প্রতি বছর জানুয়ারি মাসে নতুন শিক্ষাবর্ষ শুরু হওয়ার সাথে সাথে বুক লিস্ট প্রকাশ করা হয়। এই বুক লিস্টের মাধ্যমেই ছাত্রছাত্রীরা পুরো বছরের জন্য কোন বইগুলি পড়বে, কোনগুলো কিনতে হবে এবং কোনগুলো স্কুল বা পর্ষদ থেকে পাওয়া যাবে, তা নির্ধারিত হয়। এটি ছাত্রছাত্রীদের পড়াশোনা সুশৃঙ্খলভাবে শুরু করার অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ।
এবার এই বুক লিস্ট (Book List 2026) বা পুস্তক তালিকা সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করেছে মধ্যশিক্ষা পর্ষদ, যা স্কুলগুলিকে অবশ্যই মেনে চলতে হবে এবং ছাত্র-ছাত্রীদের তাতে সুবিধা হবে। বিস্তারিত নোটিফিকেশন সহ সহজ করে দেখে নিন।
WB School Book List 2026: বুক লিস্ট নিয়ে মধ্যশিক্ষা পর্ষদের গুরুত্বপূর্ণ নির্দেশ
অষ্টম শ্রেণী পর্যন্ত সমস্ত বই স্কুল থেকে বিনামূল্যে দেয়া হয়। নবম ও দশম শ্রেণিতে বাংলা, ইংরেজি ও গণিত বইগুলি বোর্ড থেকে বিনামূল্যে পাওয়া যায়, কিন্তু ইতিহাস, ভূগোল, ভৌত বিজ্ঞান (Physical Science), জীবন বিজ্ঞান (Life Science)—এই চারটি বই ছাত্রছাত্রীদের কিনতে হয়। তাই এখানে ভুল বই ক্রয় করা বা পুরনো সংস্করণের বই কেনা ছাত্রছাত্রীদের ক্ষতি করতে পারে।
এই কারণেই West Bengal Board of Secondary Education (WBBSE) এবছর কড়া নির্দেশ জারি করেছে— স্কুলগুলিকে শুধুমাত্র ২০২৫ সালের T.B. No. যুক্ত বই দিয়ে বুক লিস্ট তৈরি করতে হবে। আগের বছরের অনুমোদিত বই প্রকাশ করলে তা গ্রহণযোগ্য হবে না।
ক্লিক করে দেখুন: Student Bank Account: পড়ুয়াদের জন্য কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভালো? স্কলারশিপ ও অন্যান্য সুবিধা
WBBSE-এর নতুন নির্দেশ: স্কুলগুলিকে মেনে চলতেই হবে
মাধ্যমিক স্তরে মানসম্মত ও একক পাঠ্যবই ব্যবহারের মাধ্যমে শিক্ষার মান সমতা বজায় রাখা অত্যন্ত জরুরি। অনেক সময় দেখা যায় কিছু প্রতিষ্ঠান আগের বছরের বই বা অপ্রমাণিত বই বুক লিস্টে অন্তর্ভুক্ত করে, যার ফলে ছাত্রছাত্রীরা বিভ্রান্ত হয় এবং পরীক্ষার সিলেবাসেও সমস্যা তৈরি হয়।
- নবম ও দশম শ্রেণির বুক লিস্টে শুধুমাত্র ২০২৫ সালে WBBSE অনুমোদিত (T.B. No.) বই রাখতে হবে।
- আগের বছরের বই বা T.B. No. ছাড়া অন্য কোন বই রাখা চলবে না।
- ছাত্রছাত্রীদের সঠিক পাঠ্যবই নিশ্চিত করতে স্কুলগুলিকে এই নির্দেশ অবশ্যই অনুসরণ করতে হবে।
এজন্য ২০২৫ সালে প্রকাশিত নতুন তালিকায় যেসব বইকে অফিসিয়াল Text Book Number (T.B. No.) প্রদান করা হয়েছে, সেগুলিকেই বুক লিস্টে রাখা বাধ্যতামূলক করা হয়েছে। এই নির্দেশের মাধ্যমে পর্ষদ নিশ্চিত করতে চাইছে যাতে প্রতিটি ছাত্রছাত্রী একই মানের বই পড়ে এবং কোনভাবে ক্ষতিগ্রস্ত না হয়।
অবশ্যই দেখবেন: WB Govt Holiday List 2026 সালের রাজ্য সরকারি ছুটির তালিকা প্রকাশ!
অফিসিয়াল নোটিশ ও তথ্য
NOTIFICATION REGARDING PUBLICATION OF BOOK LIST FOR CLASSES IX AND X| বিষয় | ডাউনলোড |
|---|---|
| নোটিশ নম্বর: D. S. (Aca) /885/T83/2 তারিখ: 05/12/2025 | ↓ Download |
অবশ্যই দেখুন: Yogyashree Scheme: যোগ্যশ্রী প্রকল্পে বিনামূল্যে WBJEE, NEET প্রস্তুতি, সাথে মাসে ৩০০ টাকা! আবেদন চলছে
শিক্ষার্থীদের অসুবিধা দূর করতে এবং শিক্ষার মান বজায় রাখতেই সব বিদ্যালয়কে সরকারি নির্দেশ কঠোরভাবে পালন করার অনুরোধ জানানো হচ্ছে যাতে একাডেমিক বছরটি সুষ্ঠু ও সফলভাবে শুরু করা যায়।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »


