বর্তমানে যাত্রাপথের ক্ষেত্রে আকাশপথ (Air Route) মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয়। খুব অল্প সময়ে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছানো যায় বিমান (Airplane) মাধ্যমে। এই যাত্রাকে নিরাপদ ও আরামদায়ক করে তোলার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ফ্লাইট অ্যাটেনডেন্টরা (Flight Attendants), যাদের আমরা আগে বলতাম ‘এয়ার হোস্টেস’ (Air Hostess)।
তবে বর্তমানে পুরুষ-মহিলা নির্বিশেষে সবাই এই পেশায় যোগ দিতে পারেন। তাই “এয়ার হোস্টেস” কথার বদলে এখন বলা হয় “ফ্লাইট অ্যাটেনডেন্ট” (Flight Attendant) বা “কেবিন ক্রু” (Cabin Crew)।
এয়ার হোস্টেস ফ্লাইট অ্যাটেনডেন্ট (Flight Attendant) হওয়ার সম্পূর্ণ গাইড
আপনার বিমান যাত্রায় যাবতীয় দেখভাল এবং দায়িত্ব হলো এই ফ্লাইট অ্যাটেনডেন্টের। বিমান যাত্রা চলাকালীন যাত্রীদের কোন অসুবিধা হলে তা সমাধান করা এবং যাবতীয় পরিষেবা প্রদান করাই এদের মূল কাজ।এছাড়াও আরো কিছু বিশেষ গুরুত্ব পূর্ণ দায়িত্ব তারা পালন করেন তা হল –
- যাত্রীদের নিরাপত্তা এবং স্বাচ্ছন্দ্য নিশ্চিত করা।
- যাত্রা শুরুর আগে যাত্রা চলাকালীন এবং যাত্রা শেষে যাবতীয় দেখভাল করা।
- যাত্রা শুরুতে যাত্রীদের অভ্যর্থনা জানানো।
- যাত্রীদের প্রয়োজনীয় খাবার ও পানীয় এর অর্ডার অনুযায়ী সরবরাহ করা।
- বিমান সংক্রান্ত সকল নিয়মাবলী বিষয়ে যাত্রীদের অবগত করা।
- বিমান চলাকালীন কোন আপৎকালীন পরিস্থিতি আসলে তা দক্ষতার সঙ্গে ম্যানেজ করা।
- যাত্রারত শিশু, বয়স্ক ও অসুস্থ যাত্রীদের যথাযথ পরিষেবা দেওয়া।
- ফ্লাইট চলাকালীন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে যাবতীয় আপডেট দেওয়া।
নির্ধারিত পদের নাম | ফ্লাইট অ্যাটেনডেন্ট/ এয়ার হোস্টেস |
কারা আবেদন করতে পারেন | ছেলে এবং মেয়ে উভয় যোগ্য |
আবেদনের বয়স সীমা | ১৭ থেকে ২৬ বছর অব্দি |
যোগ্যতা (Eligibility) ফ্লাইট অ্যাটেনডেন্ট হওয়ার যোগ্যতা
একজন সফল ফ্লাইট অ্যাটেনডেন্ট হওয়ার জন্য যাত্রীদের স্বাচ্ছন্দ্যপূর্ণ যাত্রা পরিষেবা প্রদানের জন্য কমিউনিকেশন স্কিল দক্ষতা রাখা উচিত জরুরী। যাত্রীদের সঙ্গে কমিউনিকেট করে প্রয়োজনীয় স্বাচ্ছন্দ্যপূর্ণ যাত্রা প্রদান করা।
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification):
- অন্তত উচ্চ মাধ্যমিক (Higher Secondary/10+2) পাস হতে হবে।
- ইংরেজি ও হিন্দিতে সাবলীল হতে হবে, কোর্স চলাকালীন শিখিয়ে নেওয়া হয়।
অতিরিক্ত যোগ্যতা (Preferred Skills):
- স্মার্ট এবং সুন্দর ব্যক্তিত্ব
- যোগাযোগ দক্ষতা (Communication Skills)
- পরিষ্কার উচ্চারণ ও ভালো ব্যবহার
- চাপের মধ্যে কাজ করার ক্ষমতা
- চর্মরোগ, ট্যাটু, দৃশ্যমান দাগ – গ্রহণযোগ্য নয়।
তাই আমরা অবশ্যই বলি উচ্চমাধ্যমিকের পরে একটা বিশেষ Soft স্কিল ট্রেনিং বা কোর্স করা থাকলে যে কোন প্রফেশনাল লাইনে অনেকটা সুবিধা হবে 👇
আজকের দিনে নিজেকে উপস্থাপন করার ক্ষমতা, স্মার্টলি কথা বলার দক্ষতা, এবং আত্মবিশ্বাস Success-এর চাবিকাঠি। বিস্তারিত জানতে কল করুন: +91 9907260741
উচ্চমাধ্যমিকের পর এয়ার হোস্টেস (Flight Attendant) পড়াশোনা
বর্তমানে অনেক ছাত্র-ছাত্রী বিমান পরিষেবা বা এভিয়েশন (Aviation) সেক্টরে কেরিয়ার গড়ার স্বপ্ন দেখছে। বিশেষ করে এয়ার হোস্টেস বা ফ্লাইট অ্যাটেনডেন্ট হওয়া একটি সম্মানজনক এবং আকর্ষণীয় পেশা। উচ্চমাধ্যমিক (Class 12) পাশ করার পর এই পেশায় কেরিয়ার গড়ার জন্য কীভাবে পড়াশোনা শুরু করবেন তা নিচে ধাপে ধাপে বলা হলো।
জনপ্রিয় কোর্স গুলি (Courses and Admission Guide)
উচ্চমাধ্যমিকের পর সঠিক কোর্স: উচ্চমাধ্যমিক যেকোনো স্ট্রিম (Arts/Science/Commerce) থেকেই করা থাকলেও আপনি ফ্লাইট অ্যাটেনডেন্ট হওয়ার কোর্সে ভর্তি হতে পারবেন। তবে ইংরেজি (English) ও যোগাযোগ দক্ষতা (Communication Skills) ভাল থাকা জরুরি।
- Diploma in Cabin Crew Services and Hospitality Management
(ডিপ্লোমা ইন কেবিন ক্রু সার্ভিসেস অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট) - Diploma in Aviation, Hospitality and Travel Management
(ডিপ্লোমা ইন এভিয়েশন, হসপিটালিটি অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্ট) - BBA in Aviation Management
(ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ইন এভিয়েশন ম্যানেজমেন্ট) - B.Sc in Aviation
(ব্যাচেলর অফ সায়েন্স ইন এভিয়েশন) - Certificate Course in Air Hostess Training
(সার্টিফিকেট কোর্স ইন এয়ার হোস্টেস ট্রেনিং)
এই কোর্সগুলি সাধারণত বিভিন্ন প্রাইভেট এভিয়েশন ইনস্টিটিউট থেকে করানো হয়। পশ্চিমবঙ্গের মধ্যে ভর্তি সংক্রান্ত কোন গাইডেন্স প্রয়োজন হলে, আমরা আপনাদের সহায়তা করব অবশ্যই যোগাযোগ করে নেবেন।
অবশ্যই দেখবেন: Nursing: নার্স কিভাবে হবে? মেয়ে/ছেলে যোগ্যতা, ভর্তি, পরীক্ষা ও চাকরির সুযোগ
ফ্লাইট অ্যাটেনডেন্ট পেশার ভবিষ্যৎ চাকরির সুযোগ (Job Opportunities)
বর্তমানে দেশ থেকে বিদেশ জুড়ে ফ্লাইট অ্যাটেনডেন্ট পদের চাহিদা বেশ রয়েছে। স্বল্প সময়ের মধ্যেই সুপ্রতিষ্ঠিত হওয়ার জন্য এই পেশার বিশেষ গুরুত্বপূর্ণ। বিভিন্ন এয়ারলাইন্স (Airlines) যেমন: IndiGo, Air India, SpiceJet, Vistara, Emirates, Qatar Airways ইত্যাদি কাজ করার সুযোগ পাবেন।
চাকরির পদবী (Job Positions)
- ট্রেইনি কেবিন ক্রু (Trainee Cabin Crew)
- জুনিয়র ফ্লাইট অ্যাটেনডেন্ট (Junior Flight Attendant)
- সিনিয়র কেবিন ক্রু (Senior Cabin Crew)
- কেবিন সুপারভাইজার (Cabin Supervisor)
অবশ্যই দেখবেন: Management Courses after 12th: উচ্চ মাধ্যমিকের পর ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা, সেরা ৫ কোর্স দেখে নিন
বেতন কাঠামো (Salary)
ফ্লাইট অ্যাটেনডেন্ট পদে বার্ষিক আয় মোটামুটি ৩ লাখ থেকে শুরু করে ২৫ লাখ অব্দি হতে পারে । অবশ্য এই বেতনের পরিমাণ সংশ্লিষ্ট এয়ারলাইন্সে কর্মক্ষমতা এবং অভিজ্ঞতার উপর নির্ভর করে।
- শুরুর বেতন: ₹25,000 – ₹50,000 প্রতি মাসে (ভারতীয় এয়ারলাইন্সে)
- আন্তর্জাতিক এয়ারলাইন্স: ₹75,000 – ₹1,50,000 বা তারও বেশি।
- এছাড়াও বিভিন্ন সুবিধা যেমন: ফ্রি এয়ার টিকিট, হোটেল স্টে, ইনস্যুরেন্স ইত্যাদি।
আরো দেখুন: Career for Arts Students: আর্টস নিয়ে পড়ে কি কি হওয়া যায়? রইলো সেরা 10 কেরিয়ার ও চাকরি
ফ্লাইট অ্যাটেনডেন্ট (Flight Attendant) হওয়া একটি সম্মানজনক এবং গ্ল্যামারাস (Glamorous) পেশা, যেখানে নতুন দেশ ঘুরতে পারেন এবং একটি আন্তর্জাতিক কেরিয়ার গড়ে তুলতে পারেন। যদি স্মার্ট, আত্মবিশ্বাসী, ও পরিষেবামূলক মনোভাবসম্পন্ন হন, তাহলে এই পেশাটি একদম উপযুক্ত।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »