Rail Group-D Apply: মাধ্যমিক পাশে রেলে ৩২ হাজার নিয়োগ, বিজ্ঞপ্তি প্রকাশ! আবেদন, গুরুত্বপূর্ণ তারিখ দেখে নিন

Dibyendu Dutta

Published on:

RRB Group D Notification Apply Start

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) ২০২৫ সালে গ্রুপ-ডি পদে ৩২,৪৩৮ জন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগ প্রক্রিয়া মাধ্যমে মাধ্যমিক পাশ থেকে শুরু করে বিভিন্ন যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ সৃষ্টি হয়েছে। নিচে গুরুত্বপূর্ণ তথ্যগুলো বিস্তারিত আলোচনা করা হয়েছে।

Railway Group-D Recruitment 2025: ভারতীয় রেলে গ্রুপ ডি নিয়োগ!

এই নিয়োগ প্রক্রিয়ায় পয়েন্টসম্যান, সহকারী, ট্র্যাক রক্ষণাবেক্ষণকারী, মেকানিক, টেকনিশিয়ান সহ বিভিন্ন পদে আবেদন করা যাবে। পুরুষ ও মহিলা উভয়ই আবেদন করতে পারবেন। এই নিয়োগে মোট ৩২,৪৩৮ জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে

কার্যক্রমতারিখ ও সময়
অফিসিয়াল বিজ্ঞপ্তি নম্বরCEN No. 08/2024
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ২২ জানুয়ারি ২০২৫
অনলাইনে আবেদন শুরুর তারিখ২৩ জানুয়ারি ২০২৫ (রাত ১২:০০ টা)
আবেদনের শেষ তারিখ২২ ফেব্রুয়ারি ২০২৫ (রাত ১১:৫৯ টা)
আবেদন ফি প্রদানের শেষ সময়২৩ ফেব্রুয়ারি ২০২৫ থেকে ২৪ ফেব্রুয়ারি ২০২৫
সংশোধনের শেষ তারিখ২৫ ফেব্রুয়ারি ২০২৫ থেকে ৬ মার্চ ২০২৫

যোগ্যতা (Eligibility)

১. প্রার্থীকে মাধ্যমিক পাশ হতে হবে। আইটিআই পাশ থাকলে অগ্রাধিকার দেওয়া হবে, তবে এটি বাধ্যতামূলক নয়। ২. বয়সসীমা: ১৮ থেকে ৩৬ বছর। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য বয়সে ছাড় প্রযোজ্য।

বেতন কাঠামো

কেন্দ্রীয় সরকারের লেভেল-১ পে স্কেল অনুযায়ী, নিযুক্ত প্রার্থীরা প্রতি মাসে ন্যূনতম ১৮,০০০ টাকা মূল বেতন পাবেন। এছাড়া বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা দেওয়া হবে।

পরবর্তী দেখবে: Railway Ticket Collector: ট্রেনে TTE কিভাবে হওয়া যায়? বেতন, বয়স, যোগ্যতা সবকিছু দেখে নিন

নিয়োগ প্রক্রিয়া (Recruitment Process)

নিয়োগ প্রক্রিয়া তিনটি ধাপে সম্পন্ন হবে: ১. কম্পিউটার বেসড লিখিত পরীক্ষা (১০০ নম্বর)। ২. শারীরিক দক্ষতা পরীক্ষা। ৩. ডকুমেন্ট ভেরিফিকেশন ও মেডিকেল পরীক্ষা।

লিখিত পরীক্ষার সিলেবাস

বিষয়নম্বর
জেনারেল সাইন্স২৫
গণিত২৫
রিজনিং৩০
জেনারেল অ্যাওয়ারনেস ও কারেন্ট অ্যাফেয়ার্স২০
মোট১০০

রেলওয়ে গ্রুপ-ডি নিয়োগ ২০২৫ হল একটি সুবর্ণ সুযোগ, বিশেষ করে যাঁরা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাঁদের জন্য। আপনার আবেদন সফল হোক!

অফিসিয়াল বিজ্ঞপ্তিDownload PDF
আবেদন অনলাইন পোর্টালrrbapply.gov.in

অবশ্যই দেখবে: ভারতীয় রেলে কি কি চাকরি রয়েছে? টেকনিক্যাল, নন টেকনিক্যাল, অফিসার – সমস্ত তথ্য দেখে নাও

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram