Taruner Swapna 2025: তরুণের স্বপ্ন ট্যাবের 10 হাজার টাকা তারিখ ঘোষণা! কবে পাবে? নোটিশ দেখে নাও

Anjan Mahata

Published on:

Taruner swapna Scheme Tab er Taka 2025 Update

পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা দপ্তর (Directorate of School Education) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির পড়ুয়াদের তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে (Taruner Swapna Scheme) ট্যাব বা স্মার্টফোন কেনার ১০ হাজার টাকা কবে দেওয়া হবে এই নিয়ে বিস্তারিত নোটিফিকেশন জারি করা হয়েছে। কোন তারিখ থেকে টাকা দেওয়া শুরু হবে? বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন।

— Advertisement —

Taruner Swapna Scheme 2025: একাদশ শ্রেণির পড়ুয়াদের ট্যাব কেনার টাকা কবে মিলবে?

পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ সরকারি স্কুল/ মাদ্রাসা (Govt. School), সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল (Govt. Aided School) এবং সরকার পোষিত (Govt. Sponsored) স্কুলের একাদশ শ্রেণিতে পাঠরত পড়ুয়াদের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ট্যাব, বা স্মার্টফোন কেনার জন্য আর্থিক অনুদান দেওয়ার দিনক্ষণ ঘোষণা করেছে।

তরুণের স্বপ্ন প্রকল্প 2025 টাকা কবে দেবে ?

স্কুল শিক্ষা দপ্তরের কমিশনারের স্বাক্ষর করা একটি সাম্প্রতিক বিজ্ঞপ্তিতে (মেমো নম্বর: 1840-Sc/Apt, তারিখ: ২৯/১২/২০২৫) এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, ২০২৫-২৬ সালের জন্য এই আর্থিক সহায়তা প্রদানের দিন ধার্য করা হয়েছে ৮ই জানুয়ারি, ২০২৬ (8th January, 2026)। অর্থাৎ, এই দিন থেকেই নির্ধারিত প্রকল্পের উদ্বোধন হওয়ার পর পড়ুয়াদের অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হবে।

বিস্তারিত দেখো: Taruner Swapna Scheme selfdeclaration.wb.gov.in তরুণের স্বপ্ন প্রকল্প 2025

টাকা দেওয়ার প্রক্রিয়া কতটা এগিয়েছে (Taruner Swapna Scheme 2025-26 Official Update)

— Advertisement —

নোটিফিকেশনে জেলা স্কুল পরিদর্শকদের (DI) উদ্দেশ্যে বলা হয়েছে যে:
১. ইতিমধ্যেই স্কুলের প্রধানরা পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য সংগ্রহ করেছেন এবং NPCI-এর মাধ্যমে ভেরিফিকেশন বা যাচাইকরণ প্রক্রিয়া সম্পন্ন করেছেন।
২. ‘বাংলার শিক্ষা পোর্টাল’-এর মাধ্যমে বেনিফিশিয়ারি লিস্ট বা উপভোক্তাদের তালিকা চূড়ান্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
৩. স্কুলগুলিকে দ্রুত বিল প্রস্তুত করে iFMS পোর্টালে পাঠাতে বলা হয়েছে, যাতে নির্দিষ্ট দিনে (৮ই জানুয়ারি) ট্রেজারি বা কোষাগার থেকে সরাসরি পড়ুয়াদের অ্যাকাউন্টে টাকা পাঠানো সম্ভব হয়।

★★ Class 11 2nd Semester Suggestion 2026 Notes ➦ ক্লিক করুন ⇓
WBCHSE HS 4th Semester Suggestion Notes 2026
উপরের ছবির উপর ট্যাপ বা ক্লিক করুন

অফিসিয়াল নোটিশ (ফাইনাল তারিখ)

Taruner Swapna Scheme 2025 Smartphone Tab er Taka Official Notice
গুরুত্বপূর্ণ তথ্যলিংক
টাকা কবে দেবে? (তারিখ)8th January 2026
অফিসিয়াল লেটেস্ট আপডেট »Click Here →
Taruner Swapna Portal (সেলফ ডিক্লারেশন এবং ভেরিফিকেশন পোর্টাল)https://selfdeclaration.wb.gov.in/

অবশ্যই দেখবে: Yogyashree Scheme: যোগ্যশ্রী প্রকল্পে বিনামূল্যে WBJEE, NEET প্রস্তুতি, সাথে মাসে ৩০০ টাকা!

রাজ্য সরকারের এই পদক্ষেপে সংশ্লিষ্ট দপ্তরের নির্দেশ অনুযায়ী, ৮ই জানুয়ারি যাতে নির্বিঘ্নে টাকা দেওয়া শুরু করা যায়, তার জন্য স্কুল এবং জেলা প্রশাসনকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। একাদশ শ্রেণির পড়ুয়ারা ডিজিটাল শিক্ষার ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবে।

Join Group

Telegram