উচ্চমাধ্যমিক পাস ছাত্রছাত্রীদের জন্য কলকাতা বিশ্ববিদ্যালয় (University of Calcutta) প্রকাশ করেছে B.A. LL.B Admission Notice 2025-26। কলকাতার মধ্যে সেরা সরকারি প্রতিষ্ঠান গুলিতে যারা ভবিষ্যতে আইনজীবী (Lawyer) বা বিচার ব্যবস্থার সাথে যুক্ত হতে চান, তাদের জন্য এটি একটি বড় সুযোগ। বিস্তারিত সমস্ত তথ্য নিয়ে আজকের আপডেট।
কলকাতা বিশ্ববিদ্যালয় আইন ভর্তি পরীক্ষা 2025 (CULET-UG 2025) এক নজরে
কলকাতা ইউনিভার্সিটি (University of Calcutta) তাদের Faculty of Law থেকে প্রকাশ করেছে B.A. LL.B Admission Notice 2025-26। ভর্তি হবে CULET-UG (Calcutta University Law Entrance Test) এর মাধ্যমে, যেটি অনুষ্ঠিত হবে Computer Based Test (CBT) মোডে।
| বিষয় | তথ্য |
|---|---|
| কোর্স (Course) | ৫ বছর মেয়াদি B.A. LL.B |
| সেশন (Session) | 2025 – 2026 |
| আবেদন পদ্ধতি (Application Mode) | অনলাইন (Online) |
| আবেদন শুরু (Application Start) | 15ই সেপ্টেম্বর 2025 |
| আবেদন শেষ তারিখ (Last Date) | 25শে সেপ্টেম্বর 2025 |
| আবেদন ফি (Application Fees) | ₹800 (General, EWS) ₹400 (SC/ST/OBC/PWD) |
| ভর্তি পরীক্ষা (Entrance Test) | CULET-UG 2025 |
| পরীক্ষার ধরণ (Exam Mode) | CBT (Computer Based Test) |
| পূর্ণমান (Full Marks) | 100 |
| প্রশ্নসংখ্যা (No. of Questions) | 100 (MCQ) |
| সময়কাল (Duration) | 2 Hours |
| নেগেটিভ মার্কিং (Negative Marking) | নেই |
| কাউন্সেলিং (Counselling) | অনলাইনে (e-Counselling) |
| হেল্পলাইন (Helpline) | 6293500459 / 6293762129 / 7890628809 |
যোগ্যতা (Eligibility Criteria)
- General (Unreserved): ন্যূনতম 45% নম্বর Best of Four Subjects এ (Environmental Studies বাদে)।
- SC/ST/PWD: ন্যূনতম 40% নম্বর Best of Four এ।
- OBC-A / OBC-B / EWS: ন্যূনতম 42% নম্বর Best of Four এ।
- English: 100 নম্বরের English subject অবশ্যই পাশ করতে হবে।
- Other Boards: WBCHSE, ISC, CBSE ছাড়া অন্য বোর্ড থেকে পাশ করলে Equivalence Certificate নিতে হবে।
ভর্তি পরীক্ষা (Entrance Exam Details)
- পরীক্ষা হবে অনলাইন CBT (Computer Based Test) মোডে।
- মোট প্রশ্ন (Total Questions): 100 MCQ (Multiple Choice Questions)।
- সময়কাল (Duration): 2 Hours।
- নেগেটিভ মার্কিং নেই।
- পরীক্ষাকেন্দ্র: কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকা।
অবশ্যই দেখবে: How to Become Lawyer? LLB, Eligibility, Admission: উকিল আইনজীবী কিভাবে হবে? সবকিছু দেখে নিন
অংশগ্রহণকারী কলেজ ও সিট সংখ্যা (Colleges & Seats)
| কলেজের নাম | সিট সংখ্যা |
|---|---|
| Dept. of Law, CU (Hazra) | 120 + 12 (EWS) |
| Surendranath Law College | 180 + 18 (EWS) |
| Jogesh Chandra Chaudhuri Law College | 120 + 12 (EWS) |
| South Calcutta Law College | 120 + 12 (EWS) |
| Bikash Bharati Law College | 120 + 12 (EWS) |
| Rabindra Siksha Sammilani Law College | BCI অনুমোদন সাপেক্ষে |
| Jyotirmoy School of Law | 120 + 12 (EWS) |
| Shyambazar Law College | 120 + 12 (EWS) |
| George School of Law | 120 + 12 (EWS) |
| Sureswar Dutta Law College | 180 + 18 (EWS) |
| Heritage Law College | 120 + 12 (EWS) |
| Kolkata Police Law Institute | 60 + 6 (EWS) (80% সিট পুলিশ পরিবারের জন্য সংরক্ষিত) |
| L.J.D. Law College | 240 + 24 (EWS) |
| A.R. Law College | 120 + 12 (EWS) |
আবেদন ফর্ম ফিলাপ সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশিকা (Application form Fill Up)
- আবেদন (Application) শুধুমাত্র অনলাইনে হবে।
- আবেদন ফি (Application Fee) দিতে হবে পোর্টাল থেকে অনলাইনে।
- মেধা তালিকা (Merit List) তৈরি হবে শুধুমাত্র ভর্তি পরীক্ষার নম্বরের ভিত্তিতে।
- ভর্তি হবে অনলাইন কাউন্সেলিং (e-Counselling) এর মাধ্যমে।
- প্রয়োজনীয় ডকুমেন্ট (Documents) সঠিকভাবে আপলোড করতে হবে।
নিচে একটি ছোট টেবিল দিলাম যেখানে অফিসিয়াল নোটিশ, অনলাইন আবেদন লিংক, পরীক্ষার বিষয়গুলি (Subject Areas) এবং ডাইরেক্ট অ্যাপ্লিকেশন লিংক সবই আছে:
| বিষয় | তথ্য |
|---|---|
| Admission Notice (PDF ডাউনলোড) | ↓ Download PDF |
| আবেদন পোর্টাল (Official Portal) | B.A. LL.B. ADMISSION 2025 |
| পরীক্ষার বিষয় (Subject Areas of Entrance Test) | • English • GK and Current Affairs • Reasoning • General Mathematics • Indian Polity |
| ডাইরেক্ট আবেদন লিংক (Direct Application Link) | Admission Portal → |
পরীক্ষার বিস্তারিত তথ্য: CULET সরকারি কলেজে আইন (BA LLB) ভর্তির পরীক্ষা! যোগ্যতা কি লাগবে? সমস্ত তথ্য দেখে নিন
যারা আইনের উচ্চশিক্ষা (Legal Studies) নিয়ে ভবিষ্যৎ গড়তে চাইছো, তাদের জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের আইন ভর্তি পরীক্ষা 2025 (CULET-UG 2025) একটি বড় সুযোগ। শেষ তারিখের (25শে সেপ্টেম্বর 2025) আগেই দ্রুত আবেদন করে ফেলো। পরীক্ষার প্রস্তুতির জন্য এখনই শুরু করো শেষ মুহূর্তের Important Topics ও MCQ Practice। সবার জন্য শুভেচ্ছা রইল – All the Best for CULET 2025!
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »




