RRB Technician Recruitment 2025: ফের দেশজুড়ে সকল চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। ভারতীয় রেলের তরফ থেকে সম্প্রতি বিভিন্ন জেলায় নয়া কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। পশ্চিমবঙ্গের জুড়ে সব জেলার ইচ্ছুক পুরুষ বা মহিলা প্রার্থীরা আবেদন করতে পারেন। কীভাবে আবেদন করবেন এবং প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা সহ বিভিন্ন মানদন্ড নিচে বিস্তারিত আলোচনা করা হল।
রেলওয়ে টেকনিশিয়ান নিয়োগ (RRB Technician Recruitment RRBApply)
ভারতীয় রেলের তরফ থেকে Technician Grade 1 & Grade 3 মূলত এই দুটি পদেই ইচ্ছুক প্রার্থী নিয়োগ করা হবে। মোট শূন্যপদ (Vacancy) সব মিলিয়ে মোট ৯১৪৪ টি শূন্যপদের ভিত্তিতে ভারতীয় রেলে Technician Grade 1 & Grade 3 প্রার্থী নিয়োগ করা হবে।
বিষয় | বিস্তারিত |
---|---|
পদের নাম | Technician Grade 1 & Grade 3 |
শূন্যপদ | 9144 টি |
আবেদনের শেষ তারিখ | 7ই আগস্ট (07/08/2025) |
শিক্ষাগত যোগ্যতা (Eligibility)
দুটি ভিন্ন পদের জন্য মূলত দুটি ভিন্ন রকমের যোগ্যতা প্রয়োজন হবে।
- Technician grade 1: এই পদের জন্য ইচ্ছুক প্রার্থীদের বিজ্ঞান বিষয়ের যেকোন বিভাগে স্নাতক করতে হবে অথবা ইঞ্জিনিয়ারিং বিভাগে নূন্যতম ডিপ্লোমা বা গ্রাজুয়েশন ডিগ্রি থাকলেই এই পদের জন্য আবেদন করা যাবে।
- Technician grade 3: এই পদের জন্য ইচ্ছুক প্রার্থীদের নূন্যতম মাধ্যমিক পাসের পর কোন বিভাগে ITI র ডিপ্লোমার ডিগ্রি থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা: এই পদে আবেদনের জন্য ইচ্ছুক প্রার্থীদের বয়সসীমা ১৮ থেকে ৩৬ বছরের মধ্যে ধার্য করা হয়েছে। পাশাপাশি সংরক্ষণ শ্রেণীর জন্য বয়সের ক্ষেত্রে বিশেষ ছাড় আছে।
অবশ্যই দেখবে: RRB NTPC: রেলওয়েতে নন টেকনিক্যাল চাকরি! স্টেশন মাস্টার থেকে টিকিট ক্লার্ক, জেনে নাও যোগ্যতা
আবেদন পদ্ধতি (RRB Technician Application Process @rrbapply.gov.in)
ইচ্ছুক প্রার্থীরা অনলাইন মাধ্যমেই আবেদন করতে পারেন। অনলাইনে আবেদনের ক্ষেত্রে প্রথমে প্রার্থীকে ভারতীয় রেল রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল পোর্টালে যেতে হবে। এরপর প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করলে এবং সকল দরকারী তথ্য সাবধানতার সঙ্গে ফিলাপ করবেন। প্রয়োজনীয় নথিগুলি স্ক্যান করে আবেদন ফি জমা করে আবেদন সম্পূর্ণ করবেন।
আবেদন ফি (Application Fee)
সংরক্ষণ শ্রেণী, মহিলা ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি বাবদ ২৫০ টাকা ধার্য করা হয়েছে। অন্যান্য অসংরক্ষিত শ্রেণীর (OBC, General) জন্য আবেদন বাবদ মূল্য ৫০০ টাকা রাখা হয়েছে।
মিস করবে না: Station Master Eligibility, Exam: ভারতীয় রেলে স্টেশন মাস্টার হতে চাও! যোগ্যতা, পরীক্ষা সমস্ত দেখে নাও
মাসিক বেতন (Salary)
Grade 1 technician পদের জন্য প্রার্থীর মাসিক বেতন হবে ২৯,২০০/- অন্যদিকে Grade 3 technician পদে আবেদনের জন্য প্রার্থীর মাসিক বেতন হবে ১৯,৯০০/- টাকা।
অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি (Official Notification) | Download PDF |
অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করুন | https://www.rrbapply.gov.in/ |
অবশ্যই দেখবে: Railway NTPC Previous Year Question in Bengali: রেলওয়ে এনটিপিসি পরীক্ষা প্রশ্নপত্র বাংলাতে! ডাউনলোড
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »