উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর ছাত্রছাত্রীদের সামনে বিভিন্ন ক্যারিয়ারের সুযোগ আছে, বিভিন্ন বিষয়ের পড়াশোনার সুযোগ তৈরি হয়। পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা বিজ্ঞান, কলা (Arts), বাণিজ্য (Commerce) বা অন্যান্য পেশাদার কোর্সে ভর্তি হওয়ার জন্য বিভিন্ন প্রবেশিকা পরীক্ষায় (Entrance Exam) বসতে পারে।
উচ্চমাধ্যমিক পরবর্তী বিভিন্ন প্রবেশিকা পরীক্ষা (Entrance Exam) তথ্য
কেউ ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি পড়তে চায়, কেউ আবার আইন, বাণিজ্য বা ফ্যাশন ডিজাইন নিয়ে এগোতে চায়। কিন্তু অধিকাংশ পেশাদার কোর্সে ভর্তি হতে গেলে নির্দিষ্ট প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। এখানে আমরা সহজভাবে উচ্চ মাধ্যমিকের পরবর্তী গুরুত্বপূর্ণ প্রবেশিকা পরীক্ষাগুলোর তালিকা উপস্থাপন করলাম।
এখানে উচ্চ মাধ্যমিকের পর গুরুত্বপূর্ণ প্রবেশিকা পরীক্ষাগুলোর সংক্ষিপ্ত তালিকা দেওয়া হলো। নিচে বিস্তারিত দেওয়া থাকবে —
পরীক্ষার নাম | কোর্স বা বিষয় | কারা বসতে পারে |
---|---|---|
WBJEE (West Bengal Joint Entrance Examination) | ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি, আর্কিটেকচার | বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রী (PCM) |
JEE Main (Joint Entrance Examination) | ইঞ্জিনিয়ারিং (B.Tech/B.E) | বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রী (PCM) |
NEET (National Eligibility cum Entrance Test) | ডাক্তারি (MBBS, BDS, BAMS, BHMS) | জীববিজ্ঞান (Biology) পড়া ছাত্রছাত্রী (PCB) |
IMU-CET (Indian Maritime University Common Entrance Test) | মার্চেন্ট নেভি, মেরিন ইঞ্জিনিয়ারিং | Physics, Chemistry, and Math, English (PCM) |
WBJEE Para Medical / JENPAS-UG | B.Sc Nursing, Paramedical | জীববিজ্ঞান বিভাগ (PCB) |
WB ANM GNM Nursing | ANM, GNM Nursing Courses | সকল বিভাগের ছাত্রী |
SMFWB (State Medical Faculty) | Diploma Paramedical | জীববিজ্ঞান বিভাগ (PCB) |
VOCLET (Polytecnic Lateral) | Polytechnic/ Diploma Engineering 2nd Year Admission | ভোকেশনাল, 10+2 উচ্চমাধ্যমিক বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রী |
CUET (Common University Entrance Test) | BA, B.Sc, B.Com (জাতীয় বিশ্ববিদ্যালয়গুলিতে ভর্তির জন্য) | সকল বিভাগের ছাত্রছাত্রী |
MAKAUT CET (Common Entrance Professional) | রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে BSc Animation, BBA, BCA, LLB বিভিন্ন প্রফেশনাল কোর্স | সকল বিভাগের ছাত্রছাত্রী |
CLAT (Common Law Admission Test) | আইন (Law) | যে কেউ (Arts/Science/Commerce) |
CULET (Calcutta University Law Entrance) | আইন (Law) | যে কেউ (Arts/Science/Commerce) |
NID / NIFT Entrance | ফ্যাশন ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইন | যেকোনো বিভাগ |
CA Foundation | চার্টার্ড অ্যাকাউন্টেন্সি | Commerce বিভাগ |
CMA Foundation | Cost & Management Accounting | Commerce বিভাগ |
Hotel Management Entrance (NCHMCT JEE) | হোটেল ম্যানেজমেন্ট | যেকোনো বিভাগ |
AIEED (All India Entrance Examination for Design) | ডিজাইন এবং ক্রিয়েটিভ ফিল্ড | যেকোনো বিভাগ |
After HS Entrance Exams & Career: উচ্চমাধ্যমিকের পরে কোন কোন ভর্তি পরীক্ষায় বসা যায়?
WBJEE (West Bengal Joint Entrance Examination)
WBJEE পশ্চিমবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশিকা পরীক্ষা, যার মাধ্যমে রাজ্যের বিভিন্ন সরকারি ও প্রাইভেট ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি এবং আর্কিটেকচার কলেজে ভর্তি হওয়া যায়। পরীক্ষাটি ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথেমেটিক্স বিষয়ে অনুষ্ঠিত হয়।
JEE Main (Joint Entrance Examination) + Advanced IIT
JEE Main জাতীয় স্তরের একটি প্রবেশিকা পরীক্ষা, যার মাধ্যমে NIT, IIIT ও অন্যান্য কেন্দ্রীয় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটগুলিতে ভর্তি হওয়া যায়। IIT-তে ভর্তি হতে হলে JEE Advanced-এ উত্তীর্ণ হতে হয়।
NEET UG (National Eligibility cum Entrance Test)
NEET হল মেডিকেল পড়ার জন্য ভারতের সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা। MBBS, BDS, BAMS, BHMS, এবং অন্যান্য মেডিকেল কোর্সে ভর্তি হতে NEET উত্তীর্ণ হতে হয়।
AIIMS Nursing & Para Medical Exam
AIIMS Nursing & Para Medical Exam হলো অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (AIIMS) কর্তৃক পরিচালিত একটি ভর্তি পরীক্ষা। এর মাধ্যমে সারা দেশের ছাত্র-ছাত্রীরা নার্সিং ও প্যারামেডিক্যাল কোর্সে ভর্তি হওয়ার সুযোগ পায়।
WBJEE JENPAS-UG: BSC Nursing & Para Medical Degree
JENPAS-UG পরীক্ষার মাধ্যমে পশ্চিমবঙ্গের বিভিন্ন নার্সিং ও প্যারামেডিক্যাল কোর্সে ভর্তি হওয়া যায়। এটি মূলত B.Sc Nursing ও Paramedical কোর্সের জন্য নেওয়া হয়।
বিস্তারিত পড়ুন: JENPAS Exam Eligibility: রাজ্য নার্সিং, প্যারামেডিকেল, মেডিকেল প্রযুক্তি ভর্তি পরীক্ষা!
WB ANM GNM Nursing Entrance
ANM ও GNM হল নার্সিং কোর্সের জন্য গুরুত্বপূর্ণ প্রবেশিকা পরীক্ষা। এটি পশ্চিমবঙ্গের বিভিন্ন নার্সিং কলেজে ভর্তি হওয়ার জন্য নেওয়া হয়।
বিস্তারিত তথ্য: পশ্চিমবঙ্গ ANM-GNM নার্সিং পরীক্ষার সমস্ত তথ্য, পরীক্ষা প্যাটার্ন, সিলেবাস!
SMFWB (State Medical Faculty of West Bengal) ডিপ্লোমা প্যারামেডিকেল
SMFWB হল পশ্চিমবঙ্গের মেডিকেল ডিপ্লোমা কোর্সের জন্য একটি প্রবেশিকা পরীক্ষা। এটি Diploma প্যারামেডিক্যাল কোর্সের জন্য বিশেষভাবে নেওয়া হয়।
বিস্তারিত দেখুন: Paramedical Course Details: প্যারামেডিকেল কোর্স ভর্তি? যোগ্যতা, ভর্তি পরীক্ষা
VOCLET (Vocational Lateral Entry Test) পলিটেকনিক ল্যাটারাল এন্ট্রি
একটি প্রবেশিকা পরীক্ষা, যা পশ্চিমবঙ্গ স্টেট কাউন্সিল অব টেকনিক্যাল এডুকেশন (WBSCTE) পরিচালনা করে। এটি মূলত পলিটেকনিক ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে দ্বিতীয় বর্ষে (ল্যাটারাল এন্ট্রি) ভর্তির জন্য নেওয়া হয়। উচ্চমাধ্যমিক স্তরে অবশ্যই ভোকেশনাল, কিংবা বিজ্ঞান বিভাগের ছাত্র বা ছাত্রীরা যোগ্য।
CUET (Common University Entrance Test)
CUET হল ভারতের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলিতে BA, B.Sc, B.Com সহ বিভিন্ন কোর্সে ভর্তি হওয়ার জন্য নেওয়া প্রবেশিকা পরীক্ষা।
বিস্তারিত: CUET (UG) Exam Eligibility: উচ্চ মাধ্যমিকের পর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে গ্রাজুয়েশন!
MAKAUT CET (Common Entrance Test by MAKAUT)
MAKAUT CET হল পশ্চিমবঙ্গের প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন প্রফেশনাল কোর্সে ভর্তি হওয়ার প্রবেশিকা পরীক্ষা। এর মধ্যে রয়েছে অ্যানিমেশন, আইন, গ্রাফিক্স ডিজাইন, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, কম্পিউটার অ্যাপ্লিকেশন, হসপিটালিটি ম্যানেজমেন্ট এই সমস্ত লাইনে পড়াশোনা।
বিস্তারিত দেখুন: MAKAUT CET Exam: পশ্চিমবঙ্গে প্রফেশনাল কোর্সে ভর্তি পরীক্ষা! যোগ্যতা, ভর্তি
CLAT (Common Law Admission Test)
CLAT হল ভারতের জাতীয় আইন বিশ্ববিদ্যালয়গুলিতে (NLU) ভর্তি হওয়ার জন্য প্রয়োজনীয় প্রবেশিকা পরীক্ষা। উচ্চ মাধ্যমিকের (10+2) ছাত্রছাত্রী (Arts/Science/Commerce) সকল বিভাগের ছাত্রছাত্রীরা এটা দিতে পারে।
বিস্তারিত দেখুন: CLAT জাতীয় সাধারণ আইন (Law Admission) ভর্তি প্রবেশিকা পরীক্ষা!
Calcutta University Law Admission: BA LLB (CULET)
পশ্চিমবঙ্গের সেরা আইন কলেজগুলোতে ভর্তির জন্য পরীক্ষা ক্যালকাটা ইউনিভার্সিটি ল‑এন্ট্রান্স টেস্ট (CULET)। কলকাতা বিশ্ববিদ্যালয় ও তার অধিভুক্ত সেরা আইন কলেজগুলিতে পাঁচ‑বছরের BA LLB (Bachelor of Arts + Bachelor of Laws) কোর্সে ভর্তি হতে পারবেন।
বিস্তারিত তথ্য: CULET সরকারি কলেজে আইন (BA LLB) ভর্তির পরীক্ষা! যোগ্যতা কি লাগবে? সমস্ত তথ্য
IMU-CET (Indian Maritime University Common Entrance Test)
Indian Maritime University-এর কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা। এই পরীক্ষার মাধ্যমে মার্চেন্ট নেভি, মেরিন ইঞ্জিনিয়ারিং, নটিক্যাল সায়েন্স, সামুদ্রিক আইনসহ বিভিন্ন আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি হওয়া যায়।
NID / NIFT Entrance
NID এবং NIFT হল ফ্যাশন ও ডিজাইন কোর্সে ভর্তি হওয়ার জন্য নেওয়া প্রবেশিকা পরীক্ষা। যারা বিশেষ করে ক্রিয়েটিভ এবং ডিজাইন ফিল্ডে যেতে চাই তাদেরকে অবশ্যই এই সর্বভারতীয় পরীক্ষাটা দিতে হবে যেখান থেকে তারা বিভিন্ন ফ্যাশন টেকনোলজি বা ডিজাইন প্রতিষ্ঠান ভর্তি হতে পারে।
CA Foundation
CA Foundation পরীক্ষার মাধ্যমে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কোর্সে ভর্তি হওয়া যায়। এটি ICAI (Institute of Chartered Accountants of India) পরিচালিত একটি পরীক্ষা। উচ্চ মাধ্যমিকের (10+2) ছাত্রছাত্রী (Commerce বিভাগ) এটি যথেষ্ট ভালো পছন্দ।
CMA Foundation
CMA (Cost & Management Accounting) হল ফাইন্যান্স ও অ্যাকাউন্টিং বিষয়ে ক্যারিয়ার গড়ার জন্য একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। উচ্চ মাধ্যমিকের (10+2) ছাত্রছাত্রী (Commerce বিভাগ) এটি করতে পারে।
Hotel Management Entrance (NCHMCT JEE)
NCHMCT JEE পরীক্ষার মাধ্যমে ভারতের বিভিন্ন হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে ভর্তি হওয়া যায়। উচ্চ মাধ্যমিকের (10+2) ছাত্রছাত্রী (যেকোনো বিভাগ) এই নিয়ে কেরিয়ার করতে পারে।
AIEED (All India Entrance Examination for Design)
AIEED হল অল ইন্ডিয়া ডিজাইন পরীক্ষার মাধ্যমে ফ্যাশন ডিজাইন এবং অন্যান্য ক্রিয়েটিভ কোর্সে ভর্তি হওয়ার সুযোগ তৈরি করে। উচ্চ মাধ্যমিকের (10+2) ছাত্রছাত্রী (Arts/Science/Commerce), নির্দিষ্ট ইনস্টিটিউট অনুযায়ী ন্যূনতম নম্বর প্রয়োজন।
বিশেষভাবে উল্লেখযোগ্য এর মধ্যে চাকরির পরীক্ষার কথা উল্লেখ নেই, সেটির জন্য একটি আলাদা পোস্ট করা রয়েছে আপনারা সেটি দেখতে পারেন।
বিস্তারিত দেখুন: HS Pass Govt Job: উচ্চমাধ্যমিক পাশে কি কি সরকারি চাকরি আছে? সম্পূর্ণ তালিকা
উচ্চ মাধ্যমিকের পর ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন সম্ভাবনা রয়েছে। উচ্চমাধ্যমিকের পর সঠিক ক্যারিয়ার গড়ার জন্য উপযুক্ত প্রবেশিকা পরীক্ষা বেছে নেওয়া খুব গুরুত্বপূর্ণ। ছাত্রছাত্রীরা তাদের পছন্দ, যোগ্যতা ও ভবিষ্যতের লক্ষ্যের ভিত্তিতে এই পরীক্ষাগুলিতে অংশগ্রহণ করতে পারে। পরিকল্পনা করে পড়াশোনা করলে ভালো ফলাফল পাওয়া সম্ভব এবং স্বপ্নের ক্যারিয়ার গড়া সহজ হবে।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »