অবশেষে প্রকাশিত হলো State Medical Faculty of West Bengal (SMFWBEE 2025 Result)। পরীক্ষার্থীরা সরাসরি অফিশিয়াল ওয়েবসাইটে (Official Website) প্রকাশিত Merit List (PDF) ডাউনলোড করে নিজেদের রোল নাম্বার (Roll Number) অনুযায়ী Rank চেক করতে পারবেন।
SMFWBEE Result 2025: রাজ্য প্যারামেডিকেল ফ্যাকাল্টি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হলো মেরিট লিস্ট
SMFWBEE 2025 পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল গত ২৭ জুলাই ২০২৫ (রবিবার)। পরীক্ষা সম্পূর্ণভাবে MCQ ভিত্তিক (100 Questions) ছিল এবং সময়সীমা ছিল ৩ ঘণ্টা (10.00 a.m – 1.00 p.m)।
| বিষয় | বিবরণ |
|---|---|
| পরীক্ষা নাম (Exam Name) | SMFWBEE 2025 (State Medical Faculty of West Bengal Entrance Exam) |
| পরীক্ষার তারিখ | ২৭ জুলাই ২০২৫ (রবিবার) |
| পরীক্ষার সময়সীমা | ৩ ঘণ্টা (10.00 a.m – 1.00 p.m) |
| ফল প্রকাশের তারিখ | ২৩ সেপ্টেম্বর ২০২৫ |
| ফলাফলের ধরন (Result Type) | Merit List in PDF (Roll-wise & Category-wise) |
| প্রকাশিত তালিকা | Combined Rank, Category-wise Rank (EWS, OBC-A, OBC-B, SC, ST, PH) |
পরবর্তী দেখো: Paramedical Course Details: প্যারামেডিকেল কোর্স ভর্তি? যোগ্যতা, ভর্তি পরীক্ষা, চাকরি সুবিধা দেখে নিন
কিভাবে রেজাল্ট দেখবেন? How to Check SMFWB Result Online?
অনেক পরীক্ষার্থী এখনো বিভ্রান্ত যে রেজাল্ট দেখতে হলে আলাদা করে লগইন করতে হবে কি না। এখানে স্পষ্ট করে বলা হয়েছে – কোনও লগইন প্রক্রিয়া নেই। সরাসরি অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে Merit List PDF ওপেন করতে হবে।
- কোনও লগইন প্রক্রিয়া নেই। সরাসরি অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে Merit List PDF ওপেন করতে হবে।
- লিস্টে নিজের Roll Number খুঁজে নিয়ে দেখা যাবে Combined Merit Rank (CML Rank) এবং নিজের Category Rank।
- আলাদা আলাদা ক্যাটাগরির জন্য পৃথক তালিকা দেওয়া হয়েছে যেমন: EWS, OBC-A, OBC-B, SC, ST, PH প্রভৃতি।
মিস করবে না: HS Science Student Career: সায়েন্স পড়ে ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল ছাড়াও সেরা ১০টি কেরিয়ার! দেখে নিন
অফিশিয়াল মেরিট লিস্টের লিঙ্কসমূহ (Merit List PDF)
নিচের টেবিলে দেওয়া লিঙ্ক থেকে সরাসরি রেজাল্ট PDF ডাউনলোড করা যাবে। রোল নম্বরভিত্তিক যে কম্বাইন মেরিট লিস্ট দেওয়া রয়েছে ওই হিসাবে সমস্ত ভর্তি প্রক্রিয়া এবং কাউন্সিলিং হবে, তাই প্রথমে মেরিট লিস্ট টা দেখে নিলেই হয়ে যাবে।
| Merit List | Download Link |
|---|---|
| Roll Number-Wise Combined Merit List (Main) | Download PDF |
| অফিসিয়াল ওয়েবসাইট → | https://www.smfwb.in/ |
| EWS Candidates Merit List | Download PDF |
| OBC-A Candidates Merit List | Download PDF |
| OBC-B Candidates Merit List | Download PDF |
| SC Candidates Merit List | Download PDF |
| ST Candidates Merit List | Download PDF |
| PH Candidates Merit List | Download PDF |
অবশ্যই দেখবে: B.Pharm D.Pharm Career: ডি-ফার্ম নাকি বি-ফার্ম কোনটা ভালো? আগে চাকরি? ফার্মেসি কোর্স ভর্তি দেখে নিন
SMFWB EE 2025 পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে এবং পরীক্ষার্থীদের রোল নাম্বার অনুযায়ী মেরিট লিস্ট থেকে র্যাঙ্ক দেখে নিতে হবে। আগামী দিনে অফিসিয়াল ওয়েবসাইটে কাটঅফ (Cut-off) এবং কাউন্সেলিং (Counselling) সম্পর্কিত বিস্তারিত বিজ্ঞপ্তিও প্রকাশ করা হবে। পরবর্তীকালে ভর্তি সংক্রান্ত এবং কাউন্সিলিং এর আপডেট আমরা আপনাদের পৌঁছে দেব।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »




