SSB কি? কিভাবে যোগদান করবে? যোগ্যতা, পরীক্ষা সমস্ত তথ্য দেখে নাও

Dibyendu Dutta

Published on:

Follow Us Share
SSB Join Eligiblity Exam Details

তোমরা ভোটের সময় Combat Uniform-পরিধানকারী এক বিশেষ কেন্দ্রীয় বাহিনীকে লক্ষ্য করে থাকবে, এই বিশেষ কেন্দ্রীয় বাহিনী SSB বা Sashastra Seema Bal নামে পরিচিত, যা Ministry Of Home Affairs – এর অন্তর্গত।। এরা মূলত ভারতের সঙ্গে নেপাল ও ভুটানের সীমান্তবর্তী এলাকার সুরক্ষা নিশ্চিত করে থাকে, আজকের প্রতিবেদনে সম্পূর্ণ গাইড পেয়ে যাবে।

Sashastra Seema Bal: SSB কোন কোন পদে নিয়োগ হয় ?

প্রথমে সুবিধার্থে বলে রাখি SSB – তে Constable, Sub – Inspector, Assistant Command প্রভৃতি পদে প্রার্থীদের নিয়োগ করা হয়। প্রসঙ্গত, প্রত্যেকটি পদের জন্য আলাদা আলাদা যোগ্যতা নির্ধারণ করা হয়েছে।

SSB -তে নিয়োগের যোগ্যতা (Eligiblity)

SSB – তে বিভিন্ন পদে যোগদানের জন্য যে যে যোগ্যতাগুলি চাওয়া হয়েছে সেগুলি হল –

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

SSB – তে যেহেতু ভিন্ন ভিন্ন পোস্টে নিয়োগ হয় তাই প্রতিটি পোস্টের শিক্ষাগত যোগ্যতা আলাদা আলাদা হয়, যেমন মাধ্যমিক পাশে Constable – এর নিয়োগ হয়। আবার Assistant Command – পদে যোগদানের জন্য স্নাতক হওয়া জরুরী।

বয়স: গড় হিসাবে বলা যায় 18-25 বছরের মধ্যে প্রার্থীদের SSB – তে নিয়োগের জন্য যোগ্য বলে বিবেচিত করা হয়।

নাগরিকত্ব: SSB – তে যোগদানের জন্য ভারতীয় নাগরিকদের পাশাপাশি নেপালভুটানের নাগরিকরাও আবেদন করতে পারে।

Physical Standard Test Stage (PST) শারীরিক মাপ

Physical Std.মহিলা প্রার্থীদেরপুরুষ প্রার্থীদের
Height 157 cm165 cm
Weight46 কেজি (as per height)50 কেজি (as per height)

ক্লিক করে দেখবে: HS Pass Govt Job: উচ্চমাধ্যমিক পাশে কি কি সরকারি চাকরি আছে?

SSB Join Exam Details: নিয়োগ প্রক্রিয়ার ধাপসমূহ (SSB Recruitment)

SSB – তে নিয়োগ কয়েকটি ধাপে সম্পন্ন হয়ে থাকে, সেগুলি হল –

Physical Efficiency Test Stage (PET)

Physical Events For Female (মহিলা প্রার্থীদের ক্ষেত্রে)For Male (পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে)
100 মিটার দৌড়18 সেকেন্ড16 সেকেন্ড
800 মিটার দৌড়04 মিনিট 45 সেকেন্ড03 মিনিট 45 সেকেন্ড
লং জাম্প4.5 মিটার
শট পুট03 মিটার (03 chances)03 মিটার (03 chances)

Written Exam – Common Entrance test (CET)

SSB – তে নিয়োগের ধাপ হিসাবে প্রার্থীদের Exam দিতে হয়। এখানে General Knowledge, Numerical Ability, Logical Reasoning প্রভৃতি বিষয়গুলি থাকে।

Skill / Typing test (কম্পিউটার স্কিল টেস্ট)

নিয়োগের বিশেষ কিছু পোস্টে প্রার্থীদের Typing Test নেওয়া হয়। এ ব্যাপারে প্রসঙ্গত উল্লেখ্য প্রার্থীদের কম্পিউটার বিষয়ে Basic Knowledge থাকাটা বিশেষভাবে প্রয়োজন। টাইপিং স্পিড ইংরেজির ক্ষেত্রে (30 words/minute) এবং হিন্দির ক্ষেত্রে (35 words/minute) হওয়া প্রয়োজন।

Document Verification and Detailed Medical Examination (DME)

এ পর্যায়ে প্রার্থীদের Documents Check করা হয় এবং Medical পরীক্ষা নেওয়া হয়ে থাকে। তাই স্বাভাবিকভাবেই এটি নিয়োগের ক্ষেত্রে অন্যান্যগুলির মতই একটি গুরুত্বপূর্ণ ধাপ।

SSB – তে যোগদানের জন্য কোন পরীক্ষা দেবে?

তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি UPSC, SSC, SSB – এই তিনটি Agency – এর পরীক্ষার মাধ্যমে তোমরা SSB – তে যোগদান করতে পারো। Assistant Command, Assistant Sub Inspector পদের জন্য SSB – কর্তৃক আয়োজিত পরীক্ষায় তোমাদের অংশগ্রহণ করতে হবে।

অপরপক্ষে গ্রাউন্ড ডিউটি কনস্টেবল SSC GD পরীক্ষার মধ্যে নিয়োগ হয়ে থাকে। অফিসার রাঙ্ক সমস্ত পোস্ট UPSC IPS ক্যাডারের হয়ে থাকে।

দেখে নাও: SSC GD Exam, Eligibility: কেন্দ্রীয় বাহিনীতে চাকরির পরীক্ষা! যোগ্যতা কি লাগবে? পরীক্ষা পদ্ধতি সমস্ত তথ্য

SSB Duty & Salary (বেতন এবং অন্যান্য তথ্য)

প্রধান দায়িত্ব হল সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ কার্যকলাপ প্রতিরোধ করা এবং সীমান্তবাসীদের মধ্যে নিরাপত্তার অনুভূতি বজায় রাখা। বিশেষ ক্ষেত্রে সেন্ট্রাল রিজার্ভ ফোর্স হিসাবে ব্যবহার করা হয়।

SSB-এর কর্মীদের বেতন সপ্তম কেন্দ্রীয় বেতন কমিশন (7th CPC) অনুযায়ী নির্ধারিত হয় [45000 থেকে ৭০ হাজার পর্যন্ত]। মূল বেতনের পাশাপাশি কর্মীরা ডিএ (DA), এইচআরএ (HRA), রেশন মানি সহ অন্যান্য ভাতা পেয়ে থাকেন।

তথ্যলিংক
SSB অফিসিয়াল ওয়েবসাইট
(Sashastra Seema Bal | Govt. of India)
https://ssb.gov.in/
Defence সংক্রান্ত আরো তথ্যClick Here →

বিস্তারিত দেখো: IPS অফিসার কিভাবে হওয়া যায়? যোগ্যতা, পরীক্ষা সম্পূর্ণ গাইড (How to Become an IPS Officer)

SSB – নিয়ে সম্পূর্ণ তথ্য সমৃদ্ধ আজকের এই প্রতিবেদনটি এখানেই শেষ করছি, আশা করছি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর তোমরা এই প্রতিবেদন থেকে পেয়ে যাবে। এডুটিপস বাংলার ছাত্র-ছাত্রীদের পাশে আছে, সর্বতভাবে তাদের পড়াশোনা থেকে ক্যারিয়ারের সাহায্য করার জন্য।

Join Group

Telegram