HS 4th Semester ABTA Testpaper 2026 [বাংলা & English] উচ্চ মাধ্যমিক সেরা প্রাকটিস সেট PDF

Nitya Gorai

Published on:

HS 4th Semeter ABTA Testpaper PDF Bangla English Suggestion 2026

উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার পরীক্ষা (4th Semester Exam) শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই সেমিস্টারে বড় প্রশ্ন (Long + Descriptive Pattern) ভিত্তিক পরীক্ষা। এই প্রস্তুতিকে আরও মজবুত করতে ABTA (All Bengal Teachers’ Association) কর্তৃক প্রকাশিত Bengali ও English টেস্ট পেপার একটি নির্ভরযোগ্য গাইড।

— Advertisement —

WBCHSE HS 4th Semester ABTA Test Paper 2025–26 (Bengali & English)

উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার ABTA টেস্ট পেপার হাতে চলে এসেছে! এই সেমিস্টার যেহেতু বড় প্রশ্নের পরীক্ষা, তাই সব সেট করা বাধ্যতামূলক নয়। কারণ — অনেক প্রশ্ন রিপিট হয়, সময় সীমিত কয়েকটি সাজেস্টিভ সেট ভালোভাবে করলে প্র্যাকটিসের জন্য যথেষ্ট।

কেন ABTA টেস্ট পেপার এত গুরুত্বপূর্ণ?

ABTA প্রতি বছর যে মডেল ও টেস্ট প্রশ্নপত্র প্রকাশ করে, সেগুলি অভিজ্ঞ উচ্চমাধ্যমিক শিক্ষক দ্বারা প্রস্তুত এবং বোর্ড পরীক্ষার Pattern + Trend বিশ্লেষণ করে তৈরি। শুধুমাত্র Practice নয়, বরং সম্ভাব্য প্রশ্নের দিকনির্দেশ (Prediction), তাই এগুলো পড়া মানে একটি বাস্তব পরীক্ষার মহড়া (Mock Test) দেওয়া।

এখানে উল্লেখ করা প্রয়োজন যে,এই সমস্ত ABTA টেস্ট পেপার সম্পূর্ণভাবে ABTA কর্তৃক প্রস্তুত ও প্রকাশিতEduTips বা আমরা এর কোনো স্বত্বাধিকারী নই। আপনারা নিচে দেওয়া লিঙ্ক থেকে অনলাইনে অ্যামাজনে কিনতে পারেন -
— Advertisement —

আমরা শুধুমাত্র ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে, প্র্যাকটিস ও রিভিশনের জন্যএই টেস্ট পেপারগুলোর তথ্য ও লিংক শেয়ার করছি, যাতে পরীক্ষার্থীরা সঠিক গাইডলাইনে প্রস্তুতি নিতে পারে।

★★ HS 4th Semester উত্তর সহ সাজেশন নোটস PDF সংগ্রহ ➦ ক্লিক করুন ⇓
WBCHSE Class 12 4th Semester Notes Suggestion 2026
ছবিতে ক্লিক করুন ⤻

HS 4th Semester ABTA Test Paper PDF 2025–26

Bengali & English – Selected Best Suggestion Sets – নিচের ডাউনলোড বাটনে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে পিডিএফ গুলো অথবা দ্রুত ডাউনলোড করার জন্য তোমরা Edutips অ্যাপ ব্যবহার করতে পারো।

যাদের কাছে Google Chrome এর মধ্য pdf সরাসরি ডাউনলোড হচ্ছে না? তারা থ্রি ডট : এ ক্লিক করলেই ডাউনলোডের অপশন -- ⬇️ icon পেয়ে যাবে ডাউনলোড করে সেভ হয়ে যাবে।
বিষয়PDF
বাংলা (Bengali – A) – 3.81 MB↓ Download
ইংরেজি (English – B) – 3.43 MB↓ Download
HS Class 12 সেমিস্টার প্রস্তুতি whatsapp গ্রুপ 

অবশ্যই দেখবে: HS 2026 Exam: উচ্চ মাধ্যমিক পরীক্ষার নির্দেশিকা প্রকাশ! এডমিট, খাতা, নিয়ম কানুন

HS 4th Semester হলো ফাইনাল বোর্ড পরীক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। ঠিক সময়ে ABTA Bengali & English Test Paper প্র্যাকটিস করলে আত্মবিশ্বাস বাড়বে, বড় প্রশ্ন লেখার দক্ষতা তৈরি হবে এবং কমন প্রশ্ন পাওয়ার সম্ভাবনা বাড়বে। চাপ নিও না, EduTips সবসময় তোমাদের সাথেই আছে।

Join Group

Telegram