সমগ্র ভারত জুড়ে মধ্যবিত্ত ছাত্র-ছাত্রীদের পারিবারিক প্রতিকূলতাকে কাটিয়ে ওঠে পড়াশোনা আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ‘Valvoline‘ সংস্থার Muskan Scholarship Program। যাতে পারিবারিক প্রতিকূলতা হওয়া সত্ত্বেও ছাত্র-ছাত্রীদের শিক্ষা গ্রহণে কোনরূপ বাধা না আসে। তাহলে চলো আর দেরি না করে স্কলারশিপের বিস্তারিত জেনে নেওয়া যাক –
Muskaan Scholarship 2025-26: মুসকান স্কলারশিপ ছাত্রছাত্রীদের মুখে হাসি!
আপনারা হয়তো ভ্যালভোলিন (Valvoline) কোম্পানির নাম শুনেছেন! বিরাট কোহলি এই প্রোডাক্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। সাধারণত বাইক এবং ইঞ্জিন সংক্রান্ত অয়েল এর ক্ষেত্রে ট্রেড করে এই কোম্পানি। সমাজের পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদেরকে পড়াশোনায় সহযোগী করার জন্য মুসকান স্কলারশিপ নামে এই প্রোগ্রাম চালু করেছে।
তথ্য | বিস্তারিত |
---|---|
স্কলারশিপ এর নাম | Muskaan Scholarship Program |
আবেদনকারী যোগ্যতা | পূর্ববর্তী শিক্ষাবর্ষে ষাট শতাংশ বা অধিক নম্বর |
আবেদন শেষের তারিখ | ৩১শে আগস্ট |
স্কলারশিপ এর বৃত্তির পরিমাণ | বছরে এককালীন ১২০০০ টাকা |
Eligibility: স্কলারশিপের আবেদনের যোগ্যতা
An Applicant is currently studing in grades 9-12, attained 60% or more marks and Applicant’s parent's profession should be a driver or a mechanic or your family income is less than INR 8 lakhs per annum.
- কেবল নবম থেকে দ্বাদশ শ্রেণী অবধি পাঠরত ছাত্র-ছাত্রীরা এই স্কলারশিপ এ আবেদন করতে পারবেন।
- যোগ্য প্রার্থীকে তাদের পূর্ববর্তী ক্লাসে বার্ষিক পরীক্ষায় অবশ্যই ৬০% বা তার উপরে পেতে হবে।
- প্রার্থীদের পারিবারিক বার্ষিক আয় কোনভাবেই ৮ লক্ষ টাকার ওপর হওয়া চলবে না।
- মেকানিক, গাড়ির ড্রাইভার বা ইঞ্জিন সংক্রান্ত কাজকর্ম করেন সেরকম পিতা-মাতার সন্তানদের অগ্রাধিকার দেওয়া হবে।
মিস করো না: Buddy4Study: প্রাইভেট স্কলারশিপ টাকা পেতে অবশ্যই রেজিস্ট্রেশন করে নাও!
স্কলারশিপ এর পরিমাণ (Muskan Scholarship Amount)
স্কলারশিপে আবেদন করার পর সফলভাবে নথিভুক্ত হলে প্রার্থীরা বার্ষিক ১২০০০ টাকা অবধি আর্থিক সাহায্য পাবেন। প্রার্থীরা এই বৃত্তি একাডেমিক খরচের জন্য যেমন টিউশন ফি, স্টেশনারি বস্তু , ইউনিফর্ম এর জন্য ব্যবহার করতে পারেন।
Required Documents: আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র
- প্রার্থী নিজস্ব পরিচয় পত্র (আধার কার্ড বা ভোটার কার্ড)।
- চলতি শিক্ষাবর্ষে প্রার্থীদের ভর্তি রশিদ (শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির রশিদ/ প্রতিষ্ঠানের পরিচয় পত্র/ বোনাফাইড সার্টিফিকেট)।
- বিগত ক্লাসের বৈধ মার্কশিট ও সার্টিফিকেট।
- প্রার্থীর পারিবারিক বার্ষিক আয়ের বৈধ রশিদ।
- প্রার্থীর অভিভাবকের পেশা প্রমাণের পত্র।
- স্থানীয় এলাকায় বসবাসের প্রমাণ।
- প্রার্থীর নিজস্ব ব্যাংকের পাসবুকের প্রথম পৃষ্ঠার ছবি।
- প্রার্থীর নিজস্ব পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
Muskaan Scholarship Online Application: কিভাবে আবেদন করবেন
মুসকান স্কলারশিপ এর জন্য সমস্ত আবেদন প্রক্রিয়া অনলাইনে আপনি করতে পারবেন এবং এর জন্য অফিসিয়াল ওয়েবসাইট (Muskan Scholarship official Website) রয়েছে।
আপনারা সরাসরি দেওয়ার লিংকে গেলেই আবেদনের পেজে চলে যাবেন। আপনার সামনে স্টার্ট এপ্লিকেশনের বাটন চলে আসবে এবং এটিতে ক্লিক করে আবেদন প্রক্রিয়া শুরু করবেন। আবেদনপাত্রে প্রয়োজনীয় সকল প্রকার তথ্য সঠিকভাবে পূরণ করুন এবং প্রয়োজনীয় নথিগুলি নির্দিষ্ট সাইজের মধ্যে আপলোড করুন।
আবেদন চলছে: JBNST Scholarship: জগদীশ বসু ন্যাশনাল স্কলারশিপ ৪৮০০০ টাকা, ল্যাপটপ পাবে পড়ুয়ারা!

তথ্য | লিংক |
---|---|
MUSKAAN SCHOLARSHIP PROGRAM | muskaan.valvolinecummins.com |
আবেদন পৃষ্ঠা সরাসরি লিংক (Buddy4Study) | Apply Now → |
আরো দেখুন: Nabanna Scholarship 2025: নবান্ন স্কলারশিপ ২০২৫ পাবে ১০০০০ টাকা! অনলাইনে ফর্ম ফিলাপ, আবেদন
স্কলারশিপ এর আবেদন থেকে কোন কিছু জানার থাকলে 8447733263 – এই হেল্পলাইন নম্বরে আপনারা ফোন করে বিস্তারিত জানতে পারেন। এছাড়াও আমাদের পোর্টালে আরো নতুন নতুন স্কলারশিপের আপডেট ইতি মধ্যেই দেওয়া হয়েছে তোমরা চাইলে সেই প্রতিবেদনগুলিও একবার দেখে নিতে পারো।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »