তা করার কারণ নেই। মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বের সবে হয়েছে, স্কুলে ভর্তি হলে তারপর আলাদা করে সমস্ত বিজ্ঞপ্তি বের হবে

গুরুত্বপূর্ণ তথ্যলিংক
অনলাইনে আবেদন অন্যান্য তথ্য সহ বিস্তারিত »Taruner Swapna
শিক্ষা দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটhttps://banglarshiksha.gov.in/

মিস করো না: Student Credit Card: ছাত্রছাত্রীরা পাবে ১০ লক্ষ টাকা পর্যন্ত সরকারি লোন! স্টুডেন্ট ক্রেডিট কার্ড

তোমরা স্কুলে এই ট্যাবলেট বা মোবাইল ফোন কেনার টাকা পাওয়ার জন্য নাম নথিভুক্ত করতে পারবে। কবে ফর্ম বেরোবে জমা নেওয়া হবে সমস্ত কিছু আমরা জানিয়ে দেবো! তাই বন্ধুদের সাথে এই খবরটি শেয়ার করে দাও এবং আমাদের সঙ্গে যুক্ত থাকো।

Join Group

Telegram