Govt Jobs যে সরকারি চাকরি ফর্ম ফিলাপ চলছে! স্কুল গ্রুপ C & D, রেল, ব্যাংক দেখে আবেদন করুন

Anjan Mahata

Published on:

Follow Us Share
Govt Job Application Form Fill Up Going November 2025

যে সকল পড়ুয়ারা বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য সুখবর কারণ ২০২৬ সালে নির্বাচন তাই রাজ্য ও কেন্দ্র সরকারের তরফ থেকে একাধিক ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে, ইতিমধ্যেই রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে নিয়োগ আবেদন শুরু হয়ে গিয়েছে। আজকের এই প্রতিবেদনে আলোচনা করব বর্তমানে নভেম্বর মাসে কোন কোন চাকরির ফরম ফিলাপ চলছে

— Advertisement —

Government Job Update November 2025: নভেম্বর মাসে কোন কোন চাকরির ফরম ফিলাপ চলছে

২০২৫ সালের শেষ পর্যায়ে ইতিমধ্যেই চলে এসেছি আমরা নভেম্বর মাস ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ২০২৫ সালের নভেম্বর মাসে রাজ্য ও কেন্দ্র সরকারের কোন কোন চাকরির ফরম ফিলাপ চলছে এছাড়াও বিভিন্ন ব্যাংক ও অন্যান্য সংস্থার কি কি ফরম ফিলাপ চলছে সে সম্পর্কে আজকের এই প্রতিবেদনে আলোচনা করব।

রাজ্য সরকারের চাকরি (Westbengal state government Job)

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে বর্তমানে কোন কোন চাকরির আবেদন গ্রহণ নেওয়া হচ্ছে সেগুলি দেখে নেয়া যাক-

WBSSC Group C and D Recruitment (স্কুল সার্ভিস কমিশন)

— Advertisement —

পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে ক্লার্ক এবং গ্রুপ D নিয়োগের আবেদন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, সব মিলিয়ে মোট ৮০০০ এর বেশি শূন্য পদ রয়েছে। আবেদন প্রক্রিয়া চলবে আগামী ৩ই ডিসেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত।

বিষয়বিস্তারিত
মোট শূন্যপদ• Group C (Clerk) Vacancy: 2989 টি
• Group D Vacancy: 5489 টি
আবেদনের শেষ তারিখ3rd December, 2025
অফিসিয়াল ওয়েবসাইটhttp://www.westbengalssc.com/

বিস্তারিত আবেদন: WBSSC Group C & D সরকারি স্কুলে ৮৪৭৭ শূন্যপদে নিয়োগ ফর্ম ফিলাপ! দেখে নিন

কেন্দ্র সরকারের চাকরি (Centrel government Job)

নভেম্বর মাসে কেন্দ্র সরকারের কোন কোন ডিপার্টমেন্টে বর্তমানে নিয়োগ চলছে এবার সেটি দেখে নেওয়া যাক।

RRB NTPC Recruitment (রেলের নন টেকনিক্যাল)

২০২৫ সালের নভেম্বর মাসে বর্তমানে ভারতীয় রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে নন টেকনিক্যাল পদে ক্লার্ক নিয়োগ আবেদন চলছে। এক্ষেত্রে পুরো দেশ জুড়ে ৮০০০ এর বেশি শূন্যপদ রয়েছে। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েশন পাস ছাত্র-ছাত্রীরা আবেদন করতে পারবে।

বিষয়বিস্তারিত
মোট শূন্যপদ• Undergraduate Vacancy: 3050 টি
• Graduate Vacancy: 5800 টি
আবেদনের শেষ তারিখ• Undergraduate: 27th November, 2025
• Graduate: 20th November, 2025

বিস্তারিত জানুন: RRB NTPC Recruitment 2025-26: রেলে বিপুল শূন্যপদে নিয়োগ, ইংরেজি লাগবে না! দেখুন

RRB JE Recruitment (রেলে জুনিয়র ইঞ্জিনিয়ার)

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড RRB JE Recruitment 2025 এর মাধ্যমে ২৫৬৯টি পদে নিয়োগের জন্য অনলাইন আবেদন ফর্ম ফিলাপ শুরু হয়েছে। আবেদন প্রক্রিয়া চলবে আগামী ৩০ শে নভেম্বর পর্যন্ত। আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে নিচের প্রতিবেদনটি পড়ুন।

বিষয়বিস্তারিত
মোট শূন্যপদ2569 টি
আবেদনের শেষ তারিখ 30th November, 2025

বিস্তারিত জানুন: RRB JE Recruitment রেলে ২৫৬৯টি পদে জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ!

Indian Air Force (AFCAT) Recruitment (এয়ার ফোর্স)

ভারতীয় বায়ুসেনা (IAF) প্রকাশ করেছে AFCAT 1 2026 Notification, যার মাধ্যমে পুরুষ ও মহিলা প্রার্থীরা Flying Branch, Ground Duty (Technical)Non-Technical পদে আবেদন করতে পারবেন। মোট ৩৪০টি শূন্যপদ ঘোষণা করা হয়েছে। আবেদন করা যাবে ১৪ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত।

বিষয়বিস্তারিত
মোট শূন্যপদ340 টি
আবেদনের শেষ তারিখ14th December, 2025

বিস্তারিত দেখে নিন: AFCAT 2026 এয়ার ফোর্সে যোগদান ফর্ম ফিলাপ! যোগ্যতা, ফি, আবেদন লাস্ট ডেট দেখে নিন

ব্যাংক চাকরির সমূহ (Bank Job Update)

রাজ্য ও কেন্দ্র সরকারের দ্বারা নিয়োগ ছাড়াও আরো যে নিয়োগ করে বর্তমানে চলছে সেগুলি এবার দেখে নেওয়া যাক

Punjab National Bank LBO Recruitment

বর্তমানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে ৭২০ বেশি শূন্য পদে লোকাল ব্যাংক অফিসার পদে নিয়োগ শুরু হয়েছে। আবেদন প্রক্রিয়া চলবে আগামী ২৩ শে নভেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত। নিয়োগ সম্পর্কিত বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে বিস্তারিত দেখে নিন এবং আবেদন লিংক নিচে দেওয়া হলো।

বিষয়বিস্তারিত
মোট শূন্যপদ750 টি
আবেদনের শেষ তারিখ23th November, 2025
অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুনDownload PDF
অফিসিয়াল ওয়েবসাইটhttps://pnb.bank.in/

SBI SCO Recruitment

দেশের সর্ব বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাংকের তরফে বর্তমানে SBI SCO পদে নিয়োগের আবেদন চলছে আবেদন প্রক্রিয়াটি ১৭ই নভেম্বর পর্যন্ত চলবে। এক্ষেত্রে মোট শূন্য পদ রয়েছে ১০৩ টি, এই নিয়োগের সমস্ত ডিটেলস জানতে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নিন এবং অফিসিয়াল ওয়েবসাইটের লিংক নিচে দেওয়া হলো।

বিষয়বিস্তারিত
মোট শূন্যপদ103 টি
আবেদনের শেষ তারিখ17th November, 2025
অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুনDownload PDF
অফিসিয়াল ওয়েবসাইটsbi.bank.in

যেহেতু ২০২৬ সালের নির্বাচন তাই আগামী দিনে রাজ্য ও কেন্দ্র সরকারের তরফ থেকে আরো বিভিন্ন পদে নিয়োগ করা হবে সমস্ত চাকরির খবর ও আপডেট পেতে Edutips বাংলা ওয়েবসাইট ফলো করুন।

Join Group

Telegram