যে সমস্ত জরুরী পরিষেবা রয়েছে তার মধ্যে অন্যতম হলো দমকল বিভাগ। কোথাও আগুন লাগলে সবার আগে যারা ছুটে গিয়ে নিজেদের জীবনের ঝুঁকিকে পরোয়া না করে অপরকে উদ্ধার করে। তোমাদের মধ্যে যাদের দমকল বিভাগের চাকরি করার ইচ্ছা রয়েছে তাদের জন্য আজকের এই বিশেষ প্রতিবেদন। এই প্রতিবেদনে দমকল বিভাগে কিভাবে চাকরি পাবে? কি পরীক্ষা দিতে হবে? নিয়োগ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা।
WB Fire Department Jobs: দমকল বিভাগে চাকরির সমস্ত তথ্য
কাজের ভাগ অনুযায়ী দমকল বিভাগে বিভিন্ন পদে চাকরির সুযোগ রয়েছে, নিচে দমকল বিভাগের কয়েকটি জনপ্রিয় পদের নাম দেওয়া হল-
- অফিসার বা অ্যাসিস্ট্যান্ট অফিসার
- ফায়ার ফাইটার
- স্টেশন অফিসার
- ফায়ারম্যান
- ফায়ার ইঞ্জিন ড্রাইভার
দমকল বিভাগে চাকরি যোগ্যতা (Fire Department Job Eligibility Criteria)
শিক্ষাগত যোগ্যতা: দমকল বিভাগে চাকরির জন্য আবেদন প্রার্থীদের অবশ্যই মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পাস থাকতে হয়, কিন্তু কিছু কিছু উচ্চ পদস্থ পদের জন্য অবশ্যই স্নাতক ডিগ্রি অর্থাৎ গ্রাজুয়েশন আবশ্যক।
বয়স সীমা: জেনারেল বা সাধারণ ক্যাটাগরির প্রার্থীরা 18 থেকে 30 বছরের মধ্যে এই পদের জন্য আবেদন করতে পারবেন। তবে অনগ্রসর শ্রেণী (OBC) প্রার্থী এবং তফসিলি জাতি এবং উপজাতি প্রার্থীদের (SC &ST) বয়সের ছাড় দেওয়া হয়েছে।
শারীরিক যোগ্যতা: দমকল বিভাগে চাকরি করার জন্য কয়েকটি শারীরিক যোগ্যতার মাপকাঠি রয়েছে এক্ষেত্রে ছেলে ও মেয়েদের ক্ষেত্রে সেই নিয়ম আলাদা উভয়ের ক্ষেত্রে শারীরিক যোগ্যতা কি কি প্রয়োজন সেগুলি নিচে দেওয়া হলো।
- পুরুষদের উচ্চতা ন্যূনতম ১৬৫ সেন্টিমিটার হতে হবে এবং মহিলাদের উচ্চতা ন্যূনতম ১৫৮ সেন্টিমিটার হতে হবে
- এছাড়াও শারীরিক যোগ্যতার পরীক্ষার সময় আবেদনকারীর ওজন, দৃষ্টি শক্তি আরও অন্যান্য শারীর স্বাস্থ্য ঠিকঠাক কিনা দেখে নিয়োগ করা হয়ে থাকে।
মিস করবেন না! WBPSC All Exam List: পিএসসি অন্তর্গত কি কি সরকারি চাকরির পরীক্ষা রয়েছে? সমস্ত তথ্য দেখে নিন
দমকল বিভাগে কীভাবে চাকরি পাওয়া যায়?
পশ্চিমবঙ্গের Fire & Emergency Service এর দমকল বিভাগে চাকরির নিয়োগ পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) এর মাধ্যমে হয়ে থাকে। নিয়োগের প্রথম ধাপে আবেদনকারীদের একটি লিখিত পরীক্ষা নেওয়া হয় এরপর শারীরিক পরীক্ষা ও মেডিকেল টেস্ট এবং ইন্টারভিউ এর মাধ্যমে দমকল বিভাগে প্রার্থী নিয়োগ করা হয়।
সিলেবাস ও এক্সাম প্যাটার্ন কি রয়েছে?
অন্যান্য সকল পরীক্ষার মতো এই পরীক্ষারও নির্দিষ্ট সিলেবাস ও এক্সাম প্যাটার্ন রয়েছে। তোমরা যারা এই পরীক্ষাটা দিতে চাও তারা অফিসিয়াল ওয়েবসাইট এবং নোটিশগুলি থেকে Latest সিলেবাস ও এক্সাম প্যাটার্ন পেয়ে যাবে।
প্রশিক্ষণ (Training)
নিযুক্ত প্রার্থীদের West Bengal Fire and Emergency Services Training Institute-এ পাঠানো হয়। প্রশিক্ষণের মেয়াদ সাধারণত 6 মাস থেকে 1 বছর পর্যন্ত হয়ে থাকে।
দমকল বিভাগে চাকরির মাসিক বেতন (Monthly Salary)
Salary – এর প্রসঙ্গে তোমাদের জানিয়ে রাখি, তোমরা জয়েন করার পরপরই প্রতিমাসে কমবেশি ২৫হাজার টাকার আশেপাশে Salary পেয়ে যাবে। এক্ষেত্রে বিভিন্ন পদ অনুযায়ী মাসিক বেতনের পরিমাণ ভিন্ন। অবশ্য এর সঙ্গে অতিরিক্ত DA, TA, Housing Allowance দেওয়া হয়ে থাকে। অভিজ্ঞতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বেতনের পরিমাণ বৃদ্ধি পায়।
অবশ্যই দেখবেন: How to Become Lawyer? LLB, Eligibility, Admission: উকিল আইনজীবী কিভাবে হবে?
👇 পরীক্ষার প্রস্তুতিতে বাংলাতে সেরা GK-GS Book PDF! [মাত্র 49 টাকা]
** অনলাইনে যেকোনো UPI পেমেন্ট করে নিয়ে, ডাউনলোড করে নিতে পারবেন! এখনই সেরা প্রস্তুতি শুরু করুন: Direct Collect Link →
পশ্চিমবঙ্গ Fire & Emergency Service এর অফিসিয়াল ওয়েবসাইট | https://wbfes.gov.in/ |
পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট | https://psc.wb.gov.in/ |
আশা করছি আজকের এই পোস্টটি থেকে তোমরা অনেক অজানা তথ্য জানতে পারবে। প্রতিনিয়ত এমন নিত্য নতুন পোস্ট পেতে আমাদের ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করতে পারো।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »