Swami Dayanand Scholarship 2025: স্বামী দয়ানন্দ স্কলারশিপ পাবে ৫০,০০০ টাকা! অনলাইনে আবেদন দেখে নাও

Arpita Paul

Published on:

Follow Us Share
Swami Dayanand Scholarship 2025 Eligibiklity Online Apply Form Fill Up

মেধাবী এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের অনুপ্রাণিত এবং পড়াশোনার জন্য আর্থিক সহায়তার জন্য প্রাইভেট স্কলারশিপ নাম হল স্বামী দয়ানন্দ স্কলারশিপ। আবেদনের যোগ্যতা কি? কত টাকা পাবেন? আবেদনের শেষ তারিখ কত? – এই স্কলারশিপের সমন্ধে বিস্তারিত জানতে পুরো প্রতিবেদনটি পড়ুন।

Swami Dayanand India Scholarships 2025–26: স্বামী দয়ানন্দ স্কলারশিপ

স্বামী দয়ানন্দ সরস্বতী চ্যারিটেবল এডুকেশন ফাউন্ডেশন (SDEF) স্কলারশিপের লক্ষ্য হল মেধাবী ছাত্রছাত্রীদের সাহায্য করা যারা। প্রত্যেক বছরই এই স্বেচ্ছাসেবী সংস্থা স্কলারশিপ দিয়ে থাকে, চলতি বছরের আবেদন গ্রহণ শুরু হয়ে গেছে।

আবেদনের যোগ্যতা (Eligibility criteria)

স্বামী দয়ানন্দ স্কলারশিপে সমস্ত ভারতীয় ছাত্র ছাত্রী আবেদন করতে পারবে। পড়ুয়াদের যেসকল যোগ্যতার প্রয়োজন সেগুলি হল –

১. এই স্কলারশিপ ইঞ্জিনিয়ারিং (BTech), মেডিকেল (MBBS), আর্কিটেকচার (BArch) আন্ডারগ্রাজুয়েট কোর্সের প্রথম বর্ষের পড়ুয়ারা (1st Year) আবেদন করতে পারবে।
২. আবেদন করার জন্য JEE or NEET উত্তীর্ণ হতে হবে, দ্বাদশ শ্রেণীতে ন্যূনতম ৮০ শতাংশ (80%) মার্কস লাগবে।
৩. আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় 12 লাখ টাকার বেশি হওয়া যাবে না।

অবশ্যই দেখো: College Scholarship: HS পাশের পর সরকারি বেসরকারি বিভিন্ন স্কলারশিপ

বৃত্তির পরিমাণ (Scholarship Amount)

এই স্কলারশিপে যোগ্য পড়ুয়াদের 50,000/- টাকা বৃত্তি দেওয়া হয় এবং পরের বছর 8 CGPA থাকলে রেনুয়াল করার সুযোগ থাকছে।

আবেদন পদ্ধতি (Application process) – কিভাবে অনলাইনে আবেদন করবেন?

এই বছর আবেদন কেবলমাত্র অনলাইনের মাধ্যমেই ওয়েবসাইট থেকে আবেদন করা যাবে‌। তার জন্য ওয়েবসাইটে দেওয়া ‘Apply Now‘ অপশনে ক্লিক করতে হবে। সরাসরি লিঙ্ক নিচে দেওয়া থাকবে

  1. আবেদনপত্র সঠিকভাবে পূরণ করার পর প্রয়োজনীয় নথি স্ক্যান করে আপলোড করতে হবে।
  2. এরপর প্রতিটি ডকুমেন্ট আর তথ্য ঠিকভাবে মিলিয়ে নিয়ে তারপর সাবমিট অপশনে ক্লিক করবেন।

খেয়াল রাখবেন যেন ইমেইল আইডি, ফোন নম্বর আর বাড়ির ঠিকানা সঠিকভাবে পূরণ করা হয়।

প্রয়োজনীয় কাগজপত্র (Required Documents)

স্বামী দয়ানন্দ স্কলারশিপে আবেদন করার জন্য যে সমস্ত নথি লাগবে –

  • (১) দশম ও দ্বাদশ শ্রেণির মার্কশিট।‌
  • (২) JEE/ NEET উত্তীর্ণের রেজাল্ট র‍্যাঙ্ক কার্ড
  • (৩) আসন বরাদ্দ পত্র।
  • (৪) ফি জমা করার রশিদ।
  • (৫) রেসিডেন্স প্রুফ বা রেশন কার্ড অথবা বাবা মায়ের পরিচয় পত্র।
  • (৬) আবেদনকারীর পরিচয় পত্র।
  • (৭) পারিবারিক আয়ের শংসাপত্র।‌

আবেদনের সরাসরি লিংক ও লাস্ট ডেট

The Submission deadline is 31st October 2025.

অবশ্যই দেখবে: Govt Scholarship: একসঙ্গে কটা সরকারি স্কলারশিপ টাকা পাবে? নতুন নিয়ম দেখে নাও SVMCM, NSP, OASIS, Nabanna

বিষয়তথ্য বা লিংক
ফর্ম ফিলাপের শেষ তারিখ (Last Date of Application)31 অক্টোবর 2025
অনলাইন আবেদনের অফিসিয়াল ওয়েবসাইট | লিংক
(https://www.swamidayanand.org/)
Apply Now →
** হেল্পলাইন সাপোর্ট[email protected]
WhatsApp #8448770654

আবেদন করার শেষ তারিখ হল 31 শে অক্টোবর তাই যোগ্য ছাত্রছাত্রীদের তাড়াতাড়ি আবেদন করে ফেলতে হবে, পরবর্তী সকল ধরনের স্কলারশিপ এর আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন।

Join Group

Telegram