তোমরা ভোটের সময় Combat Uniform-পরিধানকারী এক বিশেষ কেন্দ্রীয় বাহিনীকে লক্ষ্য করে থাকবে, এই বিশেষ কেন্দ্রীয় বাহিনী SSB বা Sashastra Seema Bal নামে পরিচিত, যা Ministry Of Home Affairs – এর অন্তর্গত।। এরা মূলত ভারতের সঙ্গে নেপাল ও ভুটানের সীমান্তবর্তী এলাকার সুরক্ষা নিশ্চিত করে থাকে, আজকের প্রতিবেদনে সম্পূর্ণ গাইড পেয়ে যাবে।
Sashastra Seema Bal: SSB কোন কোন পদে নিয়োগ হয় ?
প্রথমে সুবিধার্থে বলে রাখি SSB – তে Constable, Sub – Inspector, Assistant Command প্রভৃতি পদে প্রার্থীদের নিয়োগ করা হয়। প্রসঙ্গত, প্রত্যেকটি পদের জন্য আলাদা আলাদা যোগ্যতা নির্ধারণ করা হয়েছে।
SSB -তে নিয়োগের যোগ্যতা (Eligiblity)
SSB – তে বিভিন্ন পদে যোগদানের জন্য যে যে যোগ্যতাগুলি চাওয়া হয়েছে সেগুলি হল –
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)
SSB – তে যেহেতু ভিন্ন ভিন্ন পোস্টে নিয়োগ হয় তাই প্রতিটি পোস্টের শিক্ষাগত যোগ্যতা আলাদা আলাদা হয়, যেমন মাধ্যমিক পাশে Constable – এর নিয়োগ হয়। আবার Assistant Command – পদে যোগদানের জন্য স্নাতক হওয়া জরুরী।
বয়স: গড় হিসাবে বলা যায় 18-25 বছরের মধ্যে প্রার্থীদের SSB – তে নিয়োগের জন্য যোগ্য বলে বিবেচিত করা হয়।
নাগরিকত্ব: SSB – তে যোগদানের জন্য ভারতীয় নাগরিকদের পাশাপাশি নেপাল ও ভুটানের নাগরিকরাও আবেদন করতে পারে।
Physical Standard Test Stage (PST) শারীরিক মাপ
Physical Std. | মহিলা প্রার্থীদের | পুরুষ প্রার্থীদের |
---|---|---|
Height | 157 cm | 165 cm |
Weight | 46 কেজি (as per height) | 50 কেজি (as per height) |
ক্লিক করে দেখবে: HS Pass Govt Job: উচ্চমাধ্যমিক পাশে কি কি সরকারি চাকরি আছে?
SSB Join Exam Details: নিয়োগ প্রক্রিয়ার ধাপসমূহ (SSB Recruitment)
SSB – তে নিয়োগ কয়েকটি ধাপে সম্পন্ন হয়ে থাকে, সেগুলি হল –
Physical Efficiency Test Stage (PET)
Physical Events | For Female (মহিলা প্রার্থীদের ক্ষেত্রে) | For Male (পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে) |
100 মিটার দৌড় | 18 সেকেন্ড | 16 সেকেন্ড |
800 মিটার দৌড় | 04 মিনিট 45 সেকেন্ড | 03 মিনিট 45 সেকেন্ড |
লং জাম্প | 4.5 মিটার | — |
শট পুট | 03 মিটার (03 chances) | 03 মিটার (03 chances) |
Written Exam – Common Entrance test (CET)
SSB – তে নিয়োগের ধাপ হিসাবে প্রার্থীদের Exam দিতে হয়। এখানে General Knowledge, Numerical Ability, Logical Reasoning প্রভৃতি বিষয়গুলি থাকে।
Skill / Typing test (কম্পিউটার স্কিল টেস্ট)
নিয়োগের বিশেষ কিছু পোস্টে প্রার্থীদের Typing Test নেওয়া হয়। এ ব্যাপারে প্রসঙ্গত উল্লেখ্য প্রার্থীদের কম্পিউটার বিষয়ে Basic Knowledge থাকাটা বিশেষভাবে প্রয়োজন। টাইপিং স্পিড ইংরেজির ক্ষেত্রে (30 words/minute) এবং হিন্দির ক্ষেত্রে (35 words/minute) হওয়া প্রয়োজন।
Document Verification and Detailed Medical Examination (DME)
এ পর্যায়ে প্রার্থীদের Documents Check করা হয় এবং Medical পরীক্ষা নেওয়া হয়ে থাকে। তাই স্বাভাবিকভাবেই এটি নিয়োগের ক্ষেত্রে অন্যান্যগুলির মতই একটি গুরুত্বপূর্ণ ধাপ।
SSB – তে যোগদানের জন্য কোন পরীক্ষা দেবে?
তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি UPSC, SSC, SSB – এই তিনটি Agency – এর পরীক্ষার মাধ্যমে তোমরা SSB – তে যোগদান করতে পারো। Assistant Command, Assistant Sub Inspector পদের জন্য SSB – কর্তৃক আয়োজিত পরীক্ষায় তোমাদের অংশগ্রহণ করতে হবে।
অপরপক্ষে গ্রাউন্ড ডিউটি কনস্টেবল SSC GD পরীক্ষার মধ্যে নিয়োগ হয়ে থাকে। অফিসার রাঙ্ক সমস্ত পোস্ট UPSC IPS ক্যাডারের হয়ে থাকে।
SSB Duty & Salary (বেতন এবং অন্যান্য তথ্য)
প্রধান দায়িত্ব হল সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ কার্যকলাপ প্রতিরোধ করা এবং সীমান্তবাসীদের মধ্যে নিরাপত্তার অনুভূতি বজায় রাখা। বিশেষ ক্ষেত্রে সেন্ট্রাল রিজার্ভ ফোর্স হিসাবে ব্যবহার করা হয়।
SSB-এর কর্মীদের বেতন সপ্তম কেন্দ্রীয় বেতন কমিশন (7th CPC) অনুযায়ী নির্ধারিত হয় [45000 থেকে ৭০ হাজার পর্যন্ত]। মূল বেতনের পাশাপাশি কর্মীরা ডিএ (DA), এইচআরএ (HRA), রেশন মানি সহ অন্যান্য ভাতা পেয়ে থাকেন।
তথ্য | লিংক |
---|---|
SSB অফিসিয়াল ওয়েবসাইট (Sashastra Seema Bal | Govt. of India) | https://ssb.gov.in/ |
Defence সংক্রান্ত আরো তথ্য | Click Here → |
বিস্তারিত দেখো: IPS অফিসার কিভাবে হওয়া যায়? যোগ্যতা, পরীক্ষা সম্পূর্ণ গাইড (How to Become an IPS Officer)
SSB – নিয়ে সম্পূর্ণ তথ্য সমৃদ্ধ আজকের এই প্রতিবেদনটি এখানেই শেষ করছি, আশা করছি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর তোমরা এই প্রতিবেদন থেকে পেয়ে যাবে। এডুটিপস বাংলার ছাত্র-ছাত্রীদের পাশে আছে, সর্বতভাবে তাদের পড়াশোনা থেকে ক্যারিয়ারের সাহায্য করার জন্য।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »