বিকাশ ভবন স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করার ক্ষেত্রে নতুন একটি আপডেট! এবার থেকে পড়ুয়াদের রেনুয়াল আবেদন করার সময় নতুন একটি সার্টিফিকেট আপলোড করতে হবে যার নাম SVMCM Utilization Certificate। কোথায় এই সার্টিফিকেটটি পাবে? বা কিভাবে এই সার্টিফিকেটটি বানাবে বিস্তারিত আজকের এই প্রতিবেদনে।
SVMCM Scholarship Utilization Certificate 2025-26 কাদের লাগবে?
বিগত বছর থেকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের রেনুয়াল আবেদনের সময় Utilization Certificate Mandatory ছিল না কিন্তু এবার থেকে রেনুয়াল আবেদনের ক্ষেত্রে সবাইকে এই সার্টিফিকেট জমা করতে হবে অর্থাৎ এই শিক্ষাবর্ষ থেকে রেনুয়াল আবেদনের ক্ষেত্রে এই সার্টিফিকেট Mandatory করা হয়েছে।
কেন এই সার্টিফিকেট জমা করতে হচ্ছে?
অনেক সময় ছাত্র-ছাত্রীরা একাধিক কোর্স করে থাকে ভিন্ন ভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে। ছাত্রছাত্রীরা যাতে একবারই স্কলারশিপ পায়, রেনুয়াল আবেদনের ক্ষেত্রে স্কুল বা কলেজের থেকে একটি ভেরিফিকেশন কাগজপত্র হিসেবে এটি কাজ করবে।
যার মাধ্যমে ছাত্র-ছাত্রী বর্তমানে সঠিকভাবে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা রেগুলার ক্লাস করে কিনা, এবং সর্বোপরি ব্যাংক অ্যাকাউন্টে স্কলারশিপ টাকা পড়াশোনা তে সঠিকভাবে ব্যবহার / খরচ হয়েছে কিনা সেটির জন্যই এই সার্টিফিকেট।
গুরুত্বপূর্ণ: SVMCM Income Certificate: স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ইনকাম সার্টিফিকেট! নতুন নিয়ম দেখে নাও
কিভাবে এই Utilization Certificate বানাবে? সম্পূর্ণ গাইড
স্কলারশিপ Renewal আবেদন করার সময় ডকুমেন্ট আপলোড সেকশনে উপরে “Download Utilization Certificate” অপশন থাকবে সেটিতে ক্লিক করে ফরমটি ডাউনলোড করে নিতে হবে।
এই সার্টিফিকেটটি সবার জন্য আলাদা কারণ সার্টিফিকেটের মধ্যে পড়ুয়ার শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল বা কলেজের) নাম, ব্যাংক একাউন্ট নম্বর, এবং ছাত্রছাত্রীর নিজের নাম থাকবে।
- এরপর সে ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট আউট বের করে স্কুল বা কলেজের প্রধান শিক্ষককে দিয়ে সই ও এটেস্টেড করাতে হবে।
- তারপর সার্টিফিকেটটিতে নির্দিষ্ট জায়গাতে নিজের সই ও তারিখ দিয়ে স্কলারশিপ এর ডকুমেন্ট আপলোড সেকশনে সার্টিফিকেটটি আপলোড করতে হবে।

এই বিষয়ক একটি বিস্তারিত ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলেও দেওয়া রয়েছে, আপনারা EduTips Bangla নামে আমাদের চ্যানেল YouTube এ সার্চ করে দেখে নিতে পারেন।
| বিবরণ | লিংক বা তথ্য |
|---|---|
| SVMCM Scholarship: নতুন ও রেনুয়াল আবেদন লিংক | Apply Link → |
| স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সমস্ত লেটেস্ট আপডেট | SVMCM → |
আরো দেখবেন: Amount: স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কোন কোর্সে কত টাকা দেয়? কত বার পাবে?
বর্তমানে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের নতুন এবং রেনুয়াল উভয় আবেদন শুরু হয়ে গিয়েছে। ছাত্রছাত্রীরা ধৈর্য নিয়ে সময় মত আবেদন করতে পারেন। কোন জায়গায় যদি পোর্টালের সমস্যা দেখা দেয় কিছুক্ষণ অপেক্ষা করে অথবা হেল্পলাইনে যোগাযোগ করতে পারো।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »


