যেসমস্ত যুবক-যুবতীরা সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য অত্যন্ত খুশির খবর! ২০২৫ সালে আইবি সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় এই চাকরির জন্য ফরম ফিলাপ করতে পারবে চাকরি প্রার্থীরা। কত শূন্য পদ রয়েছে? বেতন কত? নিয়োগ পদ্ধতি সহ বিস্তারিত আলোচনা করা হয়েছে আজকের এই প্রতিবেদনে।
ইন্টেলিজেন্স বিউরোতে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট নিয়োগ (IB SA Recruitment 2025)
গত ২২শে জুলাই ২০২৫ তারিখ স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে আইবি সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পুরো দেশ জুড়ে প্রায় ৫ হাজারের কাছাকাছি শূন্য পদ রয়েছে।
বিষয় | বিবরণ |
---|---|
পদের নাম | IB Security Assistant |
নিয়োগকারী সংস্থা | স্বরাষ্ট্র মন্ত্রণালয় (MHA) |
শিক্ষাগত যোগ্যতা | মাধ্যমিক পাস |
শূন্য পদ | ৪,৯৮৭ |
আবেদন শুরুর তারিখ | ২৬ শে জুলাই ২০২৫ |
আবেদন শেষ তারিখ | ১৭ই আগস্ট ২০২৫ |
মোট শূন্য পদ (Vacancy)
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী পুরো দেশ জুড়ে মোট ৪,৯৮৭ টি ভ্যাকেন্সি রয়েছে আইবি সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদের জন্য। কিন্তু পশ্চিমবঙ্গের কলকাতাতে মোট ২৮০ টি ভেকেন্সি রয়েছে। কলকাতাতে কোন কাস্টের জন্য কত ভ্যাকেন্সি রয়েছে সেটি নিচে দেওয়া হল
কাস্ট | শূন্য পদ |
---|---|
জেনারেল | ১৩০ |
EWS | ২৮ |
OBC | ৮৫ |
SC | ০ |
ST | ৩৭ |
মোট | ২৮০ |
আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা (Eligbility Criteria)
ইচ্ছুক আবেদন প্রার্থীদের এই পদে আবেদনের জন্য যে সকল যোগ্যতার প্রয়োজন সেগুলি হল –
- আবেদন প্রার্থীকে অবশ্যই ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে।।
- আবেদন প্রার্থীর বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে।
- আবেদন প্রার্থীকে অবশ্যই দশম শ্রেণী (10th Pass) সফলভাবে উত্তীর্ণ হতে হবে।
অনলাইন আবেদন পদ্ধতি (IB SA Recruitment Online Application)
IB সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদে আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এর জন্য প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট আবেদন ফর্ম পূরণ করতে হবে।
- প্রার্থীদের ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য সঠিকভাবে প্রদান করতে হবে।
- এছাড়াও নির্ধারিত ফি অনলাইনে ডেবিট/ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিং-এর মাধ্যমে জমা দিতে হবে।
- আবেদন জমা দেওয়ার পর একটি প্রিন্ট কপি সংরক্ষণ করে রাখা উচিত ভবিষ্যতের জন্য।
আবেদন ফি (Application Fee)
অনলাইনে আবেদন করার জন্য আবেদন প্রার্থীদের রেজিস্ট্রেশন ফি এবং পরীক্ষার ফি দিতে হবে। সাধারণ (General), EWS, ও OBC পুরুষ প্রার্থীদের মোট ৬৫০ টাকা ফি দিতে হবে এবং মহিলা / SC / ST / PwD সহ অন্যান্য প্রার্থীদের ৫৫০ টাকা ফি দিতে হবে।
বিভাগ | রেজিস্ট্রেশন ফি | পরীক্ষার ফি | মোট ফি |
---|---|---|---|
সাধারণ, EWS এবং OBC পুরুষ প্রার্থীরা. | ৫৫০ টাকা | ১০০ টাকা | ৬৫০ টাকা |
মহিলা / SC / ST / PwD সহ অন্যান্য প্রার্থী | ৫৫০ টাকা | – | ৫৫০ টাকা |
নির্বাচন পদ্ধতি (Recruitment Process)
সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদে প্রার্থীদের বাছাই করা হবে মোট তিনটি ধাপে। নির্বাচনের তিনটি ধাপ সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং ফাইনাল নির্বাচন কিভাবে হয় সে সম্পর্কেও আলোচনা করা হয়েছে।
প্রথম ধাপ (Tier I): এটা হলো কম্পিউটার-ভিত্তিক একটি পরীক্ষার মতো, যেখানে অবজেকটিভ টাইপ প্রশ্ন (MCQ) থাকবে। এখানে মূলত আপনার সাধারণ জ্ঞান, যুক্তিবুদ্ধি, অঙ্কের বেসিক জ্ঞান এবং ইংরেজি ভাষার উপর দক্ষতা যাচাই করা হবে।
দ্বিতীয় ধাপ (Tier II): এটা একটা লিখিত পরীক্ষা, যেখানে আপনাকে কিছু বিষয় নিয়ে নিজের ভাষায় লিখতে হবে। পাশাপাশি, আপনি যে রাজ্যের জন্য আবেদন করেছেন, সেই এলাকার স্থানীয় ভাষা বা উপভাষা আপনি কতটা জানেন, সেটাও পরীক্ষা করা হবে। এই ধাপে পাস করলেই হবে, কিন্তু এর নম্বর চূড়ান্ত মেধা তালিকায় ধরা হবে না।
তৃতীয় ধাপ (Tier III): এই ধাপে থাকবে সরাসরি ইন্টারভিউ। এখানে আপনার আত্মবিশ্বাস, আচরণ, এবং চাকরির জন্য আপনি কতটা উপযুক্ত, সেটা যাচাই করা হবে।
চূড়ান্ত নির্বাচন: Tier I (MCQ পরীক্ষা) এবং Tier III (ইন্টারভিউ) – এই দুটো ধাপের মোট নম্বরের ভিত্তিতে চূড়ান্ত মেধা তালিকা তৈরি হবে। Tier II শুধুমাত্র কোয়ালিফাই করার জন্য, এর নম্বর কাউন্ট হবে না।
মিস করবে না: IPS অফিসার কিভাবে হওয়া যায়? যোগ্যতা, পরীক্ষা সম্পূর্ণ গাইড (How to Become an IPS Officer)
IB SA 2025 পরীক্ষার ধরণ (Exam Pattern)
IB Security Assistant এর অনলাইন পরীক্ষা হবে অবজেকটিভ টাইপে, মানে MCQ (Multiple Choice Question)। মোট ৫টি ভাগে বিভক্ত এই পরীক্ষায় প্রতিটি বিভাগে থাকবে ২০টি করে প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান ১ নম্বর। সব মিলিয়ে মোট ১০০ নম্বরের প্রশ্ন থাকবে এবং পরীক্ষার জন্য সময় দেওয়া হবে মোট ১ ঘণ্টা (৬০ মিনিট)। তবে সাবধান! ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে, অর্থাৎ ৪টি ভুলে ১ নম্বর কাটা যাবে।
বিভাগ (Section) | প্রশ্নের সংখ্যা | সর্বোচ্চ নম্বর | সময়সীমা |
---|---|---|---|
সাধারণ জ্ঞান (General Awareness) | ২০ | ২০ | ১ ঘণ্টা |
গণিত (Quantitative Aptitude) | ২০ | ২০ | |
যুক্তিবুদ্ধি/বিশ্লেষণাত্মক দক্ষতা (Reasoning) | ২০ | ২০ | |
ইংরেজি ভাষা (English Language) | ২০ | ২০ | |
সাধারণ অধ্যয়ন (General Studies) | ২০ | ২০ | |
মোট | ১০০ | ১০০ | ১ ঘণ্টা |
IB Security Assistant বেতন কাঠামো ২০২৫ (Salary Details)
IB Security Assistant পদে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিরা পাবেন Level-3 Pay Matrix অনুযায়ী বেতন। যার ভিত্তি বেতন ₹২১,৭০০ থেকে শুরু হয়ে সর্বোচ্চ ₹৬৯,১০০ পর্যন্ত হতে পারে। এর সঙ্গে কেন্দ্রীয় সরকারের অন্যান্য ভাতা (allowances) ও সুবিধাও যুক্ত হয়।
Short নোটিফিকেশন ডাউনলোড করুন | ↓ Download PDF |
অফিসিয়াল ওয়েবসাইট | www.mha.gov.in/en |
অনলাইন নোটিফিকেশন ও সরাসরি আবেদন | Coming |
অবশ্যই দেখবে: ED অফিসার কিভাবে হওয়া যায়? কী কী যোগ্যতা লাগবে? সহজ বাংলায় দেখে নিন
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »