“LIC জিন্দেগি কে সাথ ভি, জিন্দেগী কে বাদ ভি!” – ভারতীয় জীবন বীমা নিগম, এলআইসি তরফ থেকে ছাত্রছাত্রীদের জন্য আনা হলো বড় স্কলারশিপ এর সুযোগ। মাধ্যমিক পাস, উচ্চমাধ্যমিক পাস, কলেজ পড়ুয়া থেকে শুরু করে যে কোন কোর্সে ভর্তি হওয়া ছাত্রছাত্রীরা পেতে পারে ২০০০০ থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত স্কলারশিপ যার নাম “LIC Golden jubilee scholarship“। তাহলে কীভাবে আবেদন করবেন দেখে নেওয়া যাক।
LIC Golden Jubilee Scholarship: এলাইসি স্কলারশিপ 2025
তথ্য | বিস্তারিত |
---|---|
স্কলারশিপের নাম | LIC Golden Jubilee Scholarship Scheme |
কারা আবেদন করতে পারবেন | মাধ্যমিক, উচ্চমাধ্যমিক থেকে গ্রাজুয়েশন এবং পেশাগত কোর্সের পড়ুয়ারাও আবেদন করতে পারেন |
বৃত্তির পরিমান | বৃত্তির পরিমান ৪০০০০, ৩০০০০ এবং ২০০০০ টাকা (কোর্স ভিত্তিতে পরিবর্তন যোগ্য) |
স্কলারশিপ দুটি ধরণের –
- General Scholarship
- Special Scholarship for Girl Child
A. General Scholarship
(i) মাধ্যমিকের পর (After Class 10)
- 2022-23 / 2023-24 / 2024-25 শিক্ষাবর্ষে মাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম 60% নম্বর/CGPA সমতুল্য প্রাপ্ত হতে হবে।
- 2025-26 শিক্ষাবর্ষে Vocational / Diploma / ITI কোর্সের প্রথম বর্ষে ভর্তি হতে হবে।
- পরিবারের বা অভিভাবকের বার্ষিক আয় সর্বাধিক ₹4,50,000/-।
(ii) উচ্চ মাধ্যমিকের পর (After Class 12)
- 2022-23 / 2023-24 / 2024-25 শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় ন্যূনতম 60% নম্বর/CGPA সমতুল্য প্রাপ্ত হতে হবে।
- 2025-26 শিক্ষাবর্ষে নিচের যেকোনো প্রথম বর্ষের কোর্সে ভর্তি হতে হবে –
- মেডিকেল (MBBS, BAMS, BHMS, BDS)
- ইঞ্জিনিয়ারিং (BE, B.Tech, B.Arch)
- যে কোনো স্নাতক (Graduation in any discipline)
- ইন্টিগ্রেটেড কোর্স
- ডিপ্লোমা / ভোকেশনাল কোর্স
- ITI কোর্স
যোগ্যতা স্তর | ন্যূনতম নম্বর | ভর্তি হতে হবে |
---|---|---|
মাধ্যমিক (Class X) | 60% বা CGPA সমতুল্য | Vocational / Diploma / ITI |
উচ্চ মাধ্যমিক (Class XII) | 60% বা CGPA সমতুল্য | মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, গ্র্যাজুয়েশন, ইন্টিগ্রেটেড, ডিপ্লোমা, ITI |
B. Special Scholarship for Girl Child (দুই বছরের জন্য)
- শুধুমাত্র মেয়েদের জন্য।
- 2022-23 / 2023-24 / 2024-25 শিক্ষাবর্ষে মাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম 60% নম্বর/CGPA সমতুল্য।
- 2025-26 শিক্ষাবর্ষে Higher Secondary (10+2) / Vocational / Diploma / ITI কোর্সের প্রথম বর্ষে ভর্তি হতে হবে।
- স্কলারশিপ মেয়াদ থাকবে দুই বছর।
- পরিবারের বা অভিভাবকের বার্ষিক আয় সর্বাধিক ₹4,50,000/-।
যোগ্যতা স্তর | ন্যূনতম নম্বর | ভর্তি হতে হবে | মেয়াদ |
---|---|---|---|
মাধ্যমিক (Class X) | 60% বা CGPA সমতুল্য | HS (10+2) / Vocational / Diploma / ITI | 2 বছর |
আবেদন চলছে: Swami Dayanand Scholarship 2025: স্বামী দয়ানন্দ স্কলারশিপ পাবে ৫০,০০০ টাকা! অনলাইনে আবেদন
আবেদনকারীর যোগ্যতা (LIC Scholarship Eligibility)
ইচ্ছুক প্রার্থীকে অবশ্যই ভারতের স্থায়ী নাগরিক হতে হবে। স্কলারশিপ প্রার্থী অন্য কোন সংস্থা থেকে স্কলারশিপে নাম নথিভুক্ত থাকলে আবেদনের জন্য যোগ্য নয়।
- ১. আবেদনকারীকে অবশ্যই স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পাঠরত হতে হবে। এর পাশাপাশি করে আইটিআই তে পেশাগত/ কারিগরী বিদ্যায় পাঠরত ছাত্রছাত্রীরা আবেদন করতে পারেন।
- ২. প্রার্থীকে উচ্চমাধ্যমিক বা মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় নূন্যতম ৬০ % নম্বর পেতে হবে।
- ৩. প্রার্থীর পরিবারের বা অভিভাবকের বার্ষিক আয় সর্বাধিক ₹4,50,000/- উপরে হওয়া চলবে না।
স্কলারশিপের অর্থের পরিমান (Scholarship Amount)
১. মেডিক্যাল ফিল্ডে পাঠরত ছাত্রছাত্রীরা বাৎসরিক ৪০০০০ টাকা স্কলারশিপে পাবেন এবং তা বছরে তিনটি কিস্তিতে পাবেন। যথাক্রমে – ১২০০০/-, ১২০০০/- এবং ১৬০০০/- টাকা।
২. ইঞ্জিনিয়ারিং বা কারিগরী শিক্ষা ক্ষেত্রে পাঠরত ছাত্রছাত্রীরা বাৎসরিক ৩০০০০/- টাকা স্কলারশিপে পাবেন এবং তা পরপর তিনটি কিস্তিতে পেতে পারেন। যথা – ৯০০০/-, ৯০০০/- এবং ১২০০০/- টাকা।
৩. সাধারন বা অনার্স গ্রাজুয়েশন কোর্সে এবং 10+2 স্তরে পাঠরত ছাত্রছাত্রীরা বাৎসরিক ২০০০০/- টাকা স্কলারশিপে পেতে পারেন এবং তা ৬০০০/-, ৬০০০/- ও ৮০০০/- কিস্তিতে তিনবার পাবেন।
আরো দেখুন: Sitaram Jindal Scholarship: জিন্দাল স্কলারশিপ ছেলে-মেয়ে সবাই পাবে 5000 টাকা!
LIC Golden Jubilee Scholarship Online Application: স্কলারশিপে আবেদন পদ্ধতি
প্রথমে ইচ্ছুক প্রার্থীকে এলআইসি ইন্ডিয়া অফিসিয়াল সাইট https://licindia.in/ তে যেতে হবে। হোমপেজেতে আপনারা স্কলারশিপ আবেদনের জন্য একটি নোটিশ দেখতে পাবেন।

- হোমপেজে আপনারা সরাসরি গোল্ডেন জুবিলী (LIC Golden Jubilee Scholarship 2025) পেজে চলে যাবেন এবং সেখান থেকে স্কলারশিপ আবেদনের জন্য অনলাইন ফর্ম খুলে যাবে।
- প্রয়োজনীয় সমস্ত তথ্য তার পাশাপাশি ডকুমেন্ট আপলোড করে আপনারা সফলভাবে রেজিস্ট্রেশন করতে পারবেন, সঠিকভাবে ফর্মটি ফিলাপ করতে হবে।
- আবেদনপত্রটি আবার চেক করে ফাইনাল সাবমিট করবেন।
Documents: কি কি ডকুমেন্টস বা কাগজপত্র লাগবে?
শেষ পরীক্ষার মার্কশীট এবং ভর্তি বা admission রশিদ pdf – হলেই ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে। তার সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য, ইনকাম সার্টিফিকেট এবং আধার কার্ডের তথ্য লাগবে তবে সেক্ষেত্রে এগুলি আপলোড করতে হবে না।
আবেদনের শেষ তারিখ (LIC Scholarship Application Last Date 2025)
LAST DATE EXTENDED UP TO 6TH OCTOBER 2025
আবেদনের শেষ তারিখ হল 06 অক্টোবর 2025 (06/10/2025), সেক্ষেত্রে ইচ্ছুক আবেদনকারী প্রার্থীরা আবেদন করতে অবশ্যই দেরী কোরো না। পরবর্তীকালে কোন আপডেট বা আবেদনের তারিখ বৃদ্ধি হলে আমরা জানিয়ে দেবো।
অনলাইনে আবেদন পেজের সরাসরি লিংক https://gjss.licindia.in/GJSS/ | Apply Link ↗ |
Golden Jubilee Scholarship Scheme- 2025 (অফিসিয়াল সমস্ত নিয়মকানুন ও নোটিশ) | Download PDF |
অবশ্যই দেখো: Private Scholarship Portal: প্রাইভেট স্কলারশিপ এখানে সবার আগে আপডেট পাবে, টাকা পেতে দেখে নাও
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »