Swami Vivekananda Scholarship 2025-26: স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কবে থেকে শুরু হতে পারে? SVMCM

Gobinda Gorai

Published on:

Follow Us Share
SVMCM Swami Vivekananda Scholarship 2025-26 Update Start Date Opening

SVMCM: ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর আবেদন কবে শুরু হবে? পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় সরকারি স্কলারশিপ স্বামী বিবেকানন্দ বিকাশ ভবন স্কলারশিপ (Bikash Bhaban) প্রত্যেক বছরই লক্ষাধিক ছাত্র-ছাত্রীদের পড়াশোনার ভরসা! খুব শীঘ্রই শুরু হতে চলেছে নতুন আবেদন, সঙ্গে রিনুয়াল – বিস্তারিত আপডেট আজকের প্রতিবেদনে।

SVMCM Scholarship Opening Date 2025-26: স্বামী বিবেকানন্দ স্কলারশিপ 202526 আবেদন শুরু আপডেট

প্রত্যেক বছর সেপ্টেম্বর অক্টোবর নাগাদ এই স্কলারশিপের আবেদন শুরু হয়ে যায়। কিন্তু বিগত বছর থেকে এই স্কলারশিপ নভেম্বর মাসে আবেদন হচ্ছে। তাই এই বছরের ছাত্র-ছাত্রীদের জন্য আবেদন নভেম্বর মাসে শুরু হবে বলে আশা করা হচ্ছে।

একই সাথে যারা মাধ্যমিক ২০২৫ সালে পাস করে একাদশ শ্রেণীতে (Class 11) রয়েছে অর্থাৎ স্কুল ছাত্রছাত্রীদের নতুন আবেদন (Fresh Apply) তার সঙ্গে যারা একাদশ শ্রেণীতে আবেদন করে টাকা পেয়েছিল বর্তমানে দ্বাদশ শ্রেণীতে (Class 12) রয়েছে তাদের Renewal আবেদন হবে।

কলেজ ছাত্র-ছাত্রীদের নতুন আবেদন – যারা এই বছর উচ্চমাধ্যমিক পাশ করে 60 শতাংশ নম্বর সহ কলেজের প্রথম বর্ষে ভর্তি হয়েছে (UG 1st Year Admission) এবং অন্যান্য বর্ষের পুনর্নবীকরণ বা রিনিউয়াল অ্যাপ্লিকেশন ফর্ম ফিলাপ হবে!

Swami Vivekananda SVMCM Scholarship Fresh Renewal Update Official 2025-26
Official SVMCM Portal @svmcm.wb.gov.in

কবে থেকে শুরু হতে পারে আবেদন? কি জানাচ্ছে বিকাশ ভবন?

কবে আবেদন শুরু হচ্ছে সেই সংক্রান্ত অফিসিয়াল ওয়েবসাইটে নোটিফিকেশন এবং তার পাশাপাশি বিভিন্ন সংবাদ মাধ্যমের বিজ্ঞপ্তি বেরোবে, তাই ছাত্র ছাত্রীদের অপেক্ষা করতে হবে। প্রয়োজনীয় ডকুমেন্ট কাগজপত্র সংগ্রহ করে রাখতে হবে যাতে সময় মতো আবেদন শুরু হলেই তারা দ্রুত তার সঙ্গে আবেদন করে নিতে পারে।

Fresh/ Renewal Apply 2025-26: নতুন এবং রেনুয়াল আবেদন

রিনিউয়াল অর্থাৎ পুনর্নবীকরণ যেসব ছাত্র-ছাত্রীদের হবে তাদের বেশি ডকুমেন্ট লাগবে না, শুধু স্কুল বা কলেজের কি পেমেন্টের রশিদ লাগবে এবং তার সাথে পূর্ববর্তী ক্লাসের মার্কসিট লাগবে যেখানে তারা ৬০ শতাংশ নম্বর পেয়েছে।

নতুন আবেদন করতে (SVMCM Fresh New Application) একইভাবে যে ডকুমেন্টগুলো লাগবে তার সাথে আধার কার্ড, ফটোগ্রাফ, সিগনেচার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি ইনকাম সার্টিফিকেট – ছাত্র-ছাত্রীদের আগে থেকেই বানিয়ে রাখতে হবে। আগে থেকেই ছাত্রছাত্রীরা কাগজপত্র ডকুমেন্ট ডিটেলস রেডি রাখতে পারে, যাতে আবেদন শুরু হলে তারা আবেদন করতে পারবে।

বিস্তারিত দেখো: SVMCM Documents Required: স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কি কি ডকুমেন্টস লাগবে? নতুন আবেদন দেখে নাও

Directorate: কোন বিভাগের অধীনে স্কলারশিপ আবেদন করবে?

আবেদন শুরু হলে অফিসিয়াল ওয়েবসাইটে তারা নিজেদের ডাইরেক্টর (Bikash Bhaban Directorate) অফিশিয়াল ডিপার্টমেন্টের আন্ডারে আবেদন করবে, তার তালিকার নিম্নলিখিত –

Directorate / Scheme Nameযাদের জন্য (For Whom)
DIRECTORATE OF SCHOOL EDUCATION (DSE)উচ্চমাধ্যমিক তরে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের জন্য (Class 11-12)
DIRECTORATE OF TECHNICAL EDUCATION AND TRAINING (DTE&T)পলিটেকনিক কলেজ বা ইনস্টিটিউশনে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের জন্য
DIRECTORATE OF PUBLIC INSTRUCTION (DPI) and KANYASHREE (K3)সাধারণ ডিগ্রি কলেজ বা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রছাত্রী ও কন্যাশ্রী (K3) স্কিমের অন্তর্গত ছাত্রীদের জন্য
DIRECTORATE OF TECHNICAL EDUCATION (DTE)ডিগ্রি ইঞ্জিনিয়ারিং বা টেকনিক্যাল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের জন্য
DIRECTORATE OF MEDICAL EDUCATION (DME)মেডিকেল, নার্সিং বা অনুরূপ চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের জন্য

অবশ্যই দেখবে: SVMCM Amount: স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কোন কোর্সে কত টাকা দেয়? কত বার পাবে?

2025-26 শিক্ষাবর্ষের জন্য আবেদন নভেম্বর মাসে শুরু হওয়ার কথা রয়েছে (সুত্রে খবর)। পরবর্তী সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকুন।

গুরুত্বপূর্ণ রিসোর্সলিংক
বিকাশ ভবন SVMCM-এর অফিসিয়াল ওয়েবসাইটsvmcm.wb.gov.in
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর সমস্ত আপডেটClick Here →
2025-26 Fresh/ Renewal Apply Start DateNovember, 2025 (Tentative)

A-Z তথ্য ক্লিক করে দেখো: SVMCM: স্বামী বিবেকানন্দ স্কলারশিপ! 60% নম্বরে ১২০০০ থেকে ৬০ হাজার টাকা

Join Group

Telegram