OBC Case WBJEE Result, JENPAS, ANM GNM Exam & College Admission 2025: ছাত্রছাত্রীদের জন্য সুখবর!

Arpita Paul

Published on:

Westbengal OBC Case WBJEE Result JENPAS ANM GNM College Admission 2025

সম্প্রতি ওবিসি (Other Backward Classes) শ্রেণীভুক্ত ১৪০টি সম্প্রদায়কে নিয়ে কলকাতা হাইকোর্টের একটি নির্দেশে অনিশ্চয়তা তৈরি হয়েছিল বিভিন্ন পরীক্ষা, রেজাল্ট প্রকাশ এবং কলেজে ভর্তি নিয়ে। তবে ২০২৫ সালের জুলাই মাসে সুপ্রিম কোর্ট এই নির্দেশের উপর স্থগিতাদেশ (Stay Order) জারি করেছে, যার ফলে সমস্ত রকম প্রক্রিয়া – যেমন রেজাল্ট প্রকাশ, ভর্তি, এবং চাকরির পরীক্ষা – আবার চালু হওয়ার পথ খুলেছে।

সুপ্রিম কোর্ট কী বলেছে? নতুন বেঞ্চ গঠনের নির্দেশ

কলকাতা হাইকোর্ট যে ১৪০টি সম্প্রদায়কে ওবিসির তালিকা থেকে বাদ দিয়েছিল, সেই নির্দেশে আপাতত স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। অর্থাৎ, এই সম্প্রদায়গুলোকে আবার ওবিসি হিসেবেই ধরা যাবে।

হাইকোর্টকে বলা হয়েছে নতুন একটি ডিভিশন বেঞ্চ গঠন করতে হবে, যারা মামলার বিচার করবে। ৬-৮ সপ্তাহের মধ্যে হাইকোর্টকে মামলার নিষ্পত্তি করতে বলা হয়েছে।

রেজাল্ট, ভর্তি ও চাকরির উপর আর বাধা নেই!

এই রায় অনুযায়ী, দীর্ঘদিন থেকে আটকে থাকা রাজ্য জয়েন্ট এন্ট্রান্স WBJEE পরীক্ষা রেজাল্ট প্রকাশ, কাউন্সেলিং (Counselling) ও ভর্তি পরীক্ষা শুরু করা যাবে। কলেজ ভর্তি প্রক্রিয়া চালু করা যাবে। সরকারি চাকরির পরীক্ষা নেওয়া যাবে।

ANM-GNM / JENPAS ইত্যাদি রাজ্য স্তরের প্রবেশিকা পরীক্ষাগুলি খুব তাড়াতাড়ি বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে পরীক্ষার আপডেট আসবে। যত তাড়াতাড়ি এই প্রক্রিয়ার সম্পন্ন হবে তত তাড়াতাড়ি এই কোর্স এবং সরকারি কলেজগুলিতে ভর্তি প্রক্রিয়াও শুরু হতে পারবে।

দেখে নিন: WB ANM GNM Exam Syllabus, Pattern: পশ্চিমবঙ্গ জিএন এম নার্সিং পরীক্ষার সিলেবাস, প্যাটার্ন

তার পাশাপাশি ওয়েসিস স্কলারশিপ (OASIS OBC Scholarship) যেখানে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের তরফ থেকে আবেদন গ্রহণ করা হয়, সেক্ষেত্রেও আবার ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে কোনরকম সমস্যা হবে না।

আরো দেখবেন: After HS Entrance Exams: উচ্চ মাধ্যমিকের পরে প্রবেশিকা পরীক্ষা, Science/Arts/Commerce সমস্ত দেখে নিন!

ছাত্রছাত্রীদের জন্য এটা নিঃসন্দেহে একটা বড় সুখবর। সুপ্রিম কোর্টের এই রায়ে স্পষ্টভাবে বলা হয়েছে, এখন আর কোনও আইনি বাধা নেই পরীক্ষা, রেজাল্ট বা ভর্তি নিয়ে। তবে সবকিছু কার্যকর হবে রাজ্য সরকারের সক্রিয়তার উপর। তাই আমাদেরকে সংশ্লিষ্ট দপ্তরের অফিসিয়াল বিজ্ঞপ্তি দিকে নজর রেখে সমস্ত কাজ বা সিদ্ধান্ত নিতে হবে।

Join Group

Telegram