HS Arts Subjects 2024: উচ্চ মাধ্যমিক আর্টস কোন বিষয় নেবে? কোন গুলো বেশি নাম্বার ওঠে? আগেই দেখে নাও

Best Subjects for WBCHSE Arts 2024 List Choice

অনেক ছাত্র-ছাত্রী বর্তমানে আর্টস নিতে চায় না, কারণ বর্তমান চাকরির মার্কেটে এর চাহিদা ক্রমশ কমছে। কিন্তু এটা মোটেও না, কলা বিভাগ বা উচ্চমাধ্যমিক আর্টসের পরেও অনেক কিছু করা যায়। যদি সঠিক পদ্ধতি এবং বিষয় তোমার নেওয়া তাকে উচ্চমাধ্যমিকে। উচ্চমাধ্যমিকে আর্টস বিভাগে বিভিন্ন বিষয়ের সমন্বয় রয়েছে।নিয়মিত পরিশ্রম এবং সঠিক দিকনির্দেশনার মাধ্যমে আপনি যেকোনো বিষয়ে সফল হতে পারেন।

   

HS Arts Subjects 2024: উচ্চ মাধ্যমিক আর্টস সাবজেক্ট নিতে পারবে?

উচ্চ মাধ্যমিকের আর্টস বিভাগে পড়ার জন্য মাধ্যমিক লেভেলের ইতিহাস, ভূগোল এর পাশাপাশি অনেক নতুন সাবজেক্ট আছে! রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, সমাজবিজ্ঞান, দর্শন, সংস্কৃত এই ধরনের সাবজেক্ট গুলো নতুন ভাবে দেখতে পাওয়া যায়।

WB HS Humanities/Arts Stream Subjects

কলা বিভাগ বা আর উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সিলেবাস অনুযায়ী তিন নম্বর সাবজেক্ট সেটের মধ্যে আছে। যেহেতু অধিকাংশ ছাত্রছাত্রীরা আর সাবজেক্ট নিয়ে পড়ে তাই স্কুলের ক্ষেত্রে কিছু নিয়মকানুন রয়েছে যে সমস্ত ছাত্রছাত্রী সমস্ত বিষয় নিতে পারবে না। তো সে ক্ষেত্রে তোমরা যে স্কুলে ভর্তি হবে সেই স্কুলের নিয়ম এবং গাইডলাইন্স ফলো করতে হবে।

সেট-3বিষয় সমূহ
তৃতীয় সেট (SET – III)Political Science (POLS) or Biological-Science(BIOS)
Education (EDCN) OR Nutrition (NUTN)
Journalism & Mass Communication (JMCN) or Sanskrit (SNSK) or Persian (PRSN) or Arabic (ARBC) or Mathematics (MATH) or Agriculture (AGRI)
Economics (ECON) or Anthropology (ANTH)
Philosophy (PHIL)
Soclology (SOCG)
History (HIST) or Psychology (PSYC) or Statistics (STAT) or Science of Well Being (SOWB)
Geography (GEGR) or Human Development & Resource Management (HDRM)
Music (MUSC) or Visual Arts (VISA) or Health & Physical Education (PHED) or Environmental Studies (ENVS) or Modern Computer Application (COMA) or Applled Artificial Intelligence (APAI)
One vocational subject offered by Council, which may be selected as optional elective subject only.

অবশ্যই দেখবে: HS Subject: উচ্চমাধ্যমিকে কোন সাবজেক্ট নিতে মাধ্যমিকে কত নম্বর লাগবে?

উচ্চ মাধ্যমিক আর্টস এর জন্য সেরা সাবজেক্ট কম্বিনেশন (HS Arts Subjects 2024)

অবশ্যই চেষ্টা করবে ইতিহাস, ভূগোল এবং তার সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়টা রাখতে। ভূগোল বিষয়টা ল্যাবরেটরি বেস্ তাই, ৩০ নম্বর প্রাকটিক্যাল নম্বরে অ্যাডভান্টেজ পাবে। এবং পরবর্তী ক্ষেত্রে ভূগোল নিয়ে অনেক উচ্চ শিক্ষার ব্যবস্থা রয়েছে। অন্যান্য বিষয়গুলো কম গুরুত্বপূর্ণ নয়, সেক্ষেত্রে নিজের যে বিষয়গুলি ভালো লাগবে এবং পড়াশোনার সুযোগ সুবিধা রয়েছে তোমার এলাকাতে সেই বিষয়গুলো চয়েস করতে পারো।

Hs Semester System: উচ্চ মাধ্যমিক সেমিস্টার সিলেবাস থেকে আপডেট এই পেজে পাবেন!

কোন কোন বিষয়ে খুব ভালো নাম্বার ওঠে? (HS Arts High Scoring Paper)

সংস্কৃত, এডুকেশন, ফিলোসফি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান এই বিষয়গুলোতে খুব কম পরিশ্রময় ভালো নম্বর তোলা যায়! তবে সেক্ষেত্রে এগুলোর মধ্যে সবগুলোই রেখে দিও না, একটা দুটো রাখতে পারো।

যে কোন একটা বিষয় নিয়ে গ্রাজুয়েশন লেভেলে অনার্স করার সময়ই তোমাকে কম্পিটিটিভ লেভেলের পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে দিতে হবে। তবে টিচিং প্রফেশনে যেতে চাইলে সেক্ষেত্রে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমাদের তরফ থেকে তথ্য দিয়ে সাহায্য করার আমরা করলাম, আমাদের সঙ্গে যোগাযোগ করে আরো সাহায্য নিতে পারো, শুভকামনা রইল!

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram