HS 3rd Semester Result Date 2025: উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার রেজাল্ট তারিখ! আপডেট দিল সংসদ

Nitya Gorai

Published on:

Follow Us Share
WBCHSE HS 3rd Semester Result 2025 Online Check

উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ফলাফল নিয়ে বড় আপডেট দিল উচ্চমাধ্যমিক সংসদ! ইতিমধ্যে ২২ সেপ্টেম্বর পরীক্ষা হয়ে গিয়েছে এবং রেজাল্ট বেরোনোর কথা ছিল অক্টোবরের মধ্যে। এবার একটু পিছিয়ে রেজাল্ট বের হচ্ছে নভেম্বর মাসের প্রথম সপ্তাহে, তার সঙ্গে থাকছে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিত আজকের প্রতিবেদনে।

Class 12 তৃতীয় সেমিস্টার রেজাল্ট নভেম্বর প্রথম সপ্তাহে, WBCHSE আপডেট

যেসব পরীক্ষার্থীরা কোন কারণে অনুপস্থিত ছিলেন তারা আবার চতুর্থ সেমিস্টারের সাথে সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে পারবে, একই সঙ্গে যেসব ছাত্রছাত্রীরা অসফল হবেন অর্থাৎ ফেল করবেন তৃতীয় সেমিস্টারের কোন পেপারে সেই পেপারটিতে তারা চতুর্থ সেমিস্টারের সাথে পরীক্ষা দেওয়া সুযোগ পাবে।

বিষয়বিস্তারিত তথ্য
Result Date (ফল প্রকাশের তারিখ)নভেম্বরের প্রথম সপ্তাহে (First week of November 2025)
Announced By (ঘোষণা করেছেন)চিরঞ্জীব ভট্টাচার্য, সভাপতি, WBCHSE
Total Candidates (মোট পরীক্ষার্থী)6,60,343 appeared, 79,528 absent
Result Details (ফলাফল তথ্য)Website-এ subject-wise marks ও total marks থাকবে; no merit list
Next Semester Exam (পরবর্তী পরীক্ষা)12 Feb – 27 Feb 2026 (4th Semester)

WBCHSE HS 3rd Semester Result Date 2025

একনজরে দেখে দেয়া যাক তৃতীয় সেমিস্টার রেজাল্ট (3rd Semester) গুরুত্বপূর্ণ তথ্য –

  • রেজাল্ট ছাত্র-ছাত্রীরা অনলাইনে বিষয় ভিত্তিক নম্বর এবং সর্বমোট নম্বর জানতে পারবে।
  • কোনরূপ মেধা তালিকা (Merit List) প্রকাশ হবে না।
  • মার্কশিট অথবা নম্বর হার্ড কপি (Marksheet Hardcopy) একসাথে চতুর্থ সেমিস্টারের রেজাল্ট এর সঙ্গে দেওয়া হবে।

নভেম্বর মাসের প্রথম সপ্তাহে রেজাল্ট বের হলেও সামগ্রিক ফলের জন্য অপেক্ষা করতে হবে পরবর্তী সেমিস্টারের জন্য – যেখানে দুটি সেমিস্টারের রেজাল্ট একত্রে দেওয়া হবে। সেই সময়ই মেধাতালিকা প্রকাশ হবে

ক্লিক করে পড়ুন: উচ্চ মাধ্যমিকে OMR আনসার শিট চেক করবে AI, বাতিল হবে না কোন খাতা! জানালো সংসদ

কিভাবে রেজাল্ট চেক করা যাবে? (How to Check HS 3rd Semester Result)

কিভাবে রেজাল্ট চেক করতে হবে? কোথায় রেজাল্ট জানা যাবে? 22শে অক্টোবর (22.10.2025) এই বিষয়ে বিস্তারিত নির্দেশিকা জারি করবে সংসদ। সূত্র অনুযায়ী সংসদের নিজস্ব ওয়েবসাইটে রেজাল্ট (WBCHSE Result) চেক করা যাবে

উচ্চ মাধ্যমিক সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান, ‘‘তৃতীয় সিমেস্টার পরীক্ষা শেষ হওয়ার দেড় মাসের আগেই ফল বেরিয়ে যাচ্ছে। তৃতীয় সিমেস্টার ওএমআর শিট মূল্যায়ন কম্পিউটারের মাধ্যমে দ্রুত হচ্ছে। ফলাফল নভেম্বরের প্রথম সপ্তাহে কবে বেরোবে, তা ২২ অক্টোবর নাগাদ আমরা জানিয়ে দেব।’’

উচ্চমাধ্যমিক Class 12 সেমিস্টার অবশ্যই আমাদের “টার্গেট” whatsapp গ্রুপ জয়েন করতে পারো: Join Group Now ↗

ডিটেইলসলিংক
অফিসিয়াল ওয়েবসাইটhttps://wbchse.wb.gov.in/
উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টারের রুটিন (PDF)HS 4th Sem Routine →
নিচের লিংকটি এখন এক্টিভেট হবে না, রেজাল্টের সময় নতুন লিংক আসবে - সেখান থেকেই রেজাল্ট চেক করা যাবে।

সংসদের রেজাল্ট ওয়েবসাইটে স্টুডেন্টদের রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে রেজাল্ট চেক করা যাবে। বিস্তারিত আপডেট এবং ভিডিও গাইডেন্স আমরা বানিয়ে দেব।

Join Group

Telegram