Aikyashree SVMCM: ঐক্যশ্রী স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট! লাস্ট ডেট দেখে নিন

Gobinda Gorai

Published on:

Aikyashree SVMCM Scholarship Fresh Renewal Update 2025-26 WBMDFC

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সাধারণ হিন্দু ছাত্র-ছাত্রীদের জন্য বিকাশ ভবনের তরফ (Bikash Bhawan SVMCM) থেকে প্রদান করা হয়, অপরদিকে সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য এটি সংখ্যালঘু উন্নয়ন দপ্তর (WBMDFC) সমস্ত কাজ হয়ে থাকে। ঐক্যশ্রী (Aikyashree) স্বামী বিবেকানন্দ স্কলারশিপ একটি গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হয়েছে।

— Advertisement —

ঐক্যশ্রী (Aikyashree SVMCM) স্কলারশিপের সর্বশেষ আপডেট

সংখ্যালঘু বিষয়ক দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে যে, Aikyashree Scholarship 2024–25 সালের জন্য SVMCM স্কিমের শুধুমাত্র Renewal আবেদন পুনরায় চালু করা হয়েছে এবং এটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত খোলা থাকবে

Applications with respect to POST MATRIC, TSP, MCM and SVMCM Fresh & Renewal applications for the Academic year 2025-26 can be made till 31st December, 2025.

এছাড়াও, POST MATRIC, TSP, MCM এবং SVMCM Fresh ও Renewal—এই সব স্কিমের জন্য 2025–26 শিক্ষাবর্ষের আবেদন নির্দিষ্ট সময়সীমার মধ্যে করা যাবে।

SVMCM আবেদন সংক্রান্ত সময়সূচি (সংক্ষেপে)

— Advertisement —

নিচের টেবিলটি দেখলে পুরো বিষয়টি আরও পরিষ্কার হবে—

স্কলারশিপ স্কিমআবেদন ধরনশিক্ষাবর্ষশেষ তারিখ
SVMCM (Aikyashree)Renewal2024–25Further Notice না দেওয়া পর্যন্ত
POST MATRIC, TSP & MCMFresh & Renewal2025–2631 ডিসেম্বর, 2025
SVMCM (Aikyashree)Fresh & Renewal2025–2631 ডিসেম্বর, 2025
SVMCM (Bikash Bhawan)Fresh & Renewal2025–263-4 মাস চলবে

আবেদন চলছে: TATA Scholarship: ১২০০০ টাকা স্কলারশিপ দেবে টাটা! অনলাইনে আবেদন, দেখে নিন

SVMCM Scholarship:গুরুত্বপূর্ণ নির্দেশিকা (অবশ্যই দেখুন)

এখানে একটি বিষয় পরিষ্কারভাবে উল্লেখ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ — স্বামী বিবেকানন্দ স্কলারশিপ (SVMCM) যা বিকাশ ভবন থেকে দেওয়া হয়, সেটি ঐক্যশ্রী স্কলারশিপের থেকে সম্পূর্ণ আলাদা।

বর্তমানে বিকাশ ভবনের SVMCM স্কলারশিপে জেনারেল (General) ছাত্রছাত্রীদের জন্য আলাদা ভাবে আবেদন প্রক্রিয়া চলছে এবং পরবর্তী নির্দেশ না পর্যন্ত এটি চলতে থাকবে। ফলে আবেদন করার আগে ছাত্রছাত্রীদের অবশ্যই নিশ্চিত হতে হবে তারা কোন স্কিমের অন্তর্গত এবং কোন পোর্টালে আবেদন করবেন

বিস্তারিত দেখবে: বিকাশ ভবন স্বামী বিবেকানন্দ SVMCM স্কলারশিপ সমস্ত আপডেট!

বিষয়লিংক বা তথ্য
ঐক্যশ্রী স্কলারশিপ WBMDFC অনলাইন আবেদনের পোর্টালwbmdfcscholarship.in
SVMCM (বিকাশ ভবন) ওয়েবসাইটsvmcm.wb.gov.in
হেল্পলাইন নাম্বার (Aikyashree Help Line)18001202130 (Toll-Free)

ক্লিক করে দেখো: OBC Certificate Re-validation: OBC সার্টিফিকেট পুনঃ বৈধকরণ! নতুন কিভাবে পাবেন? জেনে নিন

ঐক্যশ্রী SVMCM স্কলারশিপ সংক্রান্ত এই আপডেটটি সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা Fresh/Renewal আবেদন করবেন, তারা দেরি না করে দ্রুত আবেদন সম্পন্ন করুন। পাশাপাশি, ঐক্যশ্রী ও বিকাশ ভবনের SVMCM স্কলারশিপের সমস্ত আপডেট পেতে যুক্ত থাকুন

Join Group

Telegram