IBPS Clerk Recruitment: ১০ হাজারেরও বেশি শূন্য পদে ব্যাংকে ক্লার্ক নিয়োগ! যোগ্যতা ও আবেদন দেখে নিন

Anjan Mahata

Published on:

IBPS Recruitment 2025 Apply Last Date Online

সকল ব্যাংকে চাকরিপ্রার্থীদের জন্য একটি দুর্দান্ত সুখবর। IBPS ক্লার্কের জন্য সম্প্রতি ব্যাংকিং কমিটির তরফ থেকে প্রায় ১০,০০০ এর বেশি শূন্য পদ প্রকাশিত হয়েছে। তাই কিভাবে আবেদন করবেন বিস্তারিত জানতে অবশ্যই আজকের এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অব্দি পড়বেন।

IBPS Clerk Recruitment 2025: ব্যাংকে ক্লার্ক নিয়োগ

IBPS প্রতি বছর দেশের ১১টি সরকারি ব্যাংকে ক্লার্ক পদে নিয়োগের জন্য পরীক্ষা গ্রহণ করে। এবার ২০২৬-২৭ অর্থবছরের জন্য 15তম বার এই পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে31 জুলাই 2025 তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী মোট 10,277টি শূন্যপদে নিয়োগ হবে।

বিষয়বিস্তারিত
পদের নামIBPS Clerk (CUSTOMER SERVICE ASSOCIATES)
মোট শূন্য পদ১০,২৭৭ টি
অংশগ্রহণকারী ব্যাংকের সংখ্যা১১ টি
যোগ্যতাগ্র্যাজুয়েশন পাস
আবেদনের শেষ তারিখ২১শে আগস্ট, ২০২৫

IBPS Banking Exam অংশগ্রহণকারী ব্যাংকের তালিকা

IBPS ক্লার্কশিপ পরীক্ষার মাধ্যমে ১১ টি ব্যাংকে কর্মী নিয়োগ করা হবে, সেই ব্যাংকগুলির নাম হল – (১) ব্যাঙ্ক অফ বরোদা, (২) ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, (৩) ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, (৪) কানাডা ব্যাঙ্ক, (৫) ভারতীয় কেন্দ্রীয় ব্যাংক, (৬) ইউকো ব্যাংক, (৭) পাঞ্জাব এন্ড সিন্ধু ব্যাংক, (৮) পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক , (৯) ইন্ডিয়ান ওভারসীজ ব্যাংক, (১০) ইন্ডিয়ান ব্যাঙ্ক, (১১) ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

IBPS Eligibility: পরীক্ষার্থীর যোগ্যতা

এবার দেখে নেওয়া যাক ব্যাংকের ক্লার্ক পদে আবেদনের জন্য আবেদন প্রার্থীদের কি কি যোগ্যতার প্রয়োজন।

  • পরীক্ষার্থীর বয়স অবশ্যই ২০ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে
  • প্রার্থীকে অবশ্যই কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি করে রাখতে হবে এবং বৈধ সার্টিফিকেট বা মার্কশিট প্রদর্শন করতে হবে।
  • প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি প্রার্থীকে অবশ্যই কম্পিউটারে বিশেষ দক্ষতা রাখতে হবে বা কম্পিউটারের বেসিকের বিশেষ নলেজ রাখতে হবে।

আরো দেখো: Banking Job Eligibility, Exam: ব্যাংক সেক্টরে চাকরির গাইড! যোগ্যতা কি লাগবে? ক্লার্ক, অফিসার সমস্ত তথ্য

IBPS ক্লার্ক পরীক্ষার আবেদন পদ্ধতি (Online Application)

IBPS ক্লার্ক পরীক্ষার জন্য প্রার্থীকে অনলাইন মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবেআবেদনের শেষ তারিখ ২১শে আগস্ট ২০২৫। প্রার্থীরা অবশ্যই এর মধ্যেই তাদের প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন কিভাবে আবেদন করবেন ধাপে ধাপের নিচে বর্ণনা করা হলো –

  • IBPS ক্লার্ক পরীক্ষার জন্য প্রার্থীকে প্রথমে অনলাইনে অফিসিয়াল পোর্টাল www.ibps.in তে প্রবেশ করতে হবে
  • এরপর উপযুক্ত তথ্যসহকারে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে
  • একটি বৈধ ইমেইল আইডি ও মোবাইল নাম্বার, নিজস্ব পাসপোর্ট সাইজের ছবি এবং স্বাক্ষর কাছে রাখতে ভুলবেন না। এরপর আবেদন পত্র তে প্রবেশ করে ধাপে ধাপে ব্যক্তিগত তথ্য শিক্ষাগত যোগ্যতা এবং আবেদনপত্র পূরণ করতে হবে

আবেদনপত্র পূরণ করার পর প্রয়োজনীয় উল্লেখিত নথি গুলি নির্দিষ্ট সাইজের মধ্যে আপলোড করুন।এরপর সবশেষ ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করে আবেদনপত্র জমা করতে হবে

অবশ্যই দেখবে: How to become Bank Manager: কিভাবে ব্যাংক ম্যানেজার হওয়া যায়? যোগ্যতা, পরীক্ষা বেতন রইল বিস্তারিত

আবেদন ফি (Application Fee)

SC, ST, প্রতিবন্ধী, প্রাক্তন সেনা ও DESM প্রার্থীদের আবেদন ফি ১৭৫ টাকা এবং অন্য সকলের জন্য ৮৫০ টাকা নির্ধারিত। অনলাইন পেমেন্টের ব্যাংক চার্জ প্রার্থীকে নিজে বহন করতে হবে।

RECRUITMENT OF CUSTOMER SERVICE ASSOCIATES IN PARTICIPATING BANKS (Vacancies of 2026-27)
তথ্যলিংক
আবেদনের শেষ তারিখ21th August, (21/08/2025)
অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন
(https://www.ibps.in/index.php/clerical-cadre-xv/)
Download PDF
অনলাইনে আবেদন লিংক
https://ibpsreg.ibps.in/crpcsaxvjl25/
Apply Now →

Join Group

Telegram