Madhyamik Routine 2026 (Official): মাধ্যমিক ২০২৬ পরীক্ষার রুটিন! কবে থেকে পরীক্ষা শুরু? WBBSE দেখে নিন

Nitya Gorai

Published on:

WBBSE Madhyamik Pariksha Routine 2026 Westbengal Board Exam

মাধ্যমিক রুটিন ২০২৬ প্রকাশিত হলো – দেখে নিন বিস্তারিত সময়সূচি (Madhyamik Routine 2026 PDF) WBBSE Madhyamik Pariksha Routine 2026 Westbengal Board Exam.

West Bengal Board of Secondary Education (WBBSE) প্রকাশ করেছে মাধ্যমিক পরীক্ষা ২০২৬ (Madhyamik Pariksha 2026) -এর পূর্ণাঙ্গ রুটিন। ২০২৬-এ পরীক্ষা শুরু হবে ২ ফেব্রুয়ারি, ২০২৬ (2nd February 2026) এবং চলবে ১২ ফেব্রুয়ারি, ২০২৬ পর্যন্ত। বিস্তারিত অফিশিয়াল রুটিন সহ সমস্ত কিছু দেখে নিন!

Madhyamik Pariksha Routine 2026: মাধ্যমিক পরীক্ষার রুটিন ২০২৬ প্রকাশিত

📢 মাধ্যমিক রুটিন ২০২৬ প্রকাশিত হলো – পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদ (WBBSE) আনুষ্ঠানিকভাবে ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে। এই রুটিন অনুযায়ী, আগামী বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ২ ফেব্রুয়ারি এবং চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত।

পরীক্ষার সময় প্রতিদিন সকাল ১০:৪৫ থেকে দুপুর ২টা পর্যন্ত, যেখানে প্রথম ১৫ মিনিট থাকবে প্রশ্নপত্র পড়ার জন্য (Reading Time Only)। ৮ দিন ধরে মোট আটটি বিষয়ে পরীক্ষা হবে। শেষ দিনে হবে ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা।

 আপডেটপশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষার রুটিন ২০২৬
বোর্ডের নাম পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)
পরীক্ষা শুরুর তারিখ2nd ফেব্রুয়ারী
পরীক্ষা শেষের তারিখ12th ফেব্রুয়ারী
পরীক্ষার রুটিন PDFপোষ্টের শেষে দেওয়া রয়েছে ডাউনলোড করে নেবেন
পরীক্ষার সময়সকাল ১০:৪৫ থেকে দুপুর ২:০০

মাধ্যমিক রুটিন ২০২৬ | Madhyamik Exam Routine 2026 (WBBSE)

মাধ্যমিক পরীক্ষার রুটিন ২০২৬ – সম্পূর্ণ পরীক্ষার সময়সূচি (Madhyamik Exam Routine 2026) কোন দিন কোন বিষয়ের পরীক্ষা হবে দেখে নিন –

📅 তারিখ (Date)📆 দিন (Day)📚 বিষয় (Subject)
২ ফেব্রুয়ারি, ২০২৬সোমবারপ্রথম ভাষা (First Languages) *
৩ ফেব্রুয়ারি, ২০২৬মঙ্গলবারদ্বিতীয় ভাষা (Second Languages) **
৬ ফেব্রুয়ারি, ২০২৬শুক্রবারইতিহাস (History)
৭ ফেব্রুয়ারি, ২০২৬শনিবারভূগোল (Geography)
৯ ফেব্রুয়ারি, ২০২৬সোমবারগণিত (Mathematics)
১০ ফেব্রুয়ারি, ২০২৬মঙ্গলবারভৌতবিজ্ঞান (Physical Science)
১১ ফেব্রুয়ারি, ২০২৬বুধবারজীববিজ্ঞান (Life Science)
১২ ফেব্রুয়ারি, ২০২৬বৃহস্পতিবারঐচ্ছিক বিষয় (Optional Elective Subjects)

প্রথম ভাষা (First Languages):

Bengali, English, Hindi, Nepali, Urdu, Santali, Gujarati, Odia, Telugu, Tamil, Punjabi (Gurumukhi), Modern Tibetan।

দ্বিতীয় ভাষা (Second Languages):

  1. যদি First Language ইংরেজি না হয় → Second Language হবে English
  2. যদি First Language হয় English → Second Language হবে Bengali অথবা Nepali

মাধ্যমিক রুটিন ২০২৬ PDF ডাউনলোড করুন

WBBSE Madhyamik Routine 2026 Official
WBBSE Madhyamik Routine 2026 Official
The examination will be held in only one paper on each day from 10.45 a.m. to 2 p.m. (First 15
minutes for reading the Question Papers only). The dates & corresponding subjects are as under: 

মাধ্যমিক 2026 এর প্রস্তুতির জন্য অবশ্যই আমাদের “টার্গেটwhatsapp গ্রুপ জয়েন করতে পারো: Join Group Now ↗

পরীক্ষার রুটিনডাউনলোড
পশ্চিমবঙ্গ মাধ্যমিক ২০২৬ পরীক্ষার অফিসিয়াল রুটিন
WBBSE Madhyamik Routine 2025 
(333 kb)
Download PDF →

👇 উত্তরসহ মাধ্যমিকের 2026 নমুনা প্রশ্ন সাতটি বিষয়ের সেট! [মাত্র ২৫ টাকা]

Namuna Madhyamik WBBSE Model Question Answer PDF
👆 সংগ্রহ করতে ছবিতে ক্লিক করুন!

অনলাইনে যেকোনো UPI পেমেন্ট করে নিয়ে, ডাউনলোড করে নিতে পারবেন! এখনই সেরা প্রস্তুতি শুরু করুন।

সাধারনত প্রতি বছর মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের সময় আগামী বছরের পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়। তবে এ বছর পরীক্ষা শেষ হওয়ার কয়েকদিন পরে মিটিং করে রুটিন প্রকাশ করা হলো

মাধ্যমিক রুটিন ২০২৬, Madhyamik Routine 2026, West Bengal Board Madhyamik Time Table, WBBSE Exam Routine 2026, Secondary Exam 2026 Date, Class 10 Routine 2026, Madhyamik Pariksha 2026.

Join Group

Telegram