ভারতের পর্যটন ও আতিথেয়তা (Hospitality) শিল্প এখন দেশের অন্যতম দ্রুত বিকাশমান ক্ষেত্র। এই শিল্পে ক্যারিয়ার গড়ার স্বপ্ন অনেকেরই। সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে সাহায্য করে NCHM JEE। এটি একটি জাতীয় পর্যায়ে কেন্দ্র সরকারি পরীক্ষা এবং এর মাধ্যমে দেশের বিভিন্ন নামী Institute of Hotel Management (IHM)-এ ভর্তি হওয়া যায়। আজকে এই নিয়েই সম্পূর্ণ গাইডেন্স তোমাদের দেব।
NCHM JEE: জাতীয় হোটেল ম্যানেজমেন্ট প্রবেশিকা পরীক্ষা
NCHM JEE এর পুরো নাম National Council for Hotel Management Joint Entrance Examination, এটি অন্যান্য প্রবেশিকা পরীক্ষার মতনই সেজন্যই শেষে JEE টি রয়েছে; পরিচালনা করে National Testing Agency (NTA), শিক্ষা মন্ত্রণালয়ের (Ministry of Education) অধীনে NEET/JEE Main পরীক্ষাগুলির মতনই।
এর মাধ্যমে শিক্ষার্থীরা B.Sc. (Hospitality & Hotel Administration) কোর্সে ভর্তি হতে পারে। সরকারি কলেজে পড়াশোনার খরচ একেবারেই কম, যেখানে বেসরকারি ক্ষেত্রে লক্ষাধিক টাকা খরচ হয় সেখানে এই প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে কেন্দ্র সরকারি প্রতিষ্ঠানে ডিগ্রি অর্জন, পরবর্তীকালে ভালো বিদেশে চাকরিরও সুবিধা থাকছে।
| বিষয় | বিবরণ |
|---|---|
| পরীক্ষার নাম | NCHM JEE 2026 |
| পরিচালন সংস্থা | National Testing Agency (NTA) |
| কোর্স | B.Sc. in Hospitality & Hotel Administration |
| পরীক্ষার ধরণ | Computer Based Test (CBT) |
| সময়কাল | 3 ঘণ্টা |
| প্রশ্নসংখ্যা | 200 |
IHM প্রতিষ্ঠানগুলোর তালিকা (Some Major Institutes)
| ইনস্টিটিউট | অবস্থান |
|---|---|
| IHM Pusa | নয়া দিল্লি |
| IHM Kolkata | কলকাতা |
| IHM Mumbai | মুম্বাই |
| IHM Chennai | চেন্নাই |
| IHM Hyderabad | হায়দরাবাদ |
| IHM Shillong | শিলং |
যোগ্যতা (NCHM JEE Eligibility Criteria)
- প্রার্থীকে অবশ্যই ১০+২ (Higher Secondary) বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- ইংরেজি (English) বিষয়টি বাধ্যতামূলক।
- ২০২৬ সালে যারা উচ্চমাধ্যমিক (HS Appearing) পরীক্ষায় অংশ নেবে, তারাও আবেদন করতে পারবে (provisional ভিত্তিতে)।
- বয়সসীমা নেই – নতুন শিক্ষা নীতি (NEP 2020) অনুযায়ী যেকোনো বয়সে আবেদন করা যাবে।
- শারীরিকভাবে সুস্থতার সার্টিফিকেট (Medical Fitness Certificate) ভর্তি সময় জমা দিতে হবে।
ক্লিক করে দেখো: HS Science Student Career: সায়েন্স পড়ে ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল ছাড়াও সেরা ১০টি কেরিয়ার!
পরীক্ষার ফি (Application Fee)
| প্রার্থীর শ্রেণি | ফি (₹) |
|---|---|
| General / OBC (NCL) | ₹1000 |
| EWS | ₹700 |
| SC / ST / PwD | ₹450 |
| Third Gender | ₹450 |
পেমেন্ট মোড: Credit Card, Debit Card, Net Banking, UPI বা Wallet।
পরীক্ষার ধরণ (NCHM JEE 2026 Exam Pattern)
নিচে পরীক্ষার প্যাটার্নের বিষয়টা ভালোভাবে বুঝে নাও: মূলত ইংরেজি, জেনারেল নলেজ এবং অংক এর উপরই পরীক্ষা হয়। প্রশ্নপত্রের ভাষা: ইংরেজি ও হিন্দি (দুই ভাষায় উপলব্ধ)। অর্থাৎ বাংলা মাধ্যমে ছাত্র-ছাত্রীদের ইংরেজিতেই পরীক্ষা দিতে হবে।
| বিষয় | প্রশ্নসংখ্যা |
|---|---|
| Numerical Ability & Analytical Aptitude | 30 |
| Reasoning & Logical Deduction | 30 |
| General Knowledge & Current Affairs | 30 |
| English Language | 60 |
| Aptitude for Service Sector | 50 |
| মোট | 200 প্রশ্ন |
সময়কাল: ৩ ঘণ্টা (১১:০০ AM – ২:০০ PM)
মার্কিং স্কিম: ✅ সঠিক উত্তরের জন্য +4 | ❌ ভুল উত্তরের জন্য -1
ভর্তি প্রক্রিয়া (Admission Process)
পরীক্ষায় প্রাপ্ত নম্বর অনুযায়ী Merit List তৈরি হয়। এরপর NCHMCT কর্তৃক অনলাইন কাউন্সেলিং-এর মাধ্যমে বিভিন্ন IHM-এ ভর্তি হয়। (সর্বমোট ৭০টিরও বেশি IHM প্রতিষ্ঠান রয়েছে — কেন্দ্রীয়, রাজ্য ও বেসরকারি)।
অবশ্যই দেখবে: Cabin Crew Flight Attendant: এয়ার হোস্টেস হতে চান? যোগ্যতা পড়াশোনা সব কিছু দেখে নিন
গুরুত্বপূর্ণ সময়সীমা ও লিংক (Important Dates)
| বিষয় | তারিখ |
|---|---|
| অনলাইন আবেদন শুরু | ডিসেম্বর 2025 (সম্ভাব্য) |
| আবেদন শেষ তারিখ | ফেব্রুয়ারি ২০২6 (সম্ভাব্য) |
| পরীক্ষা তারিখ | এপ্রিল ২০২৬ (রবিবার) |
| অফিসিয়াল ওয়েবসাইট | https://exams.nta.ac.in/NCHM/ |
| তথ্যপত্র (Information Bulletin PDF) | ↓ Download Here |
অবশ্যই দেখবে: Management Courses after 12th: উচ্চ মাধ্যমিকের পর ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা, সেরা ৫ কোর্স দেখে নিন
NCHM JEE 2026 মাধ্যমে একজন ছাত্রছাত্রী ভারতের শীর্ষ হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে প্রবেশ করতে পারে। পর্যটন, খাদ্যশিল্প, হোটেল ও রিসোর্ট ম্যানেজমেন্টের মতো দ্রুত-বর্ধনশীল ক্ষেত্রগুলোয় চাকরির অসংখ্য সুযোগ সৃষ্টি করছে এই কোর্স। তাই যারা আতিথেয়তা শিল্পে (Hospitality Industry) উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে চায়, তাদের জন্য এই পরীক্ষা একটি সুবর্ণ সুযোগ।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -


