পশ্চিমবঙ্গের সমস্ত OBC ক্যাটাগরির অন্তর্গত সাধারণ মানুষদের প্রত্যেককে তাদের OBC সার্টিফিকেট আবার নতুন ভাবে আপডেট করতে হবে। যাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে তাদের এবং যারা নতুন ওবিসি ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হয়েছে তাদের কাস্ট সার্টিফিকেট Re-Validation এবং Re-issue করতে হবে। কোনটি কাদের করতে হবে? সমস্ত কিছু জানাবো আজকের এই প্রতিবেদনে এবং কিভাবে আপনার সার্টিফিকেটে আপডেট করবেন সে সম্পর্কেও বিস্তারিত আলোচনা করা হয়েছে।
কাস্ট সার্টিফিকেট পুনঃ বৈধকরণ ও পুনঃপ্রদান (WB OBC Certificate Re-validation & Re-issue)
এবার প্রথমেই দেখে নেওয়া যাক কাদেরকে তাদের OBC সার্টিফিকেট Re-validation এবং Re-issue করতে হবে।
পুনঃ বৈধকরণ (Re-validation): যে ৬৪-টি সম্প্রদায় আগে থেকেই ওবিসি তালিকার অন্তর্ভুক্ত এবং যাদের নন-ক্রিমি লেয়ার (NCL) স্ট্যাটাস অব্যাহত রয়েছে, তাদের সার্টিফিকেট পুনঃ বৈধকরণ (Revalidation) করতে হবে। অর্থাৎ যারা OBC-A কিংবা OBC-B শ্রেণীর অন্তর্ভুক্ত তাদের সকলকেই Revalidation করতে হবে এছাড়াও যারা OBC-A থেকে OBC-B বা OBC-B থেকে OBC-A তে পরিবর্তন হয়েছে তাদেরকেও Revalidation করতে হবে।
পুনঃপ্রদান (Re-issue): যে ৭৪টি সম্প্রদায়ের নাম তালিকা থেকে সাময়িকভাবে বাতিল করা হয়েছিল, কিন্তু এখন আবার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে, তাদের নতুন করে সার্টিফিকেটের জন্য নিম্নলিখিত সমস্ত তথ্য সহ আবেদন করতে হবে এবং তাদের সার্টিফিকেট Re-issue করতে হবে।
*** এক্ষেত্র যেসকল জেনারেল প্রার্থীদের নতুন করে OBC লিস্টে অন্তর্ভুক্ত করা হয়েছে তাদেরকে নতুন সার্টিফিকেট করার জন্য আবেদন করতে হবে।
অবশ্যই দেখুন: Westbengal OBC List 2025: পশ্চিমবঙ্গের নতুন ওবিসি তালিকা 2025, OBC-A, OBC-B কারা বাদ? নতুন PDF লিস্ট
Westbengal OBC সার্টিফিকেট Re-validation প্রক্রিয়া (Com[lete Process)
জাতিগত শংসাপত্র (Caste Certificate) আবার বৈধ করতে হলে প্রথমে Caste Certificate Portal-এ গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। এর সঙ্গে নিজের ও বাবার ভোটার কার্ড, বসবাসের প্রমাণপত্র, গত তিন বছরের আয়ের সার্টিফিকেট (B.D.O./Municipality অফিস থেকে), দুইজন সাক্ষীর ভোটার কার্ড এবং মূল শংসাপত্র জমা দিতে হবে।
২০১০ সালের আগের তালিকাভুক্ত জাতির জন্য আবেদন করতে হবে S.D.O. অফিসে, আর ২০১০ সালের পরের ক্ষেত্রে জমা দিতে হবে B.D.O. অফিসে। যাদের আগে অনলাইন নম্বর হয়নি, তাদের নতুন করে আবেদন করতে হবে।
মনে রাখতে হবে, OBC-NCL সার্টিফিকেট শুধু কেন্দ্রীয় চাকরি বা পরীক্ষার জন্য কাজে লাগে, কিন্তু রাজ্যের চাকরি বা সুবিধার জন্য আলাদা করে রাজ্যে Revalidate করতে হবে। আবেদন করার সময় মূল সার্টিফিকেট ও একটি Self Declaration (ঘোষণাপত্র) দিতে হবে। সব নথি জমা দিলেই আপনার পুরনো সার্টিফিকেট আবার বৈধ হয়ে যাবে।
OBC সার্টিফিকেট Re-issue প্রক্রিয়া
যেসব ৭৪টি সম্প্রদায় আগে তালিকা থেকে বাদ গিয়েছিল কিন্তু এখন আবার যুক্ত হয়েছে, তাদের নতুন করে শংসাপত্র পাওয়ার জন্য সম্পূর্ণ প্রক্রিয়া মেনে আবেদন করতে হবে। এর জন্য প্রয়োজন হবে –
- অনলাইন আবেদনপত্র
- বয়সের প্রমাণ
- স্থায়ী বসবাসের সার্টিফিকেট
- পুরনো জাতিগত শংসাপত্র
- বাবার পরিচয়পত্র
বাবা ও মায়ের আয়ের সার্টিফিকেট (চাকুরিজীবী হলে ৪০ বছর বয়স পর্যন্ত সার্ভিস স্ট্যাটাস দিতে হবে), এবং ব্লক বা পৌরসভা অফিস থেকে নন-ক্রিমি লেয়ার (NCL) সার্টিফিকেট যাচাই করিয়ে অনলাইন ও হার্ডকপি জমা দিতে হবে।
নতুন ডিজিটাল সার্টিফিকেট কিভাবে পাবেন? (Digital Certificate)
OBC ক্যাটাগরি ভুক্ত যে সমস্ত প্রার্থীরা তাদের কাস্ট সার্টিফিকেট পুনব্বিকীকরণের জন্য অনলাইনে আবেদন করে আবেদন পত্র নিজেদের SDO অফিসে জমা করেছিলেন তারা আবেদন করার ১-২ মাসের মধ্যেই ডিজিটাল সার্টিফিকেট পেয়ে যাবেন এবং ওই সার্টিফিকেটটি অনলাইনের মাধ্যমে সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন।
- ডিজিটাল সার্টিফিকেটটি ডাউনলোড করার জন্য প্রথমেই Backward Classes Welfare Department এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ‘OBC’ সেকশন থেকে “Download Certificate” অপশনটিতে ক্লিক করতে হবে।
- এরপর ডিজিটাল OBC কাস্ট সার্টিফিকেট নাম্বার এবং নাম দিয়ে আপনি আপনার ডিজিটের কাস্ট সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবেন।
- কাস্ট সার্টিফিকেটডাউনলোড করার জন্য ডিজিটাল কাস্ট সার্টিফিকেট নাম্বারটি আপনি ‘OBC’ সেকশন এর “Application Check” অপশনটি থেকে পেয়ে যাবেন।
জেনে রাখুন: Central SC/ST/OBC সার্টিফিকেট কি করে বানাবেন? কোথায় ফর্ম পাবেন, কি কি লাগবে? সব কিছু জেনে নিন
| OBC সার্টিফিকেট Re-validation & Re-issue আবেদন ডাইরেক্ট লিংক | Apply Now → |
| পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট | https://castcertificatewb.gov.in/ |
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »




