প্রত্যেক দিনই নতুন নতুন বিষয় তোমাদের সঙ্গে আলোচনা করি তবে আজকের আলোচনার বিষয়টি একটু অন্যরকম। তোমাদের মধ্যে অনেক ছাত্র ছাত্রীরা রয়েছে শারীরিকভাবে বিশেষ সক্ষম বা শারীরিক কোন ভাবে অসমর্থ। কি ভাবে ফিজিক্যাল ডিসএবিলিটি বা অক্ষমতার সার্টিফিকেট বানাতে পারবে?
তারা যদি নিম্নলিখিত উপায় গুলি অবলম্বন করে কোন মেডিকেল অফিসার কিংবা হসপিটালে যোগাযোগ করতে পারে সেক্ষেত্রে তারা তাদের শতাংশ অনুসারে প্রতিবন্ধী কিংবা ডিসেবিলিটি সার্টিফিকেট পেয়ে যেতে পারে। তো কিভাবে আবেদন করতে পারবে? আবেদন করলে কি কি সুবিধা রয়েছে নিয়ে আজকে এই প্রতিবেদন।
Disability Certificate Eligibility Criteria: প্রতিবন্ধী সার্টিফিকেট পাওয়ার যোগ্যতা
আবেদনের জন্য প্রার্থীকে অবশ্যই ভারতের স্থায়ী নাগরিক হতে হবে। আবেদনের ক্ষেত্রে প্রার্থীর শারীরিক প্রতিবন্ধীকতার পরিমাণ মানসিক ক্ষেত্রে 35 শতাংশ, অর্থপেডিকের ক্ষেত্রে ৪০ শতাংশ, বধিরতার ক্ষেত্রে ৯০ থেকে ১০০ ডি বি, এবং দৃষ্টি শক্তি প্রতিবন্ধকতার দিক থেকে নব্বই শতাংশ হতে হবে।
Documents Required: কি কি কাগজ লাগবে?
- স্থানীয় স্বাস্থ্য কেন্দ্র থেকে প্রার্থীর জন্য রেফারেল কার্ড।
- প্রার্থীর নিজস্ব পাসপোর্ট সাইজের দুটি রঙিন ছবি।
- প্রার্থীর নিজস্ব জাতীয় আইডি (আধার কার্ড বা ভোটার কার্ড) এবং ঠিকানার যথাযথ প্রমাণ।
আরো দেখুন: Online Residential Certificate: বিনামূল্যে স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট বের করুন মোবাইলে!
Westbengal Disability Certificate Process: কিভাবে সার্টিফিকেট পেতে পারেন?
প্রথমত শারীরিক অক্ষমতার পরীক্ষার জন্য আপনার বাড়ির নিকটস্থ সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যান এবং আপনার শারীরিক অবস্থা নিয়ে মূল্যায়ন করুন। বিশেষ ক্ষেত্রে প্রতিবন্ধী প্রার্থীরা যদি হসপিটালে উপস্থিত না হতে পারে সেক্ষেত্রে বাড়ির লোকেরা সঠিকভাবে প্রার্থীর শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা করতে পারেন।
এক্ষেত্রে যে সকল গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলো নিয়ে যেতে হবে মেডিকেল রিপোর্টের ভিত্তিতে এবং ভেরিফিকেশন এর সময় কি কি ডকুমেন্ট লাগতে পারে হাসপাতালে কর্মীদের থেকে জেনে নেওয়া উচিত।
Online Application for Pratibandhi Certificate: কীভাবে অনলাইনে প্রতিবন্ধী সার্টিফিকেট আবেদন?
আপনারা নিকটবর্তী অনলাইন সাইবার ক্যাফে বা বাংলা সহায়তা কেন্দ্রতে যোগাযোগ করতে পারেন এই বিষয়ে বিনামূল্যে আবেদনের জন্য।
- সার্টিফিকেটের জন্য প্রথমে আপনাদের অফিসিয়াল ওয়েবসাইট icon.wbhealth.gov.in প্রবেশ করতে হবে এবং Apply Disability Certificate অপশনে ক্লিক করতে হবে।
- এর পরবর্তীতে মোবাইল নাম্বার বসিয়ে লগইন করলেই আপনার সামনে আবেদন পত্রটি খুলে যাবে এবং চারটি ধাপে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
- আবেদন প্রক্রিয়া সম্পন্ন হলে আপনি একটি এনরোলমেন্ট নম্বর পাবেন আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করতে পারেন।
মিস করবেন না: Central SC/ST/OBC সার্টিফিকেট কি করে বানাবেন? কোথায় ফর্ম পাবেন, কি কি লাগবে?
প্রতিবন্ধী সার্টিফিকেট থাকলে কি কি সুযোগ সুবিধা পাবেন?
শিক্ষা এবং চাকরি ক্ষেত্রে অনেক কম নম্বরে সুযোগ পাবেন। প্রতিবন্ধীদের জন্য আলাদা করে সিট রিজার্ভেশন থাকে। তার পাশাপাশি, বিশেষভাবে অক্ষমদের সরকারি তরফ থেকেও ভাতা সহ প্রত্যেক মাসে নানান সুযোগ সুবিধা দেওয়া হয়ে থাকে।
অবশ্যই এটা খুব কম সংখ্যক ছাত্রছাত্রীর উপকারে লাগবে, তবুও যাতে সমস্ত ছাত্র-ছাত্রী সব রকম সুযোগ-সুবিধা পেয়ে শিক্ষার আলোতে আসতে পারে। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা, অবশ্যই শেয়ার করে দেবেন।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »