Panchayat Secretary: পঞ্চায়েত ‘সচিব’ হতে কি নিয়ে পড়তে হয়? যোগ্যতা, পরীক্ষা ও বেতন দেখে নিন

Arpita Paul

Published on:

Gram Panchayat Secretary Eligiblity, Exam Details

জনপ্রিয় ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’-এর ‘সচিব জি’ চরিত্রটি এখন তরুণ-তরুণীদের মন জয় করে নিয়েছে। বাস্তব জীবনেও “পঞ্চায়েত সেক্রেটারি” (Panchayat Secretary) বা “গ্রাম সচিব” একটি সরকারি, দায়িত্বপূর্ণ এবং সম্মানজনক পদ। কীভাবে এই পদে নিযুক্ত হওয়া যায়, কী কী যোগ্যতা লাগে, কোন পরীক্ষা দিতে হয় এবং কীভাবে আবেদন করবেন? এই প্রতিবেদনে আমরা বিস্তারিতভাবে ব্যাখ্যা করব।

How to Become Panchayat Secretary: পঞ্চায়েত সেক্রেটারি কিভাবে হওয়া যায়?

পঞ্চায়েত সেক্রেটারি হলেন একজন সরকারি কর্মচারী যিনি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন প্রশাসনিক কাজ পরিচালনা করেন। গ্রাম সভার বৈঠক আয়োজন, সভার কার্যবিবরণী (Meeting Minutes) রেকর্ড রাখা, সরকারি প্রকল্পের বাস্তবায়নে সাহায্য করা এবং স্থানীয় স্তরের উন্নয়নমূলক কাজ তদারকি করা। এছাড়াও পঞ্চায়েত অফিসের রেজিস্টার সংরক্ষণ এবং তথ্য আপডেট রাখা, এবং সংশ্লিষ্ট ব্লকে (BDO Office) নিয়মিত রিপোর্ট করার দায়িত্বে থাকেন

WB Panchayat Secretary Eligibility Quatification: শিক্ষাগত যোগ্যতা, বয়স

বিষয়বিস্তারিত
শিক্ষাগত যোগ্যতাউচ্চমাধ্যমিক (Higher Secondary) বা সমতুল্য উত্তীর্ণ
কম্পিউটার জ্ঞানস্বীকৃত সংস্থা থেকে অন্তত ৬ মাসের কম্পিউটার কোর্স আবশ্যিক
বয়সসীমা১৮ – ৪০ বছর (SC/ST/OBC-দের জন্য সরকার নির্ধারিত ছাড় প্রযোজ্য)
নাগরিকত্বপ্রার্থীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে
ভাষাগত দক্ষতাবাংলা ভাষায় পড়া ও লেখার দক্ষতা আবশ্যক

সমস্ত দেখুন: Gram Panchayat Job: পঞ্চায়েতে চাকরি কিভাবে পাবে? বিভিন্ন পদের শিক্ষাগত যোগ‍্যতা ও বেতন! দেখে নিন

Selection Process: নিয়োগ প্রক্রিয়া পরীক্ষা, আবেদন ও অন্যান্য তথ্য

পশ্চিমবঙ্গ পঞ্চায়েতি রাজ ও গ্রামীণ উন্নয়ন বিভাগ (WBPRD) বা সংশ্লিষ্ট কমিশন নিয়োগের ব্যবস্থা করে। যদিও প্রত্যেক বছর এর জন্য পরীক্ষা হয় না, কয়েক বছর অন্তর অন্তর এর জন্য ভ্যাকেন্সি বের হয়। পুরো নিয়োগ প্রক্রিয়া নিম্নরূপ:

  1. লিখিত পরীক্ষা (Written Test)
    • সাধারণ জ্ঞান (General Knowledge)
    • গণিত (Mathematics)
    • বাংলা ও ইংরেজি ভাষা (Language Skill)
  2. ইন্টারভিউ (Interview/Personality Test)
  3. ডকুমেন্ট যাচাই (Document Verification): মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সার্টিফিকেট, কম্পিউটার কোর্স সার্টিফিকেট, আইডি প্রুফ, বাসিন্দা প্রমাণপত্র, সম্প্রতি তোলা ছবি ইত্যাদি

আরো দেখবেন: WB Gram Panchayat Syllabus PDF (Secretary, Sahayak): পঞ্চায়েত পরীক্ষার সিলেবাস, ডাউনলোড!

Panchayat Secretary Salary: বেতন কাঠামো ও সুযোগ সুবিধা

বেতন স্কেল Level 6, Pay Rs.22700/- to Rs.58500/- অনুযায়ী গ্রাম পঞ্চায়েত হিসাবের হয়ে থাকে, চাকরির অভিজ্ঞতা বাড়ার সঙ্গে সঙ্গে ইনক্রিমেন্ট অনুযায়ী বেতনও বাড়ে। এছাড়াও অন্যান্য সুবিধা DA, HRA, মেডিক্যাল সুবিধা, পেনশন, ছুটি প্রভৃতি এর সঙ্গে যুক্ত থাকে।

তথ্যলিংক
সমস্ত অফিসিয়াল তথ্য (পরীক্ষা): Secretary of Gram Panchayat, WBPRMS on Feb 2, 2024↓ Download PDF
West Bengal Panchayat Recruitment অফিসিয়াল ওয়েবসাইটhttps://wbprms.in/

দেখে নিন: WBCS Exam: কিভাবে WBCS হবে? সিভিল সার্ভিস পরীক্ষা, যোগ্যতা খুঁটিনাটি তথ্য থেকে পদের নাম!

বর্তমানে গ্রামের উন্নয়নে ও সরকারি প্রকল্পের বাস্তবায়নে পঞ্চায়েত সচিবদের অবদান গুরুত্বপূর্ণ। ‘পঞ্চায়েত’ সিরিজের সচিব জির মতো আপনিও হতে পারেন গ্রামের প্রশাসনিক মুখ, যদি আপনি প্রস্তুতি নেন আজ থেকেই। তাই আর দেরি না করে এখনই প্রস্তুতি শুরু করুন!

Join Group

Telegram