মাঝে মধ্যে শুনেছ “ওই দাদা PhD করছে”, “PhD অনেক বড় ডিগ্রী”– PhD! এই শব্দটার সঙ্গে হয়তো তোমরা কেউ কেউ পরিচিত। PhD করতে গেলে কোন পরীক্ষা দিতে হয়, খরচই বা কত ইত্যাদি নানা প্রশ্ন ঘুরপাক খায়। আজকের মনে ঘুরপাক খাওয়া সেইসমস্ত প্রশ্নের উত্তর থাকবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য সম্পন্ন এই প্রতিবেদনটির কোন অংশ Miss না করতে চাইলে সম্পূর্ন ধৈর্য সহকারে পড়তে হবে।
PhD কী? PhD করতে হলে কী কী লাগে? (What is PhD)
PhD (ডক্টর অফ ফিলসফি – Doctor of Philosophy) হল পড়াশোনার সবচেয়ে উঁচু স্তরের একটা ডিগ্রি, যেটা তুমি মাস্টার্সের (Master’s – স্নাতকোত্তর) পর করতে পারো। এটা শুধু পাশ করার জন্য নয়, এটা একেবারে গবেষণাভিত্তিক (রিসার্চ) পড়াশোনা। মানে, তুমি নিজে একটা বিষয় নিয়ে নতুন কিছু ভাববে, লিখবে, প্রমাণ করবে। সাধারণভাবে কোন ব্যক্তি সংশ্লিষ্ট যে বিষয়ে পারদর্শী হন তিনি সেই বিষয়ে PhD করার জন্য আবেদন করতে পারেন।
PhD -করার যোগ্যতা (Eligibility Qualification)
PhD করতে গেলে তোমাদের অবশ্যই কিছু যোগ্যতা পূরণ করতে হবে, সেগুলি হল –
- স্নাতকোত্তর স্তরে ন্যূনতম 50% নম্বর থাকতে হবে।
- তোমাদের যদি 04 বছরের স্নাতক ডিগ্রী হয় এবং সেক্ষেত্রে যদি ন্যূনতম 75% নম্বর থাকে তাহলে তোমাদের আলাদা করে স্নাতকোত্তর করতে হবে না। এক্ষেত্রে তোমরা সরাসরি PhD করার সুযোগ পাবে।
বিষয় | তথ্য |
---|---|
ন্যূনতম পড়াশোনা | মাস্টার্স (Master’s – স্নাতকোত্তর) পাশ |
নম্বর | সাধারণত ৫৫% বা তার বেশি (SC/ST-এর জন্য ৫০%) |
প্রবেশিকা পরীক্ষা | UGC-NET, GATE, SET বা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরীক্ষা |
ইন্টারভিউ | হ্যাঁ, প্রায় সব জায়গাতেই হয় |
গবেষণা প্রস্তাব | একটা রিসার্চ প্ল্যান বা রোডম্যাপ দিতে হয় |
মিস করবে না: HS Science Student Career: সায়েন্স পড়ে ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল ছাড়াও সেরা ১০টি কেরিয়ার!
PhD করার জন্য কোন পরীক্ষা দিতে হয়?
তোমাদের সুবিধার্থে বলে রাখি PhD করার জন্য NET পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। রাজ্যের মধ্যে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে PhD করতে গেলে SET পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তোমাদের।
খরচ: PhD – করার খরচ শিক্ষাপ্রতিষ্ঠান অনুযায়ী হয়ে থাকে। প্রসঙ্গত উল্লেখ্য, NET পরীক্ষার মাধ্যমে যদি তোমরা JRF (Junior Research Fellowship) পাও তবে প্রতি মাসে 30000 – 40000 টাকা Fellowship – হিসাবে পেয়ে যাবে যা PhD করবার খরচ হিসাবে তোমরা ব্যবহার করতে পারবে।
কোর্সের সময়সীমা: PhD কোর্স 03/05 বছরের হয়ে থাকে। এক্ষেত্রে যারা JRF পায় তারা সর্বোচ্চ 05 বছর পর্যন্ত সময় পাবে Phd করার জন্য।
বিষয় | তথ্য |
---|---|
সময়কাল | কমপক্ষে ৩ বছর, সাধারণত ৩-৬ বছর |
বৃত্তি (Scholarship) | UGC JRF, CSIR, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব স্কলারশিপ ইত্যাদি |
অবশ্যই দেখবে: GATE Exam: IIT/NIT মাস্টার ডিগ্রী, PhD, PSUতে চাকরি! গেট পরীক্ষার যোগ্যতা ও সুযোগ সুবিধা
PhD করলে কী লাভ? (Future & Opportunities)
তোমাদের জানিয়ে রাখি NET পরীক্ষা Crack করলেই তোমরা Assistant Professor – হিসাবে এর আবেদন করার জন্য যোগ্য হয়ে যাবে। এছাড়াও PhD করার পরবর্তীতে তোমরা Researcher, Lecturer হিসাবে কর্মজীবন শুরু করতে পারো।
- বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হওয়ার সুযোগ
- গবেষণার মাধ্যমে জ্ঞান ও সম্মান
- ভালো বেতনের চাকরি, বিদেশে পড়াশোনা বা গবেষণার সুযোগ।
আরো দেখবে: How to Become Professor: প্রফেসর কিভাবে হবে? কতদূর পড়তে হয়? যোগ্যতা পরীক্ষা সবকিছু
যদি তুমি কোনও বিষয় নিয়ে গভীরে জানতে চাও, রিসার্চ করতে চাও এবং সমাজে করতে চাও নিজে কিছু নতুন দিতে চাও, তাহলে PhD তোমার জন্য দারুণ একটা পথ। আশা করছি আজকের এই প্রতিবেদনের মাধ্যমে তোমরা তোমাদের মনের যাবতীয় প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এরকম গুরুত্বপূর্ণ পোস্ট সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করতে পারো।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »