Taruner Swapna Scheme 2025 (ট্যাবের টাকা) তরুণের স্বপ্ন প্রকল্প!

Follow Share

পশ্চিমবঙ্গের একাদশ শ্রেণী (Class 11) পড়ুয়াদের জন্য বিনামূল্যে ট্যাবলেট বা মোবাইল কেনার 10 হাজার টাকা অনুদানতরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে  ডিজিটাল শিক্ষার প্রসার – সরকার থেকে স্কুল সমস্ত কিছু খুঁটিনাটি আপডেট পাবেন!

Taruner Swapna Prakalpa 2025: Tab er Taka ₹10000

অবশেষে তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে – জেলা শিক্ষা দপ্তর থেকে সমস্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের কাছে এই বিষয়ের নির্দেশ পাঠানো হয়েছে তারা যেন ছাত্রছাত্রীদের জানিয়ে দেয়, তার পাশাপাশি ট্যাবের টাকা ছাড়ার কয়েক দিনের মধ্যেই তাদের ব্যাংক অ্যাকাউন্টে 10000 টাকা ক্রেডিট হয়ে যাবে।

কাজেই ছাত্র-ছাত্রীরা ট্যাবের টাকা হাতে পেয়ে যাবে। সমস্ত আপডেট খুঁটিনাটি পেতে অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকো, মন দিয়ে পড়াশোনা কর। #TarunerSwapna #TaberTaka #Westbengal